শোনেন শোনেন ভাই বোনেরা শোনেন দিয়া মন,
গ্যাস রপ্তানির কারণ এইবার করিব বর্ণন।
সব্জি যায়, চিংড়ি যায়, আদম হয় রপ্তানি,
গ্যাস বিক্রি করে এইবার আসবে মালপানি।
দেশে যদি না-ও আসে, পাবে দেশের লোক,
একটা কিছু হলো ভেবে, এইবার জয়ধ্বনি হোক॥
মাথা বেচি, বুদ্ধি বেচি, বেচি মেরুর হাড়,
সামান্য গ্যাস বেচা নিয়ে, অহেতুক হাহাকার!
বলি, ভাই বন্ধু সকল, আসুন সবাই মিলি,
বিদেশি কোম্পানির জন্য এইবার করি দালালি।
দালালি করার মধ্যে লজ্জার কিছু নাই,
দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা চাই॥
মাটির নিচে গ্যাস রেখে ফায়দা কি আর আছে?
বেচে বরং টু পাইস কামাই ইন্ডিয়ার কাছে।
সাগরের গ্যাস তো ভাই জলেই ধুয়ে যায়,
পানি বেচে এমন সহজ রোজগার আর কোথায়?
আশি ভাগ গেলেই বা কি আছে তো ভাই কুড়ি,
কুড়িটা-ও না দিলে ভাই কিসের হিসেব করি?
পক্ককেশ মুসা বলে, করি নিবেদন,
মাথার মধ্যেই আছে গ্যাসের সঞ্চালন॥
মন্তব্য
ভালোই চলছিলো, শেষ দুই লাইনে এসে মনে হলো ছড়াটার ওজন কমে গেছে।
যূথচারীরও দেখি প্রবীণ সাংবাদিকের মত অবস্থা।
কোথায় থামতে হবে তা না জানা...
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
পাল্টে দিলাম...
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
চোখের সামনে পুড়ছে যখন মনসুন্দর গ্রাম...
আমি যাই নাইরে, আমি যেতে পারি না, আমি যাই না...
হ ঠিক, আমাদের এখন প্রতিবাদ করতে হবে
যাই হোক, প্রতিবাদটাই আসল
যুথচরী দেখি পুরা মুসাক্রান্ত হয়ে পড়ছেন।
টেকি জ্ঞান থাকলে এইটা পাঠ করে সচলে তুলে দিতাম। কিন্তু কেমনে রেকর্ড করে সেইটাই জানতে পারলাম না। এই বয়েসেই বাতিল মাল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে মুসা বানাইও না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই ব্যক্তির চামচামি নিয়ে নিছক সময় নষ্ট করছেন।
নতুন মন্তব্য করুন