তেষ্টা।

জাহিদ হোসেন এর ছবি
লিখেছেন জাহিদ হোসেন (তারিখ: বিষ্যুদ, ১০/০৭/২০০৮ - ১:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আর খাবোনা কোকাকোলা, আর খাবোনা পেপসী
ক্যাপটালিস্ট সব শালাদের উপর আমি খেপছি
এখন খাবো ডাবের পানি, এখন খাবো ঘোল
বাংলাদেশের পোলা আমি, বাংলা মায়ের কোল
ভালবাসি বলেই খাবো আম মেশানো লাচ্ছি
বোরহানীরই সাথে খাবো দই, বিরানী কাচ্চি
গরম পেলে খেয়াল করি ঘরে কি কোন ফ্যান আছে?
না থাকলে বরফ দেয়া ফালুদাতে জান বাঁচে
মনে আমার দেশে ফ্ল্যাগ উড়তে থাকে পতপত
তেষ্টা মেটাই আখের রসে, কিংবা লেবুর শরবত
এর পরেতে যদি কখনো হাতছানি দেয় নেশাতে
বাংলা সুরাই ঢালবো গলায়, জল দেবোনা মেশাতে।

(কেন জানিনে একটা ছড়া লিখতে ইচ্ছে হোল।)


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

আর খাবোনা কোকাকোলা, আর খাবোনা পেপসী
ক্যাপটালিস্ট সব শালাদের উপর আমি খেপছি

বেশ মজার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কীর্তিনাশা এর ছবি

দারুন লিখেছেন জাহিদ ভাই।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।