সংবাদ - খোকার দাবি, হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার মধ্যরাতে হামলা চালিয়েছে। এটিকে তিনি ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, ১৯৭১ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী যে অপরাধ হয়েছিল, রোববার দিবাগত রাতের ঘটনা তাকেও হার মানিয়েছে।
প্রতিক্রিয়া-
বাচ্চা ছেলে 'খোকা'
পক্কতাহীন, বোকা।
কি বলতে কি বলে
ধরলে কি সব চলে?
মুখ ভর্তি দাড়ি
চশমাটাও ভারী;
ঐ মুখেতে যতই থাকুক বার্ধক্য আঁকা
তাই বলে কেউ খেয়ো নাকো ধোঁকা।
বয়েস নেহাৎ কম হয়নি বটে
ষাট পেরুলো এটা ওটা ঘেঁটে।
ষাট পেরুলেই বয়েস কি আর হয়?
বুদ্ধিটা কি পরখ করবার নয়?
যে যাই বলুক ভাই,
‘খোকা’ আমার নাদুস নুদুস বাচ্চা ছানাটাই।
মুখ ফসকে বললো নাহয় বেফাঁস কিছু কথা,
তাই বলে কি পেতে আছে ব্যাথা?
ফটিকছড়ির সন্ত্রাসীরা মুক্তিকামী,
শাহবাগী নাস্তিকেরা বিপথগামী
-বেশ বলেছে,
কী হয়েছে তাতে?
রাগ হতে নেই অবোধ শিশুর ওসব কথাতে।
আর তাছাড়া বুদ্ধিটা যে কাঁচা,
পাঁচ পঁচিশে গুলিয়ে ফেলা ওর কাছে বেশ সোজা।
গনহত্যার সংজ্ঞা, ও যা খুশী তাই দেবে,
ক্ষমা সুন্দর দৃষ্টিতে সব এড়িয়ে যেতে হবে।
কারণ নামটি যে তার ‘খোকা’
নাদুস নুদুস ধামরা বুড়ো আস্ত একটা বোকা।
মন্তব্য
facebook
যে লোক ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলো, সে ২৫ মার্চের সঙ্গে তুলনা করতে পারে এই ঘটনার? কিভাবে পারে?
মাথা কাজ করে না আজকাল
______________________________________
পথই আমার পথের আড়াল
খোকা অদ্ভুত
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
এইগুলার জন্যই...
"মিছিলের সব হাত
কণ্ঠ
পা এক নয়।"
ঠিক তাই।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
মস্তিষ্কের পঁচনে র্দুগন্ধ বেশী ছড়ায়...............এটা খোকা আবার প্রমান করলেন ।
ছড়াটা পুরাই হয়েছে।
খোকার কথা শুনলেই এক বালতি গরুর রক্তে ভরপুর একটা মুখ ভেসে উঠে চোখে। সারা জীবন আমার কাছে ওটাই খোকার ইমেজ থাকবে।
টুইটার
হালুয়া রুটির ভাগের জন্য শেষ পর্যন্ত নিজের আত্মসম্মানও বিক্রি করে দিয়েছেন
বিভীষণ মহাশয়
অথচ সে নিজে একজন মুক্তিযোদ্ধা। সে কিভাবে এমন কথা বলে? আমার মাঝে মাঝে মনে হয় এদেরকে কে যেন ধরে যন্ত্র-মন্ত্র ঘরে নিয়ে গিয়ে ব্রেইন ওয়াস করে দিয়েছে। নয়ত মানুষ এত কি করে বদলায় !!!
গরুর রক্ত শরীরে ঢোকে গেছেরে খোকা , তা এখন মাথা অব্দী ,,,,,
নতুন মন্তব্য করুন