আজ বৃহস্পতিবার। আগামীকাল শুক্রবারও হতে পারে, আবার সোমবারও হতে পারে। তেরোশো সাতাশ সালও হতে পারে, আবার তিনহাজার দুই সালও হতে পারে।
আজ চয়নের অফিস ছিল। সবটুকু কাজই শেষ করে আসতে হয়েছে। আগামীকালের জন্যে কোনকিছু রেখে আসা যাবেনা। আগামীকাল কি হবে, তা কেউ জানেনা।
আজ মানসের সাথে তুমুল ঝগড়া করেছে সুজাতা। দুপুরে লাঞ্চ খেতে বাড়ীতে এসেছিল মানস, তখনই ঝগড়া হয়েছে। বিকেলের আগেই মানসের অফিসে পৌঁছে গেল এক ডজন ফুল, সাথে ছোট নোট,"তোমাকে ভালবাসি অনেক। কাল যদি কথাটি না বলতে পারি।"
আজ সকালে উঠে জর্জ ভেবেছিল যে সে সারাটা দিন শুয়ে শুয়ে কাটাবে। কিছুক্ষণ পরেই অবশ্য দেখা গেল শিস দিতে দিতে সে হাইকিং-এ বেরিয়ে পড়েছে। কালকে যদি পাহাড়ের ওই ছোট্ট ঝরণাটিকে আর খুঁজে না পাওয়া যায়?
মানুষের জীবন এখন সম্পূর্ণ অন্যরকম। সময়ের চিরাচরিত সম্মুখগামীতা নেই আর।
আসল কারণ কেউ জানেনা, তবে বাজারে জোর গুজব এই যে ঈশ্বরের দেয়ালঘড়িতে কিভাবে নাকি ভাইরাস ঢুকেছে।
(এইটা আমার নিজের অ্যান্টেনায়ই ঠিকমতো ধরা পড়ছে না।)
মন্তব্য
- মিয়া, মশকরা করেন?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এর মধ্যে মশকরা কোথায় পেলেন? দেয়ালঘড়িতে ভাইরাস ঢুকতে পারেনা? এবং তাতে করে সময়ের সদা সম্মুখগামীতা বন্ধ হয়ে যেতে পারেনা? (গাঁজার নৌকা যে কোন জায়গা দিয়েই যেতে পারে, এ সত্যবাক্য অনেক গুরুজনেই বলে গিয়েছেন।)
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
নির্বাসিত'দা- জোশ হইছে এইটা।
পড়ার সাথে সাথেই ভাবনার খোড়াক পাইলাম!!
-
কৈলাশ
খোরাক দিলাম। এবার তাহলে কিছু লেখা বেরোক। আমরাও তা থেকে কিছু খোরাক পাবো।
ধন্যবাদ ভাল লাগার জন্য।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
দারুন মজার তো আইডিয়া টা , ভালো লিখেছেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
মাথা ঘুরে গেলো তো! এখন ঠিক করে দ্যান দেখি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
দাঁড়ান-আগে ভাইরাসটাকে নিস্ক্রিয় করা হোক।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
খুবই ভলো হয়েছে। ঈশ্বরের অনেক কিছুতেই ভাইরাস ঢুকছে আজকাল, দেয়া ঘড়ি তো বটেই!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ভাবছি ভাইরাসটিও ইশ্বরের পরিকল্পনা কিনা। সত্যিই যদি এমন হোত যে সময় যেকোন দিকেই যেতে পারে, তাহলে কেমন হোত মানুষের জীবন।
আপনার মন্তব্য পড়ে ভাল লাগছে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
ওয়ান অফ দ্য বেস্ট।
তয় অফটপিকে একটা আর্জি আছে...
অনেকদিন দেবদাস কিংবা নক্ষত্রের রাত কিংবা জলপদ্মের জাহিদ হোসেনকে দেখছিনা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আমার আগেকার লেখা মনে রাখার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। সমস্যা হচ্ছে এই যে যেহেতু অণুগল্প কুড়ি মিনিটের মধ্যেই লিখে ফেলা যায়, কে আর বসে বসে লম্বা গল্প লেখে বলুন? আমার মতো আলসে লোকতো নয়ই।
দেখা যাক, পুরনো কিছু পোস্ট করা যায় কিনা।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আগেই বললাম, আবারও বলছি,
আপনার লেখা সবসময় খানিকটা ভালো সময় উপহার দেয় আমাকে!
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
অনেক ধন্যবাদ আপনাকে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
এইটা আমার কাছে বেস্ট ভোট পাইলো...দারুন।
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
বলেন কি? এই গল্পতো আমি নিজেই বুঝি নাই।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
- তাইলে মনে করেন আমরা বেবাকেই আপনের সেই ঐতিহাসিক নৌকার সহযাত্রী
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখা গুলোযে কি ভাবে মিস করি, এতো ভালো ভাবনা ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
জাহিদ ভাই, ঘটনা কিন্তু সত্য। দৈনিক আমাদের সময়তে দিয়েছে, ইউরোপে কি যেনো একটা বোমা ফাটিয়ে টেষ্ট করা হবে এই বুধবারে, সেই শব্দে কৃষন গহবর তৈরী হয়ে পৃথিবী ধসে যাবে। এর বিরুদ্ধে আর একদল বিজ্ঞানী চিল্লাপিল্লা করছে। তাই যার যার আখেরী ইচ্ছা পূরন করে নেয়াই ভালো।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এতক্ষণে নিশ্চয়ই জেনে গ্যাছেন যে বিশাল কোলাইডারের পরীক্ষায় তেমন কোন দুর্ঘটনা ঘটেনি। আখেরী ইচ্ছা পূরণের জন্য তাই আরো কিছুটা সময় পাওয়া গেল।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
বাহ !
সুন্দর
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
নতুন মন্তব্য করুন