আত্মগোপনে যাওয়া একটি পোস্ট

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: সোম, ১২/১১/২০০৭ - ৮:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পোস্ট দিয়েছিলাম: প্রলয়ের একরাত্রি : 'ঘুমো বাছা ঘুমো রে / সাগর দিলো চুমো রে...' । আজ সকালে উঠে মনে হলো একটা সংশোধন দরকার লেখায়। কিন্তু দেখি সম্পাদনা করার অপশন নেই হয়ে গেছে। অবাক হওয়ার আরো বাকি ছিলো, লেখাটি কী কারণে আত্মগোপনে চলে গেছে - প্রথম পাতায় নেই আর!

মডু ভাইরা কিছু জানাতে পারেন?


মন্তব্য

সৌরভ এর ছবি

আপনার এই ধরনের কোন পোস্ট আমি প্রথম পেজে আসতে দেখি নাই কালকে, অন্তত আমি যতক্ষণ ছিলাম।

এইটা নির্ঘাত পোকামাকড়। রিপোস্ট দেওন ভালো।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

মুহম্মদ জুবায়ের এর ছবি

রিপোস্ট করার জন্যেও সম্পাদনার অপশনটা দরকার! তবে পোস্ট করার পর প্রথম পাতায় আমি নিজে দেখেছি। এখন নেই। পোকামাকড় কি না এবং তা কোন জাতের, তা-ই তো বুঝতে পারছি না। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

লেখাটা কপি করে কাট করুন। তারপর নতুন ব্লগ লেখার অপশন খুলে পেস্ট করুন। তাহলেও রি-পোস্ট হওয়ার কথা। সম্পাদনার অপশন ছাড়াও কপি করা যায়। যেমন করে আপনার এই পোস্টটাকে আমি নিচে কপি-পেস্ট করলাম।

কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পোস্ট দিয়েছিলাম: প্রলয়ের একরাত্রি : 'ঘুমো বাছা ঘুমো রে / সাগর দিলো চুমো রে । আজ সকালে উঠে মনে হলো একটা সংশোধন দরকার লেখায়। কিন্তু দেখি সম্পাদনা করার অপশন নেই হয়ে গেছে। অবাক হওয়ার আরো বাকি ছিলো, লেখাটি কী কারণে আত্মগোপনে চলে গেছে - প্রথম পাতায় নেই আর!

মডু ভাইরা কিছু জানাতে পারেন?
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ, শোমচৌ। কৌশলটা জানা আছে, কিন্তু উচিত হবে কি না কে জানে!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

প্রথম পাতায় আসেনি সেকারণে আপনি নতুন পোস্ট করে আগেরটা মুছে দিতে পারেন।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুহম্মদ জুবায়ের এর ছবি

আসলে সমস্যাটা বোঝাতে পারলাম কি না জানি না। আমার পরিস্থিতিটা এরকম:

১. লেখাটি প্রথম পাতায় এসেছিলো, নিজে দেখেছি। একটা মন্তব্যও পড়েছিলো, সকালে দেখলাম। অনুমান করি, মন্তব্যকারী সুবিনয় মুস্তফী খুঁজে খুঁজে আমার পাতায় গিয়ে পড়েননি। সুবিনয় মুস্তফী এ বিষয়ে পরিষ্কার বলতে পারবেন।

২. সম্পাদনা করতে You do not have sufficient wrokflow permission to edit. মেসেজ পাচ্ছি। অথচ এই বর্তমান পোস্টটি আমি দিব্যি সম্পাদনা করতে পারছি। তাহলে গতকালেরটাতে সমস্যা কী হলো?

