মৃতকাল

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: রবি, ০২/০৮/২০০৯ - ৬:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেহ থেকে দেহ খুলে নিয়ে কবর থেকে নেমে
বাজারে প্রস্থান করি, মৃত মাছগুলো দেখি
সঙ্গম শেষে যেভাবে তুমি পড়ে থাকো নিথর
রক্ত মাখা গরু ঝুলে আছে
ওপারে ছেনি হাতে ধূর্ত কসাই

মুহুর্তে আমাকে নিয়ে ঘুরে উঠে এই বাজার
যেন আমি অই রক্ত মাখা ঝোলানো গরু
আমার চারিদিকে নিরাপদ দুরত্বে ছেনি হাতে
তোমরা সবাই কেটে বিক্রি করবে আমার মাংশ

বাজারের থলেটা ফ্রিজে ঢুকিয়ে রাখি
ফের নেমে যাই কবরে
মেতে উঠি সঙ্গমে তোমার মৃতদেহের সাথে


মন্তব্য

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

ভালো লাগছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।