আমরা যারা গান বাঁধি গিটারের তারে,
আমরা যারা নির্ঘুম রাত কাটাই
মোক্ষম একটি কবিতার লাইনের খোঁজে,
আমরা যারা নিখুঁত তুলির এক টানে
প্রতিমার চোখ আঁকি বোধনের রাতে,
আমরা যারা সঁপে দেই দিনান্তের ঘরে ফেরা
টলমল পায়ের শিশুর বাড়ানো দুই হাতে,
আমরা যারা মাথা নোয়াই
অশীতিপর জননীর আশীর্বাদ কাঁপা করতলে,
আমরা যারা ভালবাসা খুঁজি
প্রেয়সীর প্রগাঢ় চুম্বনে,
আমরা যারা আকুল প্রার্থনায় -
হাঁটু ভাঁজ করি
মসজিদ, মন্দির, গীর্জা আর বৌদ্ধ বিহারের মেঝেতে,
আমরা যারা তুমুল খুঁজে বেড়াই
এক খন্ড “সম্ভাবনা”র মেঘ -
খড়ায় পোড়া বিদীর্ন আকাশে...
আমরা যারা এখন খুঁজে ফিরছি
অগ্নিদগ্ধ লাশের ভারী গন্ধ অতিক্রান্ত
এক মুঠো নিখাঁদ বাতাস,
তারা যেন ভুলে না যাই
এইসব কবিতায়, এইসব প্রার্থনায়,
এইসব মেঘে আর ভালবাসায়
একশ বারটি অঙ্গারেরও সমান হিস্যা ছিল ।
........................
জীবনের দাবী বড় অমোঘ । মিঠাপুকুরের রেহানার অগ্নিদগ্ধ লাশ দেখার পরেও হাজারও রেহানাকে গার্মেন্টসে কাজ করতে হবে । একশ বার জন মানুষের এই নির্মম হত্যাকান্ডের বিচার ও শ্রমজীবি মানুষদের নুন্যতম নিরাপত্তা নিশ্চিত করার জরুরী কাজটিই এই মুহুর্তের দাবী । পত্রিকায় এই খবরটি পড়লাম । আশা করব তাৎক্ষণিক এই বিহবল সময়ের পরেও চলবে সেই কাজ । আস্থা ও নির্ভরতার একটা জায়গা তৈরী হোক । জবাবদিহিতা ও ন্যায্য বিচারের অধিকার প্রতিষ্টিত হোক ।
নভেম্বর ২৭, ২০১২
মন্তব্য
ধন্যবাদ ধুসর ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
আমরা বড় বিস্মৃতিপরায়ন জাতি। খুব সহজেই সবকিছু শিফট-ডিলিট করে দেই। লেখাটা ছুঁয়ে গেলো।
"ভূল" বানানটি মনে হয় ভুলে ভুল হয়ে গেছে।
ফারাসাত
ধন্যবাদ ফারাসাত । বানান ভুল ধরিয়ে দেয়ার জন্য আরেক দফা ধন্যবাদ । আমার হরদম এই ভুল হয় ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
ধন্যবাদ অমি ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
ধন্যবাদ সাফিনাজ ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
ভাল লাগল খুব।
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ধন্যবাদ পুতুল ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
নতুন মন্তব্য করুন