শোমেচৌ-এর পরামর্শমতো লেখাটি মুছে দিয়ে নতুন করে পোস্ট করলে যাঁরা এর মধ্যে মন্তব্য করেছেন সেগুলি মুছে দিতে হয়। তা আমার কাছে শোভন লাগে না।

আসলে আমি যা চাই : অ্যাডমিন ক্ষমতাসম্পন্ন কেউ আগের লেখাটি যথাস্থানে প্রতিস্থাপন করে এই পোস্টটি পেছনের পাতায় ঠেলে দিন (এটি মুছে দিতে চাই না)।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

পোস্টটা পড়া হয়ে উঠেনি, তবে নীড়পাতায় এরকম একটা নতুন লেখা দেখেছিলাম বলে স্পষ্ট মনে আছে। সার্ভারের বদহজমের কারণে কিছু হয়ে থাকতে পারে। মডুরা নিশ্চয়ই দেখে ঠিক করে ফেলবেন। আচ্ছা, এক সাথে বেশি লেখা ছিল না তো আপনার নীড়পাতায়? তাহলেও হয়তো আপনা থেকে সরে গিয়ে থাকতে পারে।

মুহম্মদ জুবায়ের এর ছবি

এক সাথে বেশি লেখা ছিল না তো আপনার নীড়পাতায়? তাহলেও হয়তো আপনা থেকে সরে গিয়ে থাকতে পারে।

গতরাতের আগে আমি সর্বশেষ পোস্ট করেছি নভেম্বরের ৬ তারিখে। মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুহম্মদ জুবায়ের এর ছবি

কী সর্বনাশ!

কিন্তু শেখ জলিল একটু আগে আমার ওই আত্মগোপনকারী লেখায় মন্তব্য করলেন, আমিও জবাব লিখলাম। তাহলে?

এইসব বোধহয় আমি কোনোকালে বুঝে উঠতে পারবো না। চেষ্টা করা ছেড়ে দেবো কি না ভাবছি! মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুবিনয় মুস্তফী এর ছবি

পেজ না খুঁজে পাওয়ার কারন সহজ - লিঙ্ক ভূল।

জুবায়ের ভাই,
দয়া করে zubair/1020 থেকে চেঞ্জ ক রে zubair/10203 বসান। দেখা যাক কি হয়।

আর আপনে অরিজিনাল পোস্ট করার পরপরই মন্তব্য রাখছিলাম। কেন এত সুন্দর একটা পোস্ট গায়েব হইলো, বুঝি নাই।

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ সুবিনয় মুস্তফী। দুই কারণে। লেখাটি যে প্রথম পাতায় ছিলো তার একজন সাক্ষী পাওয়া গেলো, ঘুমচোখে আমি ভুল দেখিনি তাহলে। চোখ টিপি

আর লিংকের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে দুই নম্বর ধন্যবাদ। ঠিক করে নিলাম। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

ইমরুল হাসানের এধরনের মন্তব্যে বিস্মিত বোধ করলাম।

জুবায়ের ভাই,
একটু ধৈর্য ধরুন। আপনি যে এরার মেসেজ এর কথা বলছেন, সেটা কারিগরি মানে মানে, টেকনিক্যাল এরার মেসেজ।
সবচেয়ে ভালো হয়, পার্সনাল মেসেজ দিয়ে এই পোস্টটিকে নিজের থেকে ফ্রন্ট পেজ থেকে সরিয়ে দিয়ে অপেক্ষা করা।


আবার লিখবো হয়তো কোন দিন

মুহম্মদ জুবায়ের এর ছবি

সৌরভ, আমি অধৈর্য হইনি। শুধু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং তা শুধু আমার একার জন্যে না। অন্য যে কারো এই সমস্যা হতে পারে এবং সচলায়তনের প্রশাসকরা যাতে সজাগ থাকেন সেজন্যেই এই পোস্ট।

ব্যক্তিগত মেসেজ পাঠাবো, সে অপশনটাও তো নেই দেখছি। মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

তাহলে একটু বেশি ধৈর্য ধরার অনুরোধ জানাই।
আমি সচলায়তনের ডেটাবেজ বিষয়ে জানিনা।তবে সাধারণ কারিগরি জ্ঞান রাখি সামান্য।
সেই থেকে আপনার সমস্যাটা আন্দাজ করছি। ডেটাবেজে কোন বিভ্রাট ঘটে আপনার ইউজার প্রিভিলেজগুলো বদলে গেছে। এটা হতেই পারে, অসাবধানতাবশত কোন নতুন টেস্ট-ফেস্ট করতে গিয়ে।


