অত্যাচারীর বিচার হবে

ইয়াসির আরাফাত এর ছবি
লিখেছেন ইয়াসির আরাফাত [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৫/০৬/২০১৩ - ৮:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুনেছিলাম সেই সে কবে, রাষ্ট্র নাকি লড়বে,
আঙ্গুলেতে জয় দেখানো কাদের বোধহয় মরবে
কদিন ব্যাপক উথাল পাথাল সবই এখন ঠান্ডা।
আম জনতার মাথায় কেবল সদাই পিটছে ডান্ডা।।

কামার নামের চামার শুনছি ছিলো দুধের শিশু??!!
হয়তো স্বপ্নে মুক্তি দেখে করেই ফেলতো পিসু (হা হা)
দেশটি আমার বড়ই সরেস কিচ্ছু মনে রাখে না
ইতিহাসটা ভালো করে কোথাও লেখা থাকে না

আশায় ছিলাম বেঈমানদের দ্রুতই হবে বিচার
কিন্তু দেখি ওঝা নিজেই ভুতের ভয়ে নাচার
হেফজু বুড়োর দাবী নিয়ে মন্ত্রীরা সব মেতে
বিচার কোথায়? আওয়াজ দিলে যান কেবলই চেতে-

গদির দিকেই সকল নজর কাজের বেলায় চোট্টা
ফাঁকি মেরে কেন ভাবেন পেয়েই যাবেন ভোটটা?
সময় আছে এই বেলাতে কষে লুঙ্গি বেঁধে নিন
পালের গোদা কিংবা চেলা সবকটাকে ঝুলিয়ে দিন..........


মন্তব্য

অনিকেত এর ছবি

চমৎকার লাগল বস---
শুভেচ্ছা জানবেন--

ইয়াসির আরাফাত এর ছবি

সহৃদয় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ অনিকেত ভাই

অতিথি লেখক এর ছবি

চলুক
এইবার অনিকেত এই কবিতায় সুর বসাবে, গাইবে, সঙ্গে যোগ দেবন ... ... হাসি
- একলহমা

ইয়াসির আরাফাত এর ছবি

এই মাত্রাবিহীন ছন্নছাড়া ছেলেমানুষী ছড়ায় সুর বসাবে, তেমন সুরকার এখনও জন্মায় নি দাদা/দিদি শয়তানী হাসি

অতিথি লেখক এর ছবি

হাততালি চলুক
ইসরাত

ইয়াসির আরাফাত এর ছবি

অসংখ্য ধন্যবাদ ইসরাত

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

ইয়াসির আরাফাত এর ছবি

অসংখ্য ধন্যবাদ সাক্ষী সাহেব

স্যাম এর ছবি

চলুক হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।