লিখেছেন যূথচারী (তারিখ: বিষ্যুদ, ১৪/০৬/২০০৭ - ৮:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:
ধন্যবাদ বলে আর অহেতুক সময় নষ্ট করতে চাই না, পোস্টিং দেয়া শুরু করছি। ৭৭২ কিস্তির মেগা উপন্যাসের প্রথম পাঁচটি কিস্তি এখন পরপর দেয়া হচ্ছে, এরপর টাইপিং শেষ হয়ে গেলে পাবেন ষষ্ঠ কিস্তি। সুতরাং আসিতেছে, প্রস্তুতি নিন- সেই বস্তাপচা লেখাগুলো আবার দেখার জন্য। আহা! কাস্টোমাইজেবল ফ্রন্টপেজ থাকলে না জানি কত ভালো হতো, আপনারা ইচ্ছে করলেই ঘ্যাচাং দিতে পারতেন!