আবার লিখবো হয়তো কোন দিন

শ্যাজা এর ছবি

গতরাতে আমি একটা পোষ্ট দিয়েছিলাম, আমার সিনেমা দেখা নিয়ে। সকাল পর্যন্ত সেটি প্রথম পাতায় ছিল, এখন নেই। সারাদিনে আমি কম্পিউটরে বসিনি, কখন সেটি প্রথম পাতা থেকে সরানো হয়েছে জানি না, কেন সরানো হল তাও জানি না। এখন অনলাইন বসে ওতে আরও কিছু কথা যোগ করব বলে নিজের লেখা খুঁজতে গিয়ে দেখি নেই! নিজের ব্লগপাতায় সেটি আছে, প্রথম বা দ্বিতীয় পাতায় সেটি নেই। সম্পাদনা করতে গিয়ে দেখলাম , আমাকেও বলা হচ্ছে সম্পাদনা করতে পারব না। আগেও এরকম একবার হয়েছিল, সেক্ষেত্রে অরূপ সাথে সাথেই চিঠি দিয়ে জানিয়েছিলেন, সেটি প্রথম পাতা থেকে সরানো হয়েছে এবং কেন হয়েছে। সে নিয়ে অনেক চিঠি-চাপাটি হয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল,ওঁরা ( এস এম মাহবুব মুর্শেদ, অরূপ) যা বলেছেন তাতে যুক্তি আছে ( যদিও সে যুক্তি আমার খুব একটা মন:পুত হয়নি কিন্তু যেহেতু ওঁরা বলছেন তাই মেনে নিয়েছি) তাই সে নিয়ে কোন কথা প্রকাশ্যে বলিনি। সচলায়তনে আবারও পোষ্ট দিয়েছি সেসব মাথায়-মনে না রেখেই। আজ কোন চিঠি নেই শুধু পোষ্ট সরে গেছে এবং তুলে নেওয়া হয়েছে এডিট করার সুবিধা /ক্ষমতা। আমি আর জানতেও চাই না এবং জানতে আর চাইবও না কেন সরানো হল আর এবার কোন কোন নিয়ম নীতিতে আটকাল। কিছুই বলব না ভেবেছিলাম, কিন্তু আপনার পোষ্টেরও একই গতি হয়েছে জেনে মনে হল আমিও আমার কথাটা বলে রাখি এখানে।

না। আমি ভীত নই, আমার এখানে লেখা কেড়ে নেওয়া হবে কি হবে না তা নিয়ে। সুমন রহমানের লেখার ক্ষমতাও একবার ওঁরা কেড়ে নিয়েছিলেন, যে কোন সময়ে যে কারও এখানে লেখার ক্ষমতা ওঁরা কেড়ে নিতেই পারেন, ওঁদের সেই ক্ষমতা-সদিচ্ছা যে এনিটাইম আছে। তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। এটা ওঁদের সাইট, যা খুশি যে কোন সময়ে করতেই পারেন ।

সকলে ভাল থাকুন। ভাল থাকুক সচলায়তন।

শ্যাজা।


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

অছ্যুৎ বলাই এর ছবি

জুবায়ের ভাই,
আপনি সরাসরি মডুদের সাথে যোগাযোগ করলে ভালো হয়। তারা বলতে পারবে, ঘটনা কি। এই পোস্টটা ভালো লাগলো না। এতে অহেতুক একটা ক্যাচাল সৃষ্টি হতে পারে। অনেকে ভুলও বুঝতে পারে। সচলে কিছু কিছু টেকনিক্যাল সমস্যা সম্ভবত এখনো আছে। শ্যাজাদির মন্তব্য পড়ে মনে হলো, এ সমস্যা আরো কারো কারো হয়েছে।

আমি যতদূর বুঝি, সচলায়তন এবং সদস্যদের পারস্পরিক বিশ্বাস এবং আস্থার ওপর আমাদের ভিত্তি। এই পোস্ট ঠিক ওই লাইনে যায় না। আমি আশা করবো, আপনি মডুদের সাথে সরাসরি কথা বলুন। এ পোস্টেরও মনে হয় প্রয়োজন নেই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুহম্মদ জুবায়ের এর ছবি

