পিরিমকুল কাদিরভের উপন্যাস 'বাবর'। এটা একটা অসাধারণ উপন্যাস। প্রতিটি চরিত্র যেন এখনো আবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মনে। দুই দিন ধরে আনন্দে ভরে আছে মন। সবসময় সাম্রাজ্য বিস্তারী শাসক দের সন্দেহ করি। খুব ঘৃণা নিয়ে তাদের জীবনী পড়ি। কিন্তু পিরিমকুল কাদিরভ দেখালেন। একজন কবির শাসক হয়ে উঠার কষ্ট। একদিকে কবিতা অন্যদিকে শাসক সুলভ নিষ্ঠুরতা এই হচ্ছে বাবরের জীবন। যেখানেই তিনি যাচ্ছেন খুজে চলেছেন সে সব এলাকার কবিদের , লাইব্রেরী গুলো। জড়ো করছেন বিজ্ঞানীদের।
তার অনেক অসাবধান মুহুর্তে নেমে এসেছে পরাজয়। তখন তিনি কবিতা রচনা করছিলেন আর শত্রুরা করছিলেন ষড়যন্ত্র। ব্রেখটের একটা কবিতা পড়েছিলাম যার নাম ছিল' জানতে চাওয়া জনৈক সৈনিকের জিজ্ঞাসা' তিনি বলতে চেয়েছিলেন। এই যে এত রাজা বাদশা জয় করে চলেছেন বিভিন্ন রাজ্য, সে সব কি তিনি একাকী জয় করছেন। ইতিহাস লেখে শুধু তার নাম। বাইশ হাজার শ্রমিক বাইশ বছর ধরে তাজমহল তৈরী করেছে, তারা আজ কোথায় ? ইতিহাস শুধু জানে শাহজাহানের নাম। আসলে এই বইটি পড়লে অনেক কিছুই জানা যায়। বাবরকে আমরা মোঘল বলেই জানি। বলা যায় এটা ইতিহাসে প্রতারণা। মোঘল তথা মোঙ্গল ছিলেন চেঙ্গিস খান, হালাকুখানের বংশ ধররা। বাবর ছিলেন তুর্কী তৈমুর লংয়ের বংশধর। তারা ছিলেন তুকী ভাষী 'বারালাস' উপজাতীর অর্ন্তগত।
মন্তব্য
[img=auto]http://\\Investronica-13\sacholaoton[/img]পুস্তিকা ও লেখকের নাম প্রদান করিয়া উপন্যাস পড়ুয়াদের অনেক উপকার করিলেন, দাদা।
এস হোসাইন
-----------------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ"
বাবর নিয়ে কৌতুহল আছে অনেকদিন থেকেই। সেই মুজতবা আলীর 'দেশে বিদেশে' পড়ার সময় থেকে। ভালো একটা রিডিং ম্যাটেরিয়াল এর খোঁজ দেওয়ার জন্য ধন্যবাদ।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
কৌতুহল উদ্দীপক লেখা, বাবর নিয়ে আরো জানার ইচ্ছে বোধ করছি।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আরে কি কান্ড! আমি গত রবিবারই এই বইটা কিনলাম৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
পইড়া একটু রিভিউ করেন।
*********************************************
আমার আত্মা বোমায় দু'হাত উড়ে যাওয়া কোনো আফগান শিশুকন্যা।
*********************************************
আপনার চিরায়ত সংক্ষিপ্ততা থাকলেও এই লেখাটা অধিকতর ভালো হয়েছে।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
লেখা ভালো লাগলো- বলে যাই। বাবর আমার সবচেয়ে প্রিয় ঐতিহাসিক চরিত্রদের একটা ...
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
বিষয়বস্তু খুবই চমত্ কার, তবে খুবই সংক্ষিপ্ত হওয়াতে বেশ হতাশ ।
ইমেইল:
রিভিউটা দারুণ লাগলো।
অসাধারন একটি বই। কিন্তু আফসোসের বিষয় আরাম করে পড়তে পারলামনা। বাবরের পুনরুত্থানের আঁচ পেয়ে বিশাল উত্তেজনা নিয়ে পড়ছি আর হঠাৎ দেখি প্রায় ৭০টির মত পাতা হাওয়া! কোত্থেকে হুমায়ূন বড় হয়ে গেলো, কি হলো কিছুই বুঝলামনা! চারুকলার সামনে থেকে কিনলে যা হয় আরকি
নতুন মন্তব্য করুন