ছোট, ধাবমান একখণ্ড মেঘ, দ্বিধাজড়িত, একা
নিচু হয়ে উড়ে চলে, এণ্টেনাগুলো কাকশূন্য, ফাঁকা
ওকে খুঁজে বেড়াচ্ছে হিমালয়চূড়ার চিরচঞ্চল হাওয়া
স্বেচ্ছাসেবকের শীতল ও পবিত্র উর্দি-পরা হাওয়া
ভঙ্গিটি ব্যক্তিগত, মনে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, অকিঞ্চিত্কর
কখনো সে লুকিয়ে যাচ্ছে বয়লারের ধোঁয়ার ভেতর
আকাশে তখন জোর প্রস্তুতি, তুমুল গমগম
সমতটে শ্রাবণ আজ শুরু, মেয়েটিকে প্রথম কদম
উপহার কে দেবে, বাঁশি একাই "রাধা" "রাধা" বলে
হায় চঞ্চল হাওয়া! ওকে ডাক, ও যে মেঘশিশু
ডেকে আন মাতৃমেঘে, কচুক্ষেতে করতে দিও না হিশু
১৯৯৬
মন্তব্য
হিশু?
হুম, জটিল বিভ্রম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আগের কবিতাটির চেয়ে এইটা অনেক ডাসা মনে হইলো।
ও ডিয়ার
ডোন্ট কমপিয়ার
উইদিন দ্য সেইম স্ট্র্যাটোস্ফিয়ার!
................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
ইহজাগতিক যে কোন অভিজ্ঞতায় যা কিছু দেখন যায়...বুঝন যায় তার তুলনামূলক পাঠ জটিলই হয়...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
আগেরটা তাইলে কি আছিলো?
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
সুমন ভাই, ভাস্করদা এবং ইমরুল ভাই,
সুমন ভাইয়ের ঠিক আগের যে কবিতাটা ছিলো, সেইটা পড়ে আমার অতো ভালো লাগেনাই।
এইটা পড়ে লাগসে। এই সিম্পল এক্সপ্রেশানটাই দিসিলাম।
ভাস্করদার তুলনামূলক বয়ান মনে ধরলো....
পড়লাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শেষ লাইনে মোচড়ে দেয়াটা ভালো লাগলো খুব ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অপেক্ষা করছিলাম, আরিফের উত্তরটা কেউ না কেউ দিয়ে দেবেন। ধন্যবাদ হাসান মোরশেদ।
..............................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
বড় ভাইয়েরা,
'হিশু' শব্দখান এর ভিতর দিয়া কবিতাটা যেই ভাবে এন্টি-ক্লাইমেক্সীয় পঠনে নিলো পাঠকরে, তার কথাই কি কচ্চেন আপনেরা?
ধারণা ভুল হইলে কি আর করুম; ক্ষেমা চাই...
আমার সাবেক মেন্টর রবার্ট ফ্রস্টের "দ্য রোড নট টেইকেন" কবিতার উত্তেজিত ফলোয়ারদের নির্দোষ রঙ্গে সতর্ক করার চেষ্টা আছে এই কবিতায়, মনে হয়। কোন কোন রাস্তার অবভাস কিন্তু পরিত্যক্ত কুয়ায় গিয়ে শেষ হয়। ফলে, নিরুদ্দেশগামী শিশুটি আরো কিছুদিন বরং মাতৃমেঘেই থাকুক। নাকি?
................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
সবকিছুই ঠিক ছিল - গুরুগম্ভীর, গুড়ুগুড়ু শব্দময়। শেষে হিশুতে এসে কি যেন হয়ে গেল!
কি মাঝি? ডরাইলা?
দ্রোহী, "হিশু"তে এসে "কি যেন" কী একটা ঘটতে দেয়ার জন্যই সম্ভবত ঐ গুরুগাম্ভীর্যের অবতারণা!
....................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
খাইছে! মেঘশিশুর হিশু নিয়া তো জনগণ ব্যপক চিন্তায় আছে দেখি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নতুন মন্তব্য করুন