ভাই অচ্ছুৎ বলাই, আমার পোস্টটি এবং আমার সংশ্লিষ্ট মন্তব্যগুলি ভালো করে পড়লে দেখবেন যে ইমরুল হাসান বা শ্যাজার উল্লেখ করা বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থেকে এটি লিখেছিলাম। যেহেতু ইমেল করার অপশনও আমার এখন নেই, তাই দৃষ্টি আকর্ষণের জন্যে একটি নির্দোষ পোস্ট হিসেবেই লেখা। এখন দেখছি কাহিনী অন্যদিকে বাঁক নিচ্ছে। এখন আমি নিজেই আতংকিত ও বিভ্রান্ত!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অছ্যুৎ বলাই এর ছবি

চলেন, মডুদের মাইর দেই। মাইরের উপরে ওষুধ নাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অছ্যুৎ বলাই এর ছবি

অবশ্যই, ইমরুল ভাই। আপনার সাথে একমত। সমস্যা হলে মডুরা হেলপ না করলে আমরা কোথায় যাবো? কিন্তু এটা নিয়ে পোস্ট দেয়ার কোনো প্রয়োজন দেখছি না। তাতে অযথাই ভুল বুঝাবুঝি বাড়ে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অছ্যুৎ বলাই এর ছবি

জুবায়ের ভাই, কাহিনী অন্য দিকে বাঁক নেয়া ঠেকাতেই আমি ভেবেছিলাম, এটা পোস্ট দেয়ার মত বিষয় নয়। মডুদের সাথে সরাসরি কথা বলার বিষয়। যেমন ধরেন আপনার এই পোস্ট দেখে আমিও অনেকভাবে বিভ্রান্ত হতে পারি। সে বিভ্রান্তির দায়ভার আমার একার নয়, পোস্টের লেখকের ওপরেও বর্তায়।

আমার মনে হয়, আপনি সরাসরি মডুদের সাথে কথা বললেই ভালো হবে। আর কাহিনী অন্য দিকে বাঁকে নেয়া ঠেকাতে বা অন্য সচলদেরকে বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে এ পোস্ট না থাকাই ভালো। যাহোক, আপনার ব্যাপার, আপনার পোস্ট, আপনি ভালো বুঝবেন। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুহম্মদ জুবায়ের এর ছবি

বুঝতে পারছি, আমার ব্যাখ্যা আপনার পছন্দ হয়নি বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এখন থেকে প্রায় দু'তিন ঘণ্টা আগে একটা মন্তব্যে পরিষ্কার করে বলেছিলাম, মূল পোস্টটি যথাস্থানে ফিরিয়ে দিয়ে এটিকে পেছনে ঠেলে দেওয়া হোক। এই ক্ষমতা আমার নেই, থাকলে অনেক আগে তা কার্যকর হয়ে যেতো।

আর বারবার মডারেটরদের কাছে ইমেল করার কথা বলছেন। কিন্তু আমি তো ব্যক্তিগত মেসেজ অপশনটি পাচ্ছি না। আর এখন আমি আমার কর্মস্থলে, যেখানে জিমেল বা ইয়াহুতে প্রবেশাধিকার অনুমোদন করা হয় না। জানি না আমার জায়গায় হলে আপনি কী করতেন।

আশা করি বিশ্বাস করবেন যে আমি কারো বিরক্তি উৎপাদন করার কারখানা খুলে বসিনি। দৃষ্টি আকর্ষণ করার জন্যে অনন্যোপায় হয়েই পোস্টটা দিয়েছিলাম।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অছ্যুৎ বলাই এর ছবি

ঠিক আছে, বস। আপনার কথা বিশ্বাস করবো না কেন? হাসি
আমি শুধু বলেছি, এভাবে পোস্ট দিলে অনেকেই বিভ্রান্ত হবেন। আপনি অফিস থেকে বাসায় গিয়েও ইমেইল করতে পারতেন। কতোটা সময়ই বা দেরি হতো তাতে!

