মনোগ্যামির ভুত

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: শুক্র, ২৭/০৭/২০০৭ - ১০:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভদ্রলোকেরা শুনলে আশ্চর্য হৈবেন, মাত্র পনের বছর বয়সে আমার "অভিষেক" হয়। সেইটা কবুল করে আমারই দুই বান্ধবী, পিঠাপিঠি দুই বোন সুলেখা আর জুলেখা। ওরা আমার সাথে একই ক্লাশে পড়ত, নিজেদের কমনরুমের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আমারে বর্ম বানায়া আগ্রাসী পোলাপানের সাথে লাগাতার টাংকি চালাইত, আর একান্তে আমারে "আব্বা" কৈয়া ডাকত। আমি দুইজনারেই সমান স্নেহ করতাম, হস্তমৈথুনকালে এদের নিয়া ভাবনার পালাক্রম কোনোদিনও ভাঙতাম না। তবে মনে মনে আমারও ছিল মনোগ্যামাস হৈবার ঝোঁক। কিন্তু কী এক অদ্ভুত নৈতিকতার কারণে ততটুকু ভাববার সাহস হৈত না। তাই আমি ভাবতাম একটা মিরাকলের কথা, একটা দমকা ঝড়, যেটা এই দায়িত্ববোধ ও যৌনমমতার ত্রিভুজ ভাইঙ্গা আমারে হয় সুলেখা নাহয় জুলেখা'র সাথে একটি সার্বজনীন পরিবারপ্রথার প্রশ্রয়ে সেফটিপিন দিয়া আটকায়া দেবে। এসব-ই ভাবতাম আমি ঘাড় নোয়াইয়া, কলেজ থিকা বাড়ি ফিরবার সারাটা হাঁটা-পথে।

.................................
......................
............


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অদ্ভুত ভালো লাগল। সেই সাথে আপনার পুরোনো প্যার্টানটা খানিকটা পাওয়া গেল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

??? এর ছবি

শেষমেষ একটা প্যাটার্ন তো লাগে! হাসি

ইমরুল তো এই গল্পটাই দেখতে চাইছিলা!

....................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

ভাস্কর এর ছবি

মনোগ্যামির ভুত ব্যাপারটা এক্কেরেই একটা ব্যক্তিগত সম্পত্তিজাত ধারণা...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

পুরুজিত এর ছবি

দিন বানানোর মতোন গল্প, দিন সার্থক করার মতোন।

??? এর ছবি

ভাস্কর ঠিক কৈছো, একেবারে সম্পত্তিজাত ধারণা থিকাই ঐতিহাসিকভাবে মনোগ্যামির উৎপত্তি। সেই অর্থে, এই গল্পকে যারা "অশ্লীল" বলে তারা আসলে একটা অনৈতিহাসিক আচরণকেই সমর্থন করে। কথাটা কৈলাম এজন্য যে, বাংলাদেশের একটা নামকরা দৈনিক-এর সম্পাদক এই গল্পটা "অশ্লীল" বিধায় ছাপানোর জন্য সাহিত্য সম্পাদককে নিষেধ করছিলেন।

মাহবুব মুর্শেদ এইবার অধমের গল্পের প্যাটার্ন নিয়া নিশ্চয়ই একটা কংক্রিট অবস্থানে পৌঁছাইবেন। হাসি

পুরজিৎ, ধন্যবাদ। মনোগ্যামির ভুত সচলের স্পিডের জন্য হয়ত একটু স্লো আইটেম, কিন্তু তাতেও অনেকের দৃষ্টি কেড়েছে, অনেক বড় আনন্দের কথা।

...................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

??? এর ছবি

ইমরুল, পড়তে থাকো ঘুরে ঘুরে। নতুন লেখার ঝামেলা থেকে বেঁচে যাই !চোখ টিপি

...............................

শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

অয়ন এর ছবি

অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ

সবুজ বাঘ এর ছবি

অসাধারণ।

অছ্যুৎ বলাই এর ছবি

ব্রাভো! আমার পড়া সেরা গল্পগুলোর একটি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হযবরল এর ছবি

শাহেনশাহ হলে এখনি দিতাম হাজার মোহর নজরানা।
নিম্ন মধ্যবিত্তের গল্প।

??? এর ছবি

হযবরল, শাহেনশাহ হন নাই তো কি হৈছে, ক্রেডিট কার্ড আছে না? দেঁতো হাসি এইসব মহৎ ইচ্ছা লোন কৈরা হৈলেও পূরণ করা ভাল!

অয়ন, অছ্যুৎ বলাই ও সবুজ বাঘ...পাঠ প্রতিক্রিয়ার জন্য বহুৎ শুকরিয়া। সচল কর্তৃপক্ষের কি "খণ্ড ত" অক্ষরটিকে নিয়া কিছু করার নাই? বেশ বাড়াবাড়ি করতেছে সে! দেখেন না এই চাইর লাইনের টেক্সটে কয়বার ঝামেলা পাকাইল?

