পুনরায় উদ্বোধন

যূথচারী এর ছবি
লিখেছেন যূথচারী (তারিখ: শুক্র, ০১/০৫/২০০৯ - ১১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সায়েদাবাদ সংলগ্ন কমলাপুর এলাকায় মির্জা আব্বাসের প্রতিষ্ঠিত অবৈধ বাস টার্মিনাল ও বাস কাউন্টারগুলো উচ্ছেদ করে দিয়েছিল সরকার। আজকে বিকেলে একটা ব্যানার দেখলাম সেখানে। আগামী ৭ মে ২০০৯ পুনরায় উদ্বোধন। বাস কাউন্টারগুলো আবারো সেখানে গিয়ে জড়ো হয়েছে। পুরো এলাকাটি আবারো বাস স্টান্ডেই পরিণত হয়েছে। এখনকার মির্জা আব্বাস-টি কে?


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সরকারি মির্জা আব্বাস।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।