ছেলেকে না-বলা রূপকথা

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: সোম, ১৭/০৯/২০০৭ - ১০:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

তোর বার্থডে কেকের 'পরে
দাতাসংস্থার শাদা ছাতা
মা দূর অভিবাসী মন
বাবা এক রুগ্ন করদাতা

উহাদের সিভিল বিবেক
ভেদ-বিভেদের মনোগ্যামি
তুই তার মূর্ত মশকরা
তারা তোর হাসির আসামি

বাকি সব টেলি-রিয়েলিটি
প্রেম, দেনমোহরের ডিউ
লোন তুলে ম্যাক্রো-ক্রেডিটে
তোর মাকে বলি, লাভ ইয়্যু!

বলি ভেঙ্গে, ইনস্টলমেন্টে
ডেডলাইনের আগে-আগে
কর্পোরেট প্রতিভাসমেত
সেও শোনে সহজ বিরাগে

ভোরে হাহাকার, দুপুরে বার্গার
রাতে ফিরে দেখি তোর জ্বর
ভাবি, এই চুপসানো গ্রহে
কেন যে জন্ম হল তোর!

থরথর থার্মোমিটারে
তার-ই পাঠ, পারদ-আলাপ
মাপছে মা ফারেনহাইটে
আর সেন্টিগ্রেডে কাঁপে বাপ!

সিঙ্গাপুর ২০০৬


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অদ্ভুত! বাবার আবেগটা স্পর্শ করে গেল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফারুক হাসান এর ছবি

ভালো লেগেছে। তবে আমার ম্যালা চিন্তা করতে হবে বুঝতে হলে।

খুব ব্যস্ত মনে হয় ইদানীং?

-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

মুহম্মদ জুবায়ের এর ছবি

কতোদিন পরে এরকম একটা হাহাকার-ভরা অসহায়ত্বের কবিতা পড়লাম!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দ্রোহী এর ছবি

কবিতাটা ভালো লেগেছে।


কি মাঝি? ডরাইলা?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এক কবিতায় তো আর সব না-বলা ধরা যাবে না। তাই আরো অনেক লেখার জন্ম হোক।
ছেলে এখন ভালো হয়েছে আশা করছি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ইশতিয়াক রউফ এর ছবি

অনুপস্থিতির কারণ বুঝলাম। কবিতা ভাল লাগলো।

??? এর ছবি

কবিতাটা গত বছরের সেপ্টেম্বরে লেখা। আমার ধারণা ছিল, বাবার হাহাকার শুধু অন্য বাবারাই বুঝতে পারেন। এখন দেখলাম সম্ভাব্য বাবারাও যথেষ্ট ভাল বোঝেন। হাসি

ফাহা, একটু সময়ের টানাপোড়েন যাচ্ছে ঠিক। কিন্তু সচলের লেখা পড়ি, মন্তব্য করা হয় খুব কম। এই আর কি।
অনেক ধন্যবাদ সবাইকে।

................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার সুনীল সাইফুল্লাহর উপর সম্পাদকীয় কই? মাইর দিতে হইব আপনারে। তারপর ঠিকই লিখবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

??? এর ছবি

গরিবি অমরতা-র পরের পর্ব এটা, ইমরুল। হাসি

.................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

ভাস্কর এর ছবি

এই যুগে পরিবার প্রথা নিয়া এইরম অর্থনীতিময় কবিতা দেইখা ভালো লাগলো। সেই বহুকাল আগে মল্লিক স্যার গ্যারী বেকারের নোবেল প্রাইজ পাওনের গল্প শুনাইছিলেন...সেইটার কথা মনে পড়লো সুমন ভাই। পুঁজিবাদরে দুষলেই বামপন্থী গালি শুনতে হয় বিধায় সেইটা না হয় উহ্য রাখলাম...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

??? এর ছবি

থ্যাংকস, ভাস্কর। তবে আমাকে বলতে বললে আমি বলব এই কবিতার বিষয় সংসারের রাজনৈতিক অর্থনীতি!

যে কোনো ফর্মেই পুঁজিবাদরে ক্রিটিক করা লাগবে। বামপন্থী কি ডানপন্থী যে গালিই ওপরে পড়ুক না ক্যান। চলুক।

শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

ভাস্কর এর ছবি

সুমন ভাই গ্যারী বেকার নাকি ব্যক্তি মানুষের আচরনে অর্থনীতির প্রভাব নিয়া তত্ত্ব দিয়া নোবেল প্রাইজ পাইছিলেন।

তয় গালি শুইনাও তো কই...কিন্তু নিজের মধ্যবিত্ত সত্ত্বা আসলে গালি নিতে চায় না মাঝে মাঝে।


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটাও ব্রোকেন
http://www.esnips.com/doc/409488fc-4f7d-4571-9747-08ee99ea81fb/DSC03665
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

পড়লাম।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

তারেক এর ছবি

অসাধারণ লাগল। অনন্য! এইটা আপনার টাইপ, একদম প্যাটেন্ট করা। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

??? এর ছবি

ধন্যবাদ, তারেক।

...................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।