ফেরা, না ফেরা

জোহরা ফেরদৌসী এর ছবি
লিখেছেন জোহরা ফেরদৌসী (তারিখ: শনি, ১৭/০৮/২০১৩ - ১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গভীর ঘুমের মধ্যে ছুটছে এক বালিকা। পরনে তার সমুদ্র নীল জামা। ঘটি হাতায় সাদা রঙ্গের লেইস। গুচ্ছের চুল বিনুনি করে হলদে ফিতায় বাঁধা। মাঠ ভর্তি হলুদ সর্ষে ক্ষেত। ক্ষেতের আইল ধরে ছুটছে সেই অবোধ বালিকা... ছুটছে...ছুটছে...ছুটছে...

কবে থেকে এই ছোটার শুরু?

ধান কাটা মাঠে ধুলো ওড়ানো মেলার কুমোরের দোকানের ক্ষুদে ক্ষুদে নক্সা করা হাড়ি-পাতিল। শিকায় টানানো বর্ণিল নক্সাদার হাড়ি কেনা থেকেই কি “বড় হওয়ার” ছোটার শুরু? দু’হাতের আঙ্গুলের ফাঁক গলে বৃষ্টির জলেরা ঝরে যায়...আহ্‌ কত বড় হ’লে শ্রাবণের প্রথম জলের ধারাকে ধরে রাখা যায়? চুলের বিনুনি বড় হতে হতে কত বড় হ’লে “বড়” হওয়া যায়? কত বড় হলে নিজে নিজে রাস্তা পার হওয়া যায়? কত বড় হলে একা একা বাড়ির বাইরে যাওয়া যায়? একা একা কত দূর গেলে “বড়” হওয়া যায়?

ছুটতে ছুটতে পেরিয়ে যায় মেলার ধুলো, মাঠ জোড়া সর্ষে ফুলের মদির গন্ধ, ইশকুল বাড়ির জানালার মেঘেদের দল, উদোম গায়ের পথ শিশুর হাতে বৃষ্টির জল লেগে থাকা কদম ফুলেরা, ক্লাসরুমের বেঞ্চিতে তাল ঠুকে হুল্লোড় করে গাওয়া “ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায়”...

ছোটার বুঝি আর শেষ নেই। যে শহর ছেড়ে কোথাও যাওয়ার কথা ছিল না, সেই শহর পরে থাকে পেছনে... যে সীমান্ত কখনও পাড়ি দেয়ার কথা ছিল না, সেই সীমান্তকে পেরিয়ে যেতে হয়... যে মানুষকে আজন্ম ছুঁয়ে থাকার কথা ছিল, সে ঝাপসা পড়ে থাকে পেছনে...যে বৃষ্টির জলের ওপর ছিল আজন্মের অধিকার, তাকেও ভুলে গিয়ে বাঁচতে হয়...

দৈবের বশে অর্ধেক পৃথিবী দূরের এক অচেনা শহরে নোঙর পড়ে...তবুও থামে না ছোটা...

কবেকার এক শীতের সন্ধ্যায় ফুরিয়ে আসা আলোয় আকাশের গা ঘেঁষে ডেকে ডেকে চলেছিল অতিথি পাখিদের দল। সেদিনের সেই কিশোরী অবাক বিস্ময়ে তাকিয়ে থেকেছিল...কত দূর পথ পাড়ি দিয়ে এসেছে ওরা...কী করে খুঁজে পাবে ফেরার পথ? আকাশ পাড়ি দেয়া পাখিরা কেন V-এর মত করে পথ চলে? শীর্ষবিন্দুতে থাকা পাখিটাই কি “বড়” হয়ে যাওয়া নাবিক পাখি? আকাশ পথের নিশানা সেই শুধু জানে...

বড় হয়ে যাওয়া সেই কিশোরীর ছোটা আর থামে না...সারা দিনমানে বেশ ভুলে থাকা যায় ফেলে আসা শহর, বৃষ্টির পরের ভেজা মাটির গন্ধ, জানালার গ্রিল ঘেঁষা আকাশে কাঁটা ঘুড়ির বিষণ্ণতা, মন কেমন করা নিঝুম দুপুর...। শুধু থেমে গেলে সব কোলাহল...জানালার পর্দা সরাতেই মুখোমুখি হয়ে যায় রাতের আকাশ...নাগরিক আলো পেরিয়ে আকাশের গায়ে অন্য এক আকাশ...বাতাসের গায়ে অন্য এক বাতাস...রাতের নৈঃশব্দ্যের গায়ে অন্য এক নিঃসঙ্গ রাতের মগ্ন শীষ...পাখির দলের মত ফিরতে ইচ্ছে করে...যেখান থেকে ছোটার শুরু...সেইখানে

ভাল আছো মেলার কুমোর? পুকুর পাড়ের হিজল ফুলের লাল রেণুরা?
ভাল আছো গোল্লাছুট, কানামাছি, অপেনটি বায়স্কোপ খেলার মাঠ?
ভালো আছো প্রথম প্রেমে পড়া কবিতার অচিন বেদনারা?
ভালো আছো বারান্দার গ্রিলে আটকে যাওয়া বিষন্ন বিকেল?

