একটি কবিতা লিখব ভেবেছিলাম, সেজন্যেই থম-ধরা বিষণ্ণতাটিকে ছাড়তে চাইনি অনেকক্ষণ, কিন্তু, ঘুম আসছে, খুব, আমি লিখতে পারছিনা, এই কবিতাটির জন্যে আমার আফসোস রয়ে যাবে, এই কবিতাটির জন্যে, ...
২ | লিখেছেন জিফরান খালেদ (তারিখ: রবি, ০৯/০৯/২০০৭ - ৫:২৫পূর্বাহ্ন)
মুর্শেদ ভাই, অসম্ভাবনা নিয়েই তো এই কবিতা;
যা করা হয়না, করা হয়নি, লিখা হবে না, অমুদ্রিত রয়ে গেছে, আমাদের কন্ঠস্বর বাস্তবতার যে দরোজাগুলো স্পর্শ করেনি কখনো, এবং করবেও না, আমার আজীবন কৌতূহলে এইসবি।
৫ | লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ১০/০৯/২০০৭ - ৬:০৪পূর্বাহ্ন)
হালুম এর মানে হলো পড়ে গেলাম কিন্তু মন্তব্য করলাম না । মানে মন্তব্য করতে পারলাম না অথবা কবি মন্তব্য করার সুযোগ রাখেননি ।
তো পাঠকের ও তো লোভ জাগে নিজের অস্তিত্ব জানান দিতে
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
৬ | লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: সোম, ১০/০৯/২০০৭ - ১১:১৪পূর্বাহ্ন)
একেক রাতে স্বপ্নে কী কী যেন সব লেখা হতে থাকে। ঘুম ভেঙে যায়। মনে হয় তক্ষুণি উঠে লিখে রাখি। আলস্যে পাশ ফিরে শুই। ভাবি, সকালে উঠেই...। সকাল হয় যথানিয়মে। তখন আর কিছুই মনে পড়ে না। মনে পড়ি পড়ি করে, পড়ে না।
মন্তব্য
কবিতাটি কি ছিল? কিংবা কি হতে পারত?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুর্শেদ ভাই, অসম্ভাবনা নিয়েই তো এই কবিতা;
যা করা হয়না, করা হয়নি, লিখা হবে না, অমুদ্রিত রয়ে গেছে, আমাদের কন্ঠস্বর বাস্তবতার যে দরোজাগুলো স্পর্শ করেনি কখনো, এবং করবেও না, আমার আজীবন কৌতূহলে এইসবি।
এটিও একটি নেহায়েত সম্ভাবনা মাত্র...
হুম ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাসান ভাই, এই হালুম এর মানেটা কি?
হালুম এর মানে হলো পড়ে গেলাম কিন্তু মন্তব্য করলাম না । মানে মন্তব্য করতে পারলাম না অথবা কবি মন্তব্য করার সুযোগ রাখেননি ।
তো পাঠকের ও তো লোভ জাগে নিজের অস্তিত্ব জানান দিতে
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
একেক রাতে স্বপ্নে কী কী যেন সব লেখা হতে থাকে। ঘুম ভেঙে যায়। মনে হয় তক্ষুণি উঠে লিখে রাখি। আলস্যে পাশ ফিরে শুই। ভাবি, সকালে উঠেই...। সকাল হয় যথানিয়মে। তখন আর কিছুই মনে পড়ে না। মনে পড়ি পড়ি করে, পড়ে না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
খুবই অস্বস্তিকর এই ব্যাপারটা...
হুম!
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...
নতুন মন্তব্য করুন