সিরামিকের নিজস্ব ঝগড়া

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: বুধ, ২৭/০৬/২০০৭ - ১২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

তত্ত্ব ও তর্কে যাদের মন ভার হয়ে আছে, তাদের জন্য কবিতা। যে রেস্তোরাঁ নিয়ে, তার নাম "দ্রৌপদী", আর পেশ করা হল "সচলায়তন" রেস্তোরাঁয়!

উচ্ছল সান্ধ্য আড্ডার জন্য প্রায়-মাংসাশী হয়ে উঠে রেস্তোরাঁ
কুরুক্ষেত্র ছেড়ে শুনতে এসেছি সিরামিকের নিজস্ব ঝগড়া

শীতল অহিংসা ছড়াতে আসেন যুধিষ্ঠির, আসে কর্ণ
ধনুক বিক্রির পয়সায় খুব পুরিয়া জমছে আজকাল!

হঠাৎ অর্জুনস্রোত! ঝুঁটি-বাঁধা অর্জুন, ফ্রেঞ্চকাট অর্জুন
আসে চাকরিপ্রার্থী ভীম, ছাত্র পড়িয়ে ক্লান্ত নকুল-সহদেব

ওরা প্রত্যেকেই তিনঘণ্টার জন্য গোপনীয় হতে এসেছে
তাই কথার ফোয়ারা; নাহলে মরিচা ধরবে চোয়ালে

রেস্তোরাঁটি ওদের সবাইকে কিন্তু দারুণ ভালবাসে। আর বোঝে
প্রত্যেকের প্রয়োজন ভিন্ন ভিন্ন ওয়াটের আলো

দুইশ’ বিশের সামর্থে তবু চারশ’চল্লিশ ভোল্টের কুরুক্ষেত্র,
জয় কাশীরাম!দ্রৌপদী নিশ্চয়ই পৃথিবীর প্রথম রেস্তোরাঁর নাম!


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।