আরকের তৃষা

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ০৯/১০/২০০৯ - ৩:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

হারিয়ে ফেলেছি কিছু মরীচিকা দিগন্তের কাছে
ঝড় রোদ ভেঙ্গে জানি পাব না ফেরার শব্দাবলী
তাই শূন্যের নিকট দু'হাত পাতিনি
আমরাও ফিরব না ভেবে এসে গেছি কতদূর

আজো তবু ছাইচাপা আগুনের কাছে
কিসের ছবক নিতে আসি
কাদের বুকের এ দহন হাহাকার
অন্তলোকের যদি না থাকে আরকের তৃষা!


মন্তব্য

শ্যাজা এর ছবি

ফটুকটা ভালৈছে

কিসের ছবক নিতে আসি

ছবক টা কি জিনিস?

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

সাইফ তাহসিন এর ছবি

শ্যাজাপু, ছবক মানে শিক্ষা বা lesson.

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।