..................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

হাসান মোরশেদ এর ছবি

সেই তো ঘুরেফিরে ।
পুরুষ মাঝে মাঝে মনোগ্যামি ও হতে চায়,একঘেঁয়েমি আসলে পরে

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

দুর্দান্ত।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

??? এর ছবি

তারেকের নামটা কি শুকরিয়া-লিস্ট থেকে বাদ পড়ে গেল? হাসি

...................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি সমালোচক নই। সমালোচনা করার মত সংশ্লিষ্ট বিষয়ে যতটা পড়াশুনা থাকা দরকার তা আমার নেই। ব্লগের গা ছাড়া লেখা আর সাহিত্যের মধ্যে নিশ্চই বিরাট পার্থক্য আছে। এই লেখাটা আমার কাছে সেইরকম কিছু মনে হল।

অপালা এর ছবি

খুব বশি পছন্দ হইছে!

অয়ন এর ছবি

অলৌকিক ভাই আপনার লেখাও তো অনেক ভালো। আপনি সাই এ আপনার ভারত যাত্রা নিয়ে যে লেখাগুলো দিছিলেন তার একনিষ্ঠ পাঠক ছিলাম আমি। এখন লেখেন না কেনো?

রাহী এর ছবি

গল্পটা সম্ভবত প্রথম পড়েছিলাম 'কালের খেয়া'তে। প্রথমপাঠেই মুগ্ধ। আবারো পড়লাম, চমত্কার!

ঝরাপাতা এর ছবি

পাঁচটা তারা দিয়ে রেটিং করা যাচ্ছে না লেখাটাকে। এতো সাবলীল ছিলো গল্পের প্রতিটি বাঁক, একটানা পড়ে যেতে একটুও সমস্যা হয়নি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

??? এর ছবি

প্রকৃতিপ্রেমিক, এই লেখাটা ঠিক ব্লগে প্রকাশের জন্য লেখা হয় নি। ফলে ব্লগের লেখার ধরন থেকে এর ভিন্নতা থাকতে পারে। ব্লগ রাইটিং নিয়ে এর আগে আমরা চমৎকার একটা তর্ক করেছিলাম, মনে পড়ে। আমার ব্লগে সেটা চাইলে দেখতে পারেন। সেখানে অনেকেই বলছিলেন যে, ব্লগ রাইটিং বলে আলাদা কোনো জেনর থাকলেও ব্লগের টলারেন্স-এর ওপর যেকোন লেখার ধরনই আস্থা রাখতে পারে। এই যেমন একটা "ডিফিকাল্ট" গল্পকেও সচলায়তনে বেশ সুন্দরভাবে পাঠ ও নোটিফাই করা গেল।

অপালা, ধন্যবাদ।

অলৌকিক, শিখামু, তয় তার আগে মুভি বানানো শিখুম আপনের কাছ থিকা! হাসি

রাহী ও ঝরাপাতা, প্রশংসাধন্য হলাম।
শুকরিয়া।

.................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

কারুবাসনা এর ছবি

পড়ার আগ্রহ ত কেবল বাড়ছে, কি করা যায় বলুন তো?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

জিকো এর ছবি

এখানে দেয়া আপনার প্রতিটি গল্প আগে পড়া এবং প্রিয়। নিশ্চুপ পাঠক আমি, পড়েই বাই ডিফল্ট উড়াল দিই লেখান্তরে, শেষ অনুভূতিটা একইরকম, ভালোলেগেছে, বলা হয় না তাই সবসময়।

এখন ভ্যালু-অ্যাডেড যা শুনতে ইচ্ছা হয়, পাখার আবদার নিতান্তই : এর শানে নজুল, গল্পের বিশ্লেষণ সমালোচনা বা ভিন্নপাঠ, এখন লিখলে গল্পের পরিণতি কেমন করতেন ইত্যাদি।

??? এর ছবি

সুমেরু, আপনার পড়ার আগ্রহের সাথে আমার লেখার সুযোগ প্রায় পূর্ণ ব্যস্তানুপাতিক! আধ-লেখা দুটা গল্প পড়ে আছে, হাত দেয়া হয় না বহুদিন। এখন যে লেখার কাজটা করছি (পিএইচডি গবেষণা) সেটা গল্প লেখার চেয়ে কম মেধা খরচ করে করা যাচ্ছে! তাই সহজের নেশা আরামের পেশায় ভুলে আছি। হাসি

জিকো, কী বলবো ভেবে পাচ্ছি না। প্রিয় হয়ে উঠে ঠোঁট-নাড়ানো বেশ মুশকিল! গল্পগুলো লিখেছি বেশিদিন হয় নি, ফলে ভিন্নপাঠের দূরত্বটুকু এখনো তৈরি হয় নি। আপাতত নিজের গল্পমাঝে ঘর বানায়া থাকাথাকি করতেই আনন্দ। আর ব্যাখ্যা বিশ্লেষণ? অন্যদের ওপর ছেড়ে দেয়াই ভাল। কবিসভা যদি ফলো করেন দেখবেন অনেকেই আমার গল্প নিয়ে লিখেছেন। একবার সামহোয়ারইন-এও দেখেছিলাম লুনা রূশদী আমার একটা গল্পের আলোচনা পোস্ট করেছিলেন। গল্প নিয়ে আমার ভাবনা লেখা যায়। সময় করে দেখি।

....................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

অচেনা এর ছবি

গত কয়েক বছরের মধ্যে পড়া সেরা গল্প।

পুরা পাংখা।
ঘুরতেই আছি ঘুরতেই আছি ঘুরতেই আছি।

auto








-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

??? এর ছবি

হে অচেনা, অচেনা পাঠক, পাঠক তোমাকে সেলাম!

................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

দ্রোহী এর ছবি

সেইরকম লেখা। পুরা বিপ্লব................


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।