একেমন জীবন বলো
শূণ্যগর্ভ অন্দর বাইরে আনবিক
ডিমের শংকা ময় ভীত ক্লিষ্ট
এ জীবন কেমন জীবন!
বন্দুকের নলে মাথা রেখে
তোমাকে ঘুমোতে হবে এখানে
ছুরির ফলায় দুপা রেখে
তোমাকে বাঁচতে হবে এখানে
আগুন জিহবার ঝুকির ভেতর
চোখ খোলো বাধো
এজীবন কেমন জীবন বলো!
দোকানে সাজানো জানালায়
কাচের চুড়ির মতন ঠুনকো
তরুনীরা পড়তে গেলে
সহজে ভেঙ্গে যাওয়া, হায়
সস্তা রাবারের চটি যেন
পথে পথে ছেড়ে
এ জীবন কেমন জীবন বলো!
(নেপালের কবি। জন্ম 1935 যমানায় ভারতের আসামে। রয়েল নেপাল একাডেমীতে কাজ করেছেন।
পাক্কা কবি। আর্থিক অভাবেই সারজনম অভাব গ্রস্ত ছিলেন। কবিতাই ছিল তার ধ্যানজ্ঞান। দেহত্যাগ করেন মাত্র 45 বছর বয়সে।ভারতীয় হিংলিশ কবি রামানুজন সম্পাদিত সাউথ এশিয়ান পোয়েট থেকে গৃহীত। স্বাধীনতা নেবার দোষে দুষ্ট)
মন্তব্য
খুব সুন্দর কবিতা! আপনি অনুবাদ করেছেন? করে থাকলে আপনার অনুবাদও খুব ভালো লাগলো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হ রি ভু ক্ত কা তু য়া লে র কবিতা পড়ার সৌভাগ্য হয়নি এর আগে। খুব ভাল লাগলো পড়ে। আপনার প্রতি কৃতজ্ঞতা।
নৈশী।
নতুন মন্তব্য করুন