বাইরে প্রচন্ড গরম, কিন্তু বারান্দায় বসলে একটু আরাম লাগে।
সকালে গোসল করাটা তার চিরকালের অভ্যাস, আজও তার ব্যতিক্রম হয়নি। তিনি বারান্দায় চেয়ারে বসে শান্তভাবে অপেক্ষা করছেন।
একটু পরেই কাজের মেয়েটিকে দেখা গেল বারান্দায়। মহিলাটির হাতে সে ধরিয়ে দিল একটি ছোট প্যাকেট। প্যাকেটটি হাতে করে মহিলা উঠে দাঁড়ান।
নিজের ঘরে ঢুকে মহিলা প্যাকেটটি খোলেন। একটা বই রয়েছে ভিতরে। একজন মহা জনপ্রিয় লেখকের সদ্য প্রকাশিত বই। গতকালই বাজারে এসেছে বইটি।
মহিলা বইটি খোলেন। বরাবরের মতোই বইটিকে উতসর্গ করা হয়েছে একজনকে।
"এই বইটি সেই মানুষটির জন্য যার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি নিজেকে নিঃশেষ করে দিয়েছি।"
লাইনটি পড়ে মহিলা হাসেন। সস্নেহে হাত বুলান বইটির উপর। তার চোখজোড়া পানিতে ভিজে আসে। লেখক এখনো তাকে মনে রেখেছেন! সেই কবেকার কথা!
আঁচলে চোখ মুছে বইটিকে তিনি সযত্নে শেলফে তুলে রাখেন। লেখকের এযাবত প্রকাশিত আর সব বইয়ের সাথে।
মহিলাটি অবশ্য জানেন না যে প্রায় একই সময়ে আরও তিন জন বিভিন্ন বয়সের নারী ওই একই লাইনটি পড়ে প্রায় একই ধরণের অনুভূতি নিয়ে একই ভাবে ভিজে ওঠা চোখ মুছতে ব্যস্ত ।
(বিঃ দ্রঃ নিজের লেখার মান সম্পর্কে আজকাল আমি নিজেই বেশ সন্দিহান। খারাপ লাগলে সেটি নিঃসংকোচে বলতে অনুরোধ করছি।)
মন্তব্য
- হেহ হেহ হেহ-
এই কাহিনী নিয়া তো পুরা সিরিয়াল থ্রীলার (কিলার না) করা যায়।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইতো দিলেন আবার মাথার ভিতরে নতুন চিন্তা। এখনো সেই কবেকার রাবারের ডান্ডাটিকে মাথা থেকে দূর করতে পারিনি।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
দারুন অণুগল্প করেছেন ।। এটাকে কি বড় করা যায়না?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নির্বাসিত'দা- অণুগল্প-৪ পড়া আছে বলেই তুলনা করছি - আগের গল্পটা একটু অস্পষ্ট ছিল বলেই আমার বেশি ভাল লেগেছিল, এবার শেষ প্যারাটায় এভাবে বানান করে বলে দেয়াটা কেমন জানি লাগলো (নিঃসংকোচে বললাম )
কৈলাশ
আমার নিজের কাছেও আগেরটাই বেশী ভাল লেগেছিল। কোন লেখাটি যে কার কাছে বেশী ভাল লাগে, তা আজো অনেকের মতোই আমার অজানা।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
হাহা জোস জোস !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থ্যাংক ইউ!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
হুম!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হুম মানে কি? ভাল না খারাপ?
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আগেরটায় আমিও মন্তব্য করেছিলান যে মাথার উপর দিয়ে গেছে। এইবারেরটা ভালো লাগলো...ধন্যবাদ জাহিদ ভাই।
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
এবারেরটা অ্যান্টেনায় ধরেছে
অণুগল্প হিসেবে সুন্দর লাগলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সবার অ্যান্টেনার ফ্রিকোয়েন্সী নোট করে রাখছি।
গল্পটি ভাল লেগেছে জেনে ভাল লাগলো আমারও।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আপনার লেখা সবসময় খানিকটা ভালো সময় উপহার দেয় আমাকে!
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
সুন্দর ও পরিচ্ছন্ন।
নতুন মন্তব্য করুন