৭ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৪/১০/২০১৩ - ৮:৪৪পূর্বাহ্ন)
প্রথম আবৃত্তির জন্যে অভিনন্দন।
প্রথমে শুনে আমার মনে হলো ভুল করে শিমুল মোস্তাফার আবৃত্তি শুনছি নাতো ? শিমুল মোস্তফা দ্বারা কি আপনি খুব বেশি অনুপ্রাণিত? আপনার আবৃত্তি তাই খুবি ভালো হয়েছে । কিন্তু দু একজায়গায় উচ্চারনটা খটকা লাগলো। যেমন ধোঁয়া শব্দটা উচ্চারনে নসারন্ধের ব্যবহার একটু বেশি মনে হয়েছে। এমন দু একটা দিক ছাড়া আবৃত্তি দুর্দান্ত হয়েছে আর কবিতাটি ও খুবি চমৎকার। আরো বেশি বেশি আবৃত্তি করুন, আপনার কাছে অনেক অনেক আবৃত্তি পাওনা থাকলো। ভালোথাকবেন।
৮ | লিখেছেন ঈয়াসীন [অতিথি] (তারিখ: শুক্র, ২৫/১০/২০১৩ - ৩:১৬পূর্বাহ্ন)
না ভাই, শিমুল মোস্তফা দ্বারা অনুপ্রাণিত নই। আহকাম উল্লাহ কে বেশী ভাল লাগে। তবে নিজেকে আমি কখনই আবৃত্তি শিল্পী হিসেবে দেখি না। শখে করি টুকটাক। আপনার বিশ্লেষণ চমৎকার। নসারন্ধ্রের সঠিক ব্যবহার সম্পর্কে সত্যি আমার কোনো ধারণা নেই, চন্দ্রবিন্দু পাইলেই কইশা নাক গলাই।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
মন্তব্য
ভালো লেগেছে। একটা নয়েজ আসছিলো মনে হয় মাইক্রোফোন থেকে। আরো আবৃত্তি শোনার ইচ্ছে রইলো।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
চমৎকার হয়েছে দীপু ভাই।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
অনেক আগেই আপনার আবৃত্তি আসা উচিত ছিল। আরও বেশি বেশি করে দিয়ে পুষিয়ে দিবেন আশা করছি।বরাবরের মতই চমৎকার হয়েছে।
শাকিল অরিত।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
প্রথম আবৃত্তির জন্যে অভিনন্দন।
প্রথমে শুনে আমার মনে হলো ভুল করে শিমুল মোস্তাফার আবৃত্তি শুনছি নাতো
? শিমুল মোস্তফা দ্বারা কি আপনি খুব বেশি অনুপ্রাণিত? আপনার আবৃত্তি তাই খুবি ভালো হয়েছে
। কিন্তু দু একজায়গায় উচ্চারনটা খটকা লাগলো। যেমন ধোঁয়া শব্দটা উচ্চারনে নসারন্ধের ব্যবহার একটু বেশি মনে হয়েছে। এমন দু একটা দিক ছাড়া আবৃত্তি দুর্দান্ত হয়েছে আর কবিতাটি ও খুবি চমৎকার। আরো বেশি বেশি আবৃত্তি করুন, আপনার কাছে অনেক অনেক আবৃত্তি পাওনা থাকলো। ভালোথাকবেন।
মাসুদ সজীব
না ভাই, শিমুল মোস্তফা দ্বারা অনুপ্রাণিত নই। আহকাম উল্লাহ কে বেশী ভাল লাগে। তবে নিজেকে আমি কখনই আবৃত্তি শিল্পী হিসেবে দেখি না। শখে করি টুকটাক। আপনার বিশ্লেষণ চমৎকার। নসারন্ধ্রের সঠিক ব্যবহার সম্পর্কে সত্যি আমার কোনো ধারণা নেই, চন্দ্রবিন্দু পাইলেই কইশা নাক গলাই।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
বেশ ভালো হয়েছে। কিছু শব্দে বাড়তি চন্দ্রবিন্দু বসে গেছে। আর কণ্ঠে আবেগের পরিবর্তনগুলো মসৃন হয়নি। যেমন, দর্শনা গোয়ালন্দ হয়ে শিয়ালদা পৌছে প্রেমচাঁদ স্ট্রিটের ১১বি বাড়িতে পৌছে ---একটি ঘর--- এখানে।
চলুক।
ইচ্ছার আগুনে জ্বলছি...
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
চলতে থাকুক, নিজের কবিতাও দিয়েন প্লিজ
facebook
প্রথম আবৃত্তির জন্য অভিনন্দন।
কিন্তু আমার ব্রাউজারে সাুউন্ডক্লাউডের লিঙ্ক বা এমবেডেড সাউন্ড পাচ্ছি না কেন?
____________________________
চলুক।
চলুক
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন