তিনদিন আগে #আমরারাজিবহায়দার ছিলাম।
পরশু #আমরাঅভিজিৎরায় ছিলাম।
গতকাল #আমরাওয়াশিকুররহমানবাবু ছিলাম।
আজ #আমরাঅনন্তবিজয় আছি।
কাল #আমরা... ?
খুব বেশী কিছু লেখার ভাষা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। সরকারের কাছে ব্লগারদের জন্য কোনরকম নিরাপত্তা বা সুবিচার পাওয়ার আশা আগেই ত্যাগ করেছি, সে নিয়ে আর কিছু বলার নেই। তারপরেও কলম চলবে, চলুক। চাপাতির জবাব চাপাতি দিয়ে আমরা কখনই দিতে পারব না, এই কলমই আমাদের একমাত্র অস্ত্র। ধর্মান্ধতার এই আঁধার কেটে একদিন আলো আসবে, সেই বিশ্বাস ধরে রেখেই এগোতে হবে, কারন এর বিকপ্ল যে আসলেই অচিন্তনীয়।
মন্তব্য
- ভিন্ন মত পোষণ করি। রাষ্ট্রটা আমাদের, সরকারটাও আমাদের (সে আমি নৌকায় ভোট দেই বা না দেই)। নিরাপত্তা প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রকেই করতে হবে। এর জন্য সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। হ্যাঁ, এর জন্য কলম চালান। জনসচেতনতা বাড়ানোর জন্য কলম চালান। ভণ্ড আর অপরাধীর মুখোশ খুলে দেয়ার জন্যও কলম চালান। সরকার যদি আপনার ন্যায্য দাবী আদায়ে ব্যর্থ হয় তাহলে পরবর্তী নির্বাচনে তাকে প্রত্যাখ্যান করুন।
আরেকটা কাজ করতে হবে। নাগরিক হিসেবে আপনি আপনার দায়িত্বটা যথাযথভাবে পালন করুন। মুখ ফিরিয়ে চলে যাবেন না। আর আপনি যদি রাষ্ট্রযন্ত্রের সংলগ্ন কেউ হন তাহলে আপনার ওপর অর্পিত দায়িত্বটাও ঠিকভাবে পালন করুন।
পরিবর্তন আসবে। সেটা আমরা আনতে পারবো, যদি আমরা মুখ ফিরিয়ে না নেই, পালিয়ে না যাই।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পাণ্ডব'দা,
পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ, পান্ডব-দা। সরকার নিয়ে আমার মন্তব্যটা ছিল তাদের ব্লগার হত্যা এবং তার পরবর্তী তদন্ত/বিচারের বিষয়ে উদাসীনতা নিয়ে। বিশেষ করে সজীব ওয়াজেদ জয় যখন অকপটে স্বীকার করে ফেলেন যে প্রধানমন্ত্রী এবং সরকার নাস্তিক ট্যাগ পাওয়ার ভয়ে জনসমক্ষে অভিজিৎ দা বা অন্যান্য ব্লগার হত্যার বিষয়ে কিছু বলছেন না, তখন হতাশ হওয়া স্বাভাবিক, কারন এই সরকারের কাছেই আমাদের কিছু আশা ছিল।
তবে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ভিন্নমত পোষণ করছেন তা আমি বুঝতে পেরেছি, এবং আমি আপনার সাথে একমত। আসলেই রাষ্ট্র এবং সরকার আমাদের, তাদের উপর চাপ অব্যাহত রাখতে হবে, যাতে ভুল বুঝে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে আবার সরকার আন্তরিক হতে পারে। মুখ ফিরিয়ে নেয়ার প্রশ্নই উঠে না।
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
অব্যাহত প্রতিবাদে একদিন সুবিচারও প্রতিষ্ঠা হবে। আমাদের প্রতিবাদটি সম্প্রসারিত করা আবশ্যক।
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
নতুন মন্তব্য করুন