আমার লিখা হারিয়ে গেলে আমি হয়তো অধৈর্য্য হয়ে পড়তাম; কিন্তু এভাবে লিখাটা না হারিয়ে আপাতত প্রথম পাতায় না আসলে কিছুটা সময় ধৈর্য্য ধরতাম। বাসায় ফিরে ধীরে-সুস্থে মডুদেরকে জিজ্ঞেস করতাম কাহিনী কি! অবশ্য আগেই বলেছি, আপনার ব্যাপার, যা ভালো বুঝেছেন, করেছেন। আমার শুধু এই অ্যাপ্রোচটা পছন্দ হয় নি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুহম্মদ জুবায়ের এর ছবি

এটা যে আমার পছন্দের অ্যাপ্রোচ, তা মনে করার কারণ নেই। হাসি

লেখাটা নিয়ে আমার ব্যগ্রতার কারণ, এটি একটি উপলক্ষে লেখা এবং আজকে তা খুবই প্রাসঙ্গিক।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

সচলের মডু বেচারাদের ভাবমূর্তি-সংকট দেখে মায়া লাগছে। মডুরা অনেক খেটে-খুটে সচলায়তন চালাচ্ছেন। মডু হয়েও অনেক বেশি বন্ধু-বৎসল সবাই। যেকোন সমস্যা তাদের নজরে আসা-মাত্র সমাধানে লেগে যান মডুরা। একদম শুরুতে কিছুটা ভুল বোঝাবুঝি হলেও সেটাও খুব সহজেই উতরে যাওয়া হয়েছে একটি কার্যকর 'নীতিমালা' প্রণয়নের পর।

ব্যাখ্যা ব্যাতিরেকে কারো লেখা নাড়াচাড়া করেন না সচলের মডুরা। শুধু তাই না, ভাল-মন্দ যেকোন পোস্টেই মডুরা প্রথম দিকে মন্তব্য করেন লেখাটি পড়ে। এই পোস্টে এখনো কারো মন্তব্য নেই। আমার মনে হয় পূর্বের পারফরম্যান্স বিচারে মডুদের 'বেনিফিট অফ ডাউট' পাওনা আছে কিছু। সচলায়তন কখনই মডারেশনায়তন ছিল না, হবেও না। একাদিক্রমে অনেকেরই এরকম সমস্যা হওয়াটা টেকনিক্যাল সমস্যার দিকেই ইঙ্গিত করে।

মডুরাও মানুষ। হয়তো তারা পারিবারিক কাজে ব্যস্ত। হয়তো আমাদের এই ঝগড়ার আড়ালে তারা সার্ভারের ত্রুটি সারাচ্ছেন। একটু ধৈর্য ধরা উচিত মনে হয়। আর, আমি অন্তত এখনো পর্যন্ত মনে করি না যে সচলের মডুরা বিনা নোটিশে কারো লেখা নাড়াচাড়া করবেন। আমার যদ্দুর মনে পড়ে আমি একবার আরিফ জেবতিকের একটি লেখায় মন্তব্য করার পর তা হারিয়ে গিয়েছিল, আবার ফিরেও এসেছিল। ত্রুটির ধরন দেখেই বুঝেছিলাম ওটা টেকনিক্যাল। এখনো একই কথা মনে হচ্ছে।

আমাদের মডু তো মাইনু উকিল না যে মুহম্মদ জুবায়ের বা শ্যাজা-র মত লেখকের মেসেজ পাঠানোর ক্ষমতাও কেড়ে নেবেন!! একই সাথে অন্যদের অনুরোধ করছি জুবায়ের ভাইয়ের পোস্টটিকে ভুল চোখে দেখে অযথা ওনাকে বিব্রত না করতে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেখি দাঁড়ান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

মা.মু., সমস্যা মিটেছে মনে হয়। দয়া করে এই পোস্টটিকে প্রথম পাতা থেকে সরিয়ে দিলে খুশি হই।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।