প্রথম শুনেছিলাম আড্রিয়ান ব্রেইট-এর বাঁশিতে। পাগল তখন থেকে। থাকতাম মফস্বলে, শুধু এই গানটা খোঁজার জন্য ঢাকায় আসি ১৯৮৬ সালে। আঁতিপাতি কত জায়গায় খোঁজাখুঁজি! গাউছিয়ার অপজিটে তখন একটা গানের দোকান ছিল, গেলাম সেখানে। বিটলস আছে, প্রিসলি আছে, সিনাত্রা আছে, কিন্তু এন্ডি উইলিয়ামস নাই।
অগত্যা সুরখানা সম্বল করেই কাটিয়ে দিলাম আরো চার-পাঁচটা বছর।
১৯৯২-৯৩ সাল। টিপু সুলতান রোড থেকে দিশি "কড়া পানি" খেয়ে নিশি পোহাতে পোহাতে বাসায় ফিরছি। হাঁটছিলাম, অংশত, রিকশা পাওয়া যাচ্ছিল না বলে, অংশত, রিকশা-ভাড়া ছিল না বলে, অংশত, হাঁটতে ভাল লাগছিল বলে। পুরান ঢাকা থেকে মালিবাগ অনেক লম্বা হাঁটাপথ। কাটাবন বরাবর এসে চমকে উঠি। আরে আরে, এন্ডি উইলিয়ামস! লাভ স্টোরি!! কোথায় বাজাচ্ছে? কে?
দেখলাম রাস্তার পাশে একটা গাড়ি পার্ক করা। গাড়ির ভিতরে কেউ নেই, ক্যাসেট প্লেয়ারে এন্ডি একা একাই গাইছে তার প্রেমের গীত। তন্ময় হয়ে শুনলাম সেই গান। খেয়াল করি নি শেষদিকে গানটা ডুয়েট হয়ে যাচ্ছে! এন্ডির সাথে গাইছে গাড়ির মালিক। দূরে কোথাও হয়ত পেচ্ছাপ করতে গেছিল। ফিরে আসল গাইতে গাইতে। ভুত দেখলাম আমি। এন্ডি উইলিয়ামস-এর ভুত!
শেষ হয়ে গেলে আমার অনুরোধে গানটা আবার চালালো সে। এবার একা একাই তার ওয়ালজ্ নাচার পালা। দিশি খাই, কিন্তু বিদিশি-র গন্ধ চিনতে ভুল হয় না আমার। গাড়িঅলা প্রৌঢ় এক ভদ্রলোক, চোখের কোনে পানি চিকচিক করছে। নেচে চলেছে সে তার সাবেক প্রেমের স্মৃতির সাথে, মধ্যরাতের কাটাবনে, সারি সারি বেঁধে-রাখা রিকশা আর ভ্যানগাড়ির মাঝখানের আঁকাবাঁকা ফাঁকফোকড় দিয়ে।
নাহ্। ক্ষান্ত দিই। গানের চেয়ে গানের অনুষঙ্গ যে বড় হয়ে যাচ্ছে! তারচে কিছু জরুরি তথ্য গান বিষয়ে: "লাভ স্টোরি" নামক একটি ব্লকবাস্টার হিট মুভির থিম সং এটা। গেয়েছিলেন এন্ডি উইলিয়ামস। গানের কথা কার্ল সিগম্যানের, আর সুর ফ্রান্সিস লাই-এর। আর গানের বয়স? অংকের হিসাবে ঠিক আমার বয়সের সমান। কিন্তু হায়! এই একটা গান জীবনে ভালো করে শুনবার আগে, গানের সাথে একটা জম্পেশ ওয়ালজ নাচবার আগেই আমার জীবন যে ফুরিয়ে গেল প্রায়!
