হ্রস্ব কবিতা: কালিদহ

??? এর ছবি
লিখেছেন ??? (তারিখ: রবি, ৩০/০৯/২০০৭ - ১০:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

[নানারকম কবিতায় পাঠককে একটু বিব্রত করা, একটু হলেও বিরাজমান আবহের বাইরে ডেকে আনা। দীর্ঘ কবিতায় অবিশ্বাস্যসংখ্যক পাঠক পাওয়া গেল, তাই হ্রস্ব কবিতা এবার!]
......................

আকাশকন্যা! সাঁতার জানে না তাই
বিরহে বিবেক মলিন হয়ে গেছে

আমি কেউ নই। তারই চুলের ধারা
বইছে আমার শুকিয়ে যাওয়া খাতে

তারই চুলের ধারায় সে
টিম টিম করে জ্বলে

আর ঘুরে ঘুরে আমাকেই বলে: কালিদহ
তুমি ঋষিদের আত্মহননে কালো
অশ্মত্থের ছায়ায় সবুজ
অপ্সরাদের স্নানে স্বর্গীয়

আমি কেউ নই। তারই চুলের ধারায় সে
টিম টিম করে জ্বলে


মন্তব্য

তারেক এর ছবি

দীর্ঘ কবিতায় অবিশ্বাস্যসংখ্যক পাঠক পাওয়া গেল, তাই হ্রস্ব কবিতা এবার!
হি হি হি

ইস্‌ আকাশকন্যা যে কেন সাঁতার জানে না চোখ টিপি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

??? এর ছবি

রেটরিকেলি বলি নাই তারেক, আসলেই অবাক হয়েছি। একেশ্বরী-র হিটে দেখাচ্ছে ৪৫ জন পড়েছেন। ১৯৮৯ সালে লেখা এই কবিতা, গত ১৮ বছরেও এতজন পড়েছে কিনা সন্দেহ!
...............................................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

ভাস্কর এর ছবি

আবারো ভালো লাগলো সুমন ভাই...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

??? এর ছবি

লাগে রাহো ভাস্কর ভাই! হাসি
..............................................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বড় কবিতা আমার মত পাঠকের বুঝতে সুবিধা হয়। এটা পড়তে এসে বড়টাই আগে পড়া হল।

হাসান মোরশেদ এর ছবি

কবিতার বিচার বিবেচনায় আমি মুর্খবিশেষ ।
যে কোনো,যে কারো কবিতা যদি আমাকে ঝাপটে ধরে,ঝিম লাগিয়ে দেয়,পড়ার অনেকক্ষন পর সে কবিতার কোন লাইন কিংবা শব্দ মনে নেই আর-মনে আছে কেবল সেই কবিতার অস্তিত্ব-যেনো কোন কৈশোরে প্রেমে পড়া কোন এক বালিকা যার কিছুই আজ আর মনে পড়েনা,কেবল স্মৃতিতে তার সমগ্রতা- এরকম কিছু হলে স্ট্রেটকাট বলে দেই 'এটা একটা ভালো কবিতা'

এই হ্রস্ব কবিতাখানি ও তেমনি মামুল হচ্ছে বটে হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

??? এর ছবি

ধন্যবাদ, হাসান মোরশেদ।
...........................................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।