ভালো আছো ক্যাম্পাসের উত্তাল মিছিলের শ্লোগান,
ভালো আছো নূর হোসেন নামের আশ্চর্য মশাল?
ভালো আছো বারহাট্টার কবি নির্মলেন্দু গুণ?
ভালো আছো সফেদ চুলের শামসুর রাহমান-
যাদুময় কণ্ঠের অনায়াস ছড়িয়ে দেয়া কবিতার সৌরভ?
ভালো আছো “আকাশের ঠিকানায় চিঠি” লেখা রুদ্র মুহম্মদ?
ভালো আছো “জাগো বাহে...” হাঁক দেয়া নূরুলদীন?
ভালো আছো মৃত্যুঞ্জয়ী শহীদ জননী,
জাদুর কাঠিতে যে এনেছিলে এক হিরণ্ময় আগুন?

ভালো আছো টিএসসির কবিতার আসরের নবীন আবৃতিকার?
ভালো আছো বিস্তীর্ণ মাঠে একলা বটের ঝুড়ি
ভালো আছো গ্রামের শীর্ণ নদীর শীতল জল,
একবার কি বলবে, “আয় খুকী, অনেক তো হ’ল,
এবার একটু জিরিয়ে যা…
কত শ্রাবণের জল জমিয়ে রেখেছি
একবার আঁজলা ভরে ছুঁয়ে দেখে যা... ”

___________________________

সঞ্জীবের এই গানটা অদ্ভুত- “যাই পেরিয়ে নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত...”


মন্তব্য

রকিবুল ইসলাম কমল এর ছবি

অসাধারণ!

ছোটার বুঝি আর শেষ নেই। যে শহর ছেড়ে কোথাও যাওয়ার কথা ছিল না, সেই শহর পরে থাকে পেছনে... যে সীমান্ত কখনও পাড়ি দেয়ার কথা ছিল না, সেই সীমান্তকে পেরিয়ে যেতে হয়... যে মানুষকে আজন্ম ছুঁয়ে থাকার কথা ছিল, সে ঝাপসা পড়ে থাকে পেছনে...যে বৃষ্টির জলের ওপর ছিল আজন্মের অধিকার, তাকেও ভুলে গিয়ে বাঁচতে হয়.../quote]

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ রকিবুল ইসলাম কমল, পড়ার জন্য ও সহৃদয় মন্তব্য করার জন্য।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সৌরভ কবীর এর ছবি

চলুক চলুক
ভালো থাকুক সবাই।

__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ সৌরভ। হ্যা, সবাই ভালো থাকুক।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

তারা সবাই ভাল আছে।ভাল থাকতেই হবে। উত্তাল যৌবন।
ভাল লেখা।
শাকিল অরিত

জোহরা ফেরদৌসী এর ছবি

ধন্যবাদ শাকিল। ভালো থাকুক সবাই।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তিথীডোর এর ছবি

লেখায় মন দেওয়া গেল না।
কারণ অতি কাকতালীয়ভাবে সঞ্জীবের এই গানটাই কাল রাত থেকে মাথায় ঘুরছে।
যাই পেরিয়ে সকাল.. দুপুর রাত../ যাই পেরিয়ে নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত...

লুপ থেকে বেরিয়ে পরে পড়ব নে। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

জোহরা ফেরদৌসী এর ছবি

লুপ থেকে বেরিয়ে পরে পড়ব নে।

বের হয়েছো, বোনডি? খুব জরুরী কিন্তুক চোখ টিপি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

ছোটার কি শেষ আছে রে বোন, শেষ নেই। আর, শেষ থাকতেও নেই। ছোটাটাই তো জীবন।

কবিতা খুব ভাল লাগল।

তোমার এই লেখাতে তুমি ধরেছ বালিকার "কত বড় হ’লে 'বড়' হওয়া যায়" সেই জিজ্ঞাসা-কে। ঐ লাইনগুলোতে এসে আমার মনে হচ্ছিল আমি অন্য আর একটা প্রশ্নের ঘোরে ঢুকে যাচ্ছি - কখন একটি বালিকা বা বালক উপলব্ধি করে সে বড় হয়ে গেছে? বিভিন্ন জনের ক্ষেত্রে সেটা নিশ্চয়ই বিভিন্ন হয়। কিন্তু বেশীরভাগের মধ্যে কি কোন সাধারণ মিল থাকে? উপলব্ধিটা কি খুব শকিং হয়? মনোজগতে কি একটা প্যারাডাইম শিফ্ট হওয়ার মত অভিঘাত ঘটে যায়? না কি টোকা লাগার মত ছোট্ট একটা পর্দা সরে যায় আর তারপর একটা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ে দ্রুত ছন্দে আরো কতগুলো পর্দা উঠে যেতে থাকে?