যারা নিজ নিজ সঙ্গিনীর সাথে "লাভ স্টোরি" শুনতে শুনতে এখনো ওয়ালজ নাচেন নাই, তাদের জন্য গানটা থাকল এখানে। যারা একা একা আছেন, একা একাও ট্রাই করতে পারেন, ওয়ালজ বেশ ইমাজিনেশন প্রমোট করে মনে হয়।
গানের কথাও থাকল:
Where do I begin
To tell the story of how great a love can be
The sweet love story that is older than the sea
The simple truth about the love she brings to me
Where do I start
With her first hello
She gave new meaning to this empty world of mine
Therell never be another love, another time
She came into my life and made the living fine
She fills my heart
She fills my heart with very special things
With angels songs , with wild imaginings
She fills my soul with so much love
That everywhere I go Im never lonely
With you my love, who could be lonely
I reach for her hand-its always there
How long does it last
Can love be measured by the hours in a day
I have no answers now but this much I can say
I know Ill need her till the stars all burn away
And she'll be there
মন্তব্য
বুঝলাম না। url টা লিংক আকারে দিতে গিয়া দেখি সে তার নাড়িভুড়ি সহ প্রকাশ্য হৈয়া আছে! উপায় কি মডারেটরবৃন্দ?
সম্ভবত লিংকের ভিতর ব্রাকেটের জন্য এমনটা হইছিল। সরাসরি এইচটিএমএল লিখা দিলাম। পরে আসল কোড বদলায় দিবোনে যাতে ভবিষ্যতে সমস্যা নাহয়।
লেখাটা জব্বর লাগছে। গানটা শুইনা দেখি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নচিকেতা পরে এইটা নিয়ে বাংলা গান করছে। আসলটা আর বাংলা দুটাই দারুন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাংলাটা শুনি নাই। যেটা শুনেছেন সেটা মুভির অরিজিন্যাল রেকর্ডিং। এন্ডি পিয়ানো বাজিয়ে গেয়েছেন এমন একটা ভার্সনও শুনেছি। তবে মুভিরটাই সেরা।
অসাধারণ গান। শেয়ার করার জন্য ধন্যবাদ। এরম মাঝেমধ্যে কিছু ছাইড়েন।
_______ ____________________
suspended animation...
খুব ভাল লাগল। আপনি এরকম লেখেন কেমনে?
লাভ স্টোরি আমার অলটাইম ফেভারিট মুভি। প্রথমবার দেখেই আমি এলি ম্যাকগ্র'র প্রেমে পড়ে গেছিলাম। এখনও ডুবে যাই যতবার দেখি। থিম মিউজিকটাও ভীষণ প্রিয়। এখনও প্রায় রাতে ঐটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এই মিউজিকটার বহু ভার্সন আছে। হিন্দি একটা শুনছিলাম। নচিকেতার 'সেই ফেলে আসা মেঠো পথের বাঁকে' এইটার মিউজিক অনুসরণ করে করা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
গানের চেয়ে অনুষ্ণঙ্গই ভালো লেগেছে।
এটা ছাড়াও এন্ডি'র A time for us, Scarborough fair কিংবা El condor শুনে দেখতে পারেন।
মুন রিভার আরেকটা অসাধারণ গান। Scarborough fair সাইমন এন্ড গারফাংকল এর যতটুকু জানি। Andy Williams এর ও আছে নাকি?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কি জানি, আমার কাছে তো Andy Williams এরটাই আছে। Moon River এর কথা ভুলে গিয়েছিলাম।
Scarborough Fair বা El condor অনেকেই গেয়েছেন। তবে গানগুলো সাইমন+ গারফাংকল-এরই। হ্যাঁ... মুনরিভারও দারুণ একটা গান। কত কত দারুণ গান আছে দুনিয়ায়! কিন্তু উছিলা ছাড়া সেগুলো শুনাই কী করে?
শুনি। শুনতেছি।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
দারুণ লেখা, দারুণ গান, দারুণ মুভ্যি
..................................
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
লেখাটা অসাধারণ লেগেছে, গানটার মতই
-----------------------
এই বেশ ভাল আছি
নতুন মন্তব্য করুন