ফেইসবুক খুলে দিয়েছে সরকার। কিন্তু কোটি কোটি মানুষের বাক্ স্বাধীনতা দমন করার মধ্য দিয়ে সরকারের যে ফ্যাসিবাদী মনোভাব প্রকাশ পেয়েছে, সেটি কিভাবে দূর হবে? ইউটিউব, যমুনা টিভি, চ্যানেল ওয়ান, ফেইসবুক, আমার দেশ সহ মতপ্রকাশের বিভিন্ন মাধ্যমের ওপর সরকারের আক্রমণের ধরন অত্যন্ত ঘৃণ্য।
নিজের থুথু নিজেই গেলার মতো হোক অথবা সেই তো নথ খসালি টাইপেরই হোক, যাই হোক না কেন, শেষ পর্যন্ত ৭ দিন বন্ধ রাখার পর ফেইসবুক খুলে দেয়ায় সরকারকে অভিনন্দন জানাই। সেই সাথে সময় থাকতে ফ্যাসিবাদী দুশ্চরিত্রটিও দ্রুত খুলে ছুড়ে ফেলে দেয়ার আহ্বান করি। সমৃদ্ধ দেশ তো দূরের কথা, স্থিতিশীল দেশ-ও এভাবে করা যাবে না।
মন্তব্য
কোটি কোটি মানুষ?
যমুনা, চ্যানেল ওয়ান আর আমার দেশের কাহিনী কি এক?
গত দেড় বছরে আওয়ামী সরকার এমন কি কিছু করেছে যাতে অভিনন্দন জানানো যায়?
পোস্টে একতারা দিলাম।
সরকার যদি এই ধারা বজায় রাখে তাহলে হয়তো এদের ফ্যাসিবাদি বলা যাবে। কিন্তু এখনই এতটা বলার মতো পরিস্থিতি হয়নি বোধহয়। তবে অনেক ক্ষেত্রেই সরকারের পদচ্যুতি ঘটছে। যেমন এমপিও নিয়ে যা হলো তা সরকারের প্রথমদিককার অবস্থান থেকে বিচ্যুতির একটা উদাহরণ। সেই সাথে ছাত্রলীগের টেন্ডারবাজীর পরে পুলিশের নিস্ক্রিয়তাও উল্লেখযোগ্য। টেন্ডারবাজীর খবর ইদানিং শোনা যাচ্ছে না বলে ধারণা করছি ওদের নীরবে টাইট দেয়া হয়েছে।
নতুন মন্তব্য করুন