সঞ্জীবের গানটা ভাল লাগল।

সবচেয়ে ভাল লাগল এত দীর্ঘ সময় ধরে তোমার লেখার অপেক্ষায় থাকাটার অবসান হওয়াটা। আর একটু তাড়াতাড়ি লেখা পাওয়া যায় না?

- একলহমা

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চলুক

____________________________

জোহরা ফেরদৌসী এর ছবি

@ একলহমা

ছোটার কি শেষ আছে রে বোন, শেষ নেই। আর, শেষ থাকতেও নেই। ছোটাটাই তো জীবন।

নাহ্‌, তোমার সাথে এক মত না, অমিত’দা। আমার এট্টু টায়ার্ড লাগে এই অহর্নিশি ছুটে চলা। ম্যালা হইছে, এবার যদি শান্ত একটা নদী পাই, তো পা ডুবিয়ে ঘুমিয়ে পড়ি। আফটার অল, আমি তো কুম্ভকর্ণ দেঁতো হাসি

কবিতা খুব ভাল লাগল।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তোমার এই লেখাতে তুমি ধরেছ বালিকার "কত বড় হ’লে 'বড়' হওয়া যায়" সেই জিজ্ঞাসা-কে। ঐ লাইনগুলোতে এসে আমার মনে হচ্ছিল আমি অন্য আর একটা প্রশ্নের ঘোরে ঢুকে যাচ্ছি - কখন একটি বালিকা বা বালক উপলব্ধি করে সে বড় হয়ে গেছে? বিভিন্ন জনের ক্ষেত্রে সেটা নিশ্চয়ই বিভিন্ন হয়। কিন্তু বেশীরভাগের মধ্যে কি কোন সাধারণ মিল থাকে? উপলব্ধিটা কি খুব শকিং হয়? মনোজগতে কি একটা প্যারাডাইম শিফ্ট হওয়ার মত অভিঘাত ঘটে যায়? না কি টোকা লাগার মত ছোট্ট একটা পর্দা সরে যায় আর তারপর একটা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ে দ্রুত ছন্দে আরো কতগুলো পর্দা উঠে যেতে থাকে?

অনেক কঠিন কঠিন প্রশ্ন। তা তুমিই একটা লেখা দাও না কেন এই সব প্রশ্নের উত্তর দিয়ে। ছাগলের নাদির ব্যবসা তো অনেক করেছো খাইছে

সবচেয়ে ভাল লাগল এত দীর্ঘ সময় ধরে তোমার লেখার অপেক্ষায় থাকাটার অবসান হওয়াটা। আর একটু তাড়াতাড়ি লেখা পাওয়া যায় না?

বলছো কী! আমিতো ভেবেছি কী সব ছাই ভস্ম লিখি, তাতে না লিখলেই লোকে বাঁচে। তা আরো ঘন ঘন হয়তো ছাই ভস্ম লেখা যেতো যদি রুটি রুজির চিন্তাটা না থাকতো। ঈশ্বর একটা সুবিশাল উদর সহকারে এই ধরাধামে পাঠিয়েছেন, কী আর করা ওঁয়া ওঁয়া

@ প্রফেসর হিজিবিজবিজ

লইজ্জা লাগে

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

পান্থ রহমান রেজা এর ছবি

ছুটে চলাটাই এখন যেন অফিস ডিউটি হয়ে গেছে! না ছুটলেই চাকরি নট! ভালো লাগলো লেখা।

জোহরা ফেরদৌসী এর ছবি

ছুটে চলাটাই এখন যেন অফিস ডিউটি হয়ে গেছে! না ছুটলেই চাকরি নট!

