আমার জন্য ধারাচ্ছে যারা ছুরি
ঝুলিয়ে দিলাম তাহাদের কৃষিকাজ
টিলা ডিঙালেই পাবে খুঁটি, ছেঁড়া দড়ি
এই অসময়ে পালিয়ে এসেছি আজ
কোথায় ছিলাম? কাহার বৃন্দাবনে?
ভেবেছি জীবন শুধুই লীলার দাস
ঘাড়ে ক্ষত হলে পাঠাল নির্বাসনে
কেঁদেছি যতই, আটকে বসেছে ফাঁস
জোয়াল ছাড়িয়ে, শিঙে দিয়ে লাল টুপি
কান ধরে হাটে নিয়ে গেল গৃহস্বামী
কত যে "কানাই" জপেছি গো চুপি চুপি
বাসি খড় গিলে হয়ে গেছে ভেদবমি
সন্ধ্যা অনেক আশ্বাস দিতে জানে
চকচকে ছুরি, ডাঁশমাছিদের ত্রাস
বসে ভাবতাম আত্মাহুতির মানে
নিরুপায় লেজ নড়ত এপাশ ওপাশ
দূরের গোপাটে তখনি দেখেছিলাম
উড়ছিলে তুমি ধারালো শরীর-প্রাণে
দড়ি ছিঁড়ে গেল সেই ওড়ার দাপটে
সন্ধ্যা অনেক উস্কানি দিতে জানে
এটুকই প্রেম -- সলাজে ভেবেছিলাম
বাদবাকি "আমি" টানটান রূপকথা!
বিধাতা হাসেন! প্রিয় কুচকুচে পাখি
প্রেম নয়, ক্ষত ঠোকরানো তার প্রথা?
পালিয়েছি তাই। আমি এক দড়ি-ছিঁড়া
সাধ হয় পায়ে বাটখারা বেঁধে ডুবি
তেমন তটিনী কৈ, তেমন গম্ভীরা?
প্রাণপক্ষিনী! তুমি তো কেবলি ছবি!
মন্তব্য
দড়ি-ছিঁড়া ভালো করছেন।
তবে তটিনী খুঁজেন ক্যান?
প্রতিটা প্যারার চতুর্থ লাইন
অসাধারণ,এক কথায় ফাইন।
-----------------------
এই বেশ ভাল আছি
'ছেলেটি খুঁড়েনি মাটিতে মধুর জল
মেয়েটি কভু পড়ে নাই নাকছাবি'
----মনে পড়লো কেনো?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মনে পড়ার তো কোনো উছিলা এখানে দেখতেছি না। মনে পড়ল নাকি মনে পড়াইলেন?
চমৎকার!
এইখানে একটু সুর কেটে গেছে-
বসে ভাবতাম আত্মাহুতির মানে
নিরুপায় লেজ নড়ত এপাশ ওপাশ
আর তারপরের প্যারায়ও। বাকিটুকু সাবলীল।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ইমরুল... সচলের কবিতার রূচি একটু ভিন্ন বোধয়। সেইটা মাইনা নিয়াই সংগ্রাম চলবে।
কনফু... সুর কেটে গেছে বলতে কি ছন্দ কেটে গেছে বোঝালেন? এইটা অবশ্য মাত্রাবৃত্তে লেখা কবিতা।
অসাধারণ!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সেইটা ও হতে পারে । মনে পড়ালাম বলেই মনে পড়লো । অথবা উল্টোটা ও হতে পারে । মনে পড়লো বলেই মনে পড়ালাম ।
সংগ্রাম চলতেছে,নাকি?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
যাক। কোনো একটা উছিলায় আবুল হাসানের কবিতাপাঠের স্মৃতি পুনর্জাগ্রত করা গেল।
সংগ্রামেও কি সমস্যা আছে নাকি?
নতুন মন্তব্য করুন