হক কথা।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

বেচারাথেরিয়াম এর ছবি

বরাবরের মতই চমৎকার। বয়স এখনো ২৫ পার হয়নি তাও কেন জানি ক্লান্তি এসে গেছে ছুটে চলার উপর। খুব ইচ্ছা করে একটা মাস যদি ইন্টারনেট, মোবাইল, বন্ধুবান্ধব, পরিবার সব কিছু ফেলে একলা থাকতে পারতাম।

ভেঙ্গে মোর ঘরের চাবি পড়িনা অনেকদিন আপু, লিখেন একটু মাঝেমাঝে।

জোহরা ফেরদৌসী এর ছবি

সব কিছু ফেলে একলা থাকতে পারতাম।

এই যুগে আর একলা হওয়া হবে না দেঁতো হাসি

ভেঙ্গে মোর ঘরের চাবি পড়িনা অনেকদিন আপু, লিখেন একটু মাঝেমাঝে।

ইচ্ছে আছে আবার লিখার।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

কড়িকাঠুরে  এর ছবি

'...কৈশোর শেষ হওয়া
রং চং স্বপ্নের দিন
চলে গেছে রং হারিয়ে- চলে গেছে মুখ ফিরিয়ে...'

সব কিছু পেরিয়ে যেতে হয়... '...নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত...'

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

কত বড় হলে বড় হওয়া যায়??
দারুন ব্যঞ্জনা।

____________________________

জোহরা ফেরদৌসী এর ছবি

কত বড় হলে বড় হওয়া যায়??

বড় হতে হতে এক সময় ছোট হয়ে যেতে হয় খাইছে

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

তারেক অণু এর ছবি
জোহরা ফেরদৌসী এর ছবি

থিঙ্কু থিঙ্কু মিস্টার (আনসেটলড্‌) গ্লোবট্রটার হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সাক্ষী সত্যানন্দ এর ছবি

একা একা কত দূর গেলে “বড়” হওয়া যায়?

মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

জোহরা ফেরদৌসী এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

মর্ম এর ছবি

ডুবে যাওয়ার মত লেখা পেল ভাল লাগে খুব। আনমনা করে দেয় খানিক, একটু ভাবতে বসায়। 'ছুটে চলা'ইয় খানিকটা বিশ্রাম মত, মন্দ কী?!

ছোটার বুঝি আর শেষ নেই। যে শহর ছেড়ে কোথাও যাওয়ার কথা ছিল না, সেই শহর পরে থাকে পেছনে... যে সীমান্ত কখনও পাড়ি দেয়ার কথা ছিল না, সেই সীমান্তকে পেরিয়ে যেতে হয়... যে মানুষকে আজন্ম ছুঁয়ে থাকার কথা ছিল, সে ঝাপসা পড়ে থাকে পেছনে...যে বৃষ্টির জলের ওপর ছিল আজন্মের অধিকার, তাকেও ভুলে গিয়ে বাঁচতে হয়...

চলুক

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

জোহরা ফেরদৌসী এর ছবি

আপনাকেও আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নীড় সন্ধানী এর ছবি

খুব মায়াময় একটা লেখা চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ, নীড় সন্ধানী।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

এম্নিতেই আজকে মন খারাপ তারপর আবার আপনার মন খারাপ করা লেখা
ইসরাত

জোহরা ফেরদৌসী এর ছবি

ইসরাত, আশা করছি আপনার মন ভালো হয়েছে এর মধ্যে।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই লেখা পড়ে হুমায়ুন আজাদের কবিতাটা মনে পড়ে গেলো।

______________________________________
পথই আমার পথের আড়াল

জোহরা ফেরদৌসী এর ছবি

নজু ভাই, এটি আমার খুব প্রিয় একটা কবিতা।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

ভালো লাগল পড়ে। মায়া ভালো লাগে। মায়াময় লেখা

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

জোহরা ফেরদৌসী এর ছবি

এই পৃথিবী মায়াময় হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অতিথি লেখক এর ছবি

এই লেখাটা প্রথমে পড়িনি, অন্যান্য লেখা পড়ে এটা বাদ হয়ে গিয়েছিল। এখন বুঝতে পারছি, না পড়লে কি মিস্ করতাম!

র.নাহিয়েন

জোহরা ফেরদৌসী এর ছবি

অনেক ধন্যবাদ পড়ার জন্য।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

বন্দনা এর ছবি

আপনার লেখগুলা এত মায়াময় আপা, কেমন যেন ভিতরে নাড়া দিয়ে যায়।

জোহরা ফেরদৌসী এর ছবি

বন্দনা, এই পৃথিবীটাই মায়াময়। অনেক ধন্যবাদ পড়ার জন্য।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

রাত-প্রহরী এর ছবি

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরুলে পাখি জিরোবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায় -----
(সুমন চট্টোপাধ্যায়)

---------------------------------------
কামরুজ্জামান পলাশ

জোহরা ফেরদৌসী এর ছবি

কতটা পথ পেরুলে তবে পথিক বলা যায়
কতটা পথ পেরুলে পাখি জিরোবে তার ডানা
কতটা অপচয়ের পর মানুষ চেনা যায় -----

চলুক

অনেক ধন্যবাদ, পলাশ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।