মেয়ে তার ইংরেজি ক্লাসে রচনা লিখে ১০০-তে ১০০ পেয়েছে। সগর্বে সে মাকে দেখায়, বাবাকে নয়। কারণ রচনাটি তার বাবাকে নিয়ে। মেয়ের মা গোপনীয়তা রক্ষায় খুব পটু বা ইচ্ছুক নয় বলে একসময় প্রকাশিত হয়ে পড়ে।
বঙ্গানুবাদে মার খাওয়ার সম্ভাবনা, তাই মূল ইংরেজিতেই রচনাটি উদ্ধৃত করা গেলো:
Iris Zubair
English 1301
10/23/2007
The Sound of Solace
I lay awake in the midst of the night, frustrated and at my wits end with the booming sound of my father coughing in the adjacent room. I listen to him struggle to regain his breath as the coughs get more frequent and violent. I am aware that I should be feeling sympathy for him, maybe even getting him a glass of water and a cough drop. Instead, I cannot help feeling utterly annoyed. It is 4 o’clock in the morning and I only have three more hours of imperative sleep before I have to wake up for school. I feel my anger rising as I think of all the nights he has kept my mother and I awake with his incessant coughing, failing to realize that he is depriving us of our much needed rest. The only person that seems capable of sleeping through the thunderous sounds of my father’s cough is my 10-year-old brother, who ironically crashes in the same room as him. It must be a guy thing.
My father has been smoking cigarettes for over thirty-five years. He started when he was around the age of seventeen, smoking packs with his friends in Bangladesh. Given my father’s niche for writing, I have always liked to think that cigarettes have added to the allure of his artistic persona. I remember looking at an old black and white photograph taken of him in Singapore right after he and my mother were married. In it, he is sitting at his desk with an expression of extreme focus on his face, busy on his typewriter with a cigarette carelessly held in his right hand. His face is that of a twenty-five-year-old. The fine lines, the dark bags under his eyes, and the gray hairs sprouting from his temples have yet to show themselves. His hair is as unruly as it is long, making him seem as if he is putting forth a half-ass attempt at being George Harrison. The smoke from the tip of the cigarette floats and swirls and gets lost among the rays of sunlight illuminating his face. I can always look at that photograph and believe without a doubt, that my father was the epitome of cool.
The coughing began about three years ago and has gradually getting worse. The sound of my father’s coughing has become so implanted in my memory that I cannot remember what it was like to not hear it. Although the evidence of his illness lies within the sound of his raspy breathing and in the echoes of his booming convulsions, he is relentless in keeping his medical information private. Whenever he does visit the doctor, the prognosis is always lost on us as he remains withdrawn so as not to cause us distress. But isn’t confusion in the midst of a catastrophe more distressing than being informed of it? However, I gave up all hope of convincing my father of anything when I was very young. I used to beg him to stop smoking when I was six years old, even going so far as to cut deals with him. I agreed to stop asking for new Barbie dolls if he agreed to throw away his pack. But even a promise to his daughter couldn’t keep him from cigarettes. I held up my end of the bargain and bit my tongue from asking for a new doll, but I remember watching him put on his shoes and open the door to the backyard with a cigarette ready in his hand. “You said you’d stop,” I inquired. He could only smile and say, “Okay, I’ll stop when you stop liking chocolate.” I understood my father was telling me he would never stop smoking and this only enraged me further. The idea of my father putting his addiction before the wishes of his family made me resent him in a way that I never had before.
As I am writing this paper, I can hear my father in a fit of coughing while he is sleeping in the next room. I listen to him gasping for air and I feel like somebody is beating his chest with a hammer while another person is choking him, wrapping their hands tighter and tighter around his neck. He continues struggling to keep himself contained so as not to wake up my brother. But as I stated before, my brother never wakes up at my father’s coughing. Turning off my stereo, I listen as the silence of our house is broken by the jarring sounds of my father struggling to regain a normal breathing pattern and suddenly, I realize exactly why my brother is able to sleep through this. I understand that this haunting cough gives my brother a feeling of safety, of comfort, of reassurance that our father is still here. This sound, the one that usually causes tension and anger and annoyance and worry, is the same sound that is now providing me with the relief of knowing that my dad is alive and even when he is gasping for air, at least he is still breathing. I listen intently as he finally regains his composure and begins to breathe fluidly again, at least for now.
Maybe the very least is all I will ever receive from my father. He has shown the very least of promises, the very least of explanations, and the very least of reassurances. But as I sit here in the deafening silence after this latest episode, I listen to the sounds of my father breathing heavily and slightly wheezing. I can’t help but feel grateful. It is through gratitude that I have come to accept that the very least of him is enough.
মন্তব্য
আসলেই অসাধারন! ১০০ পাবার মতই। হ্যাটস অফ টু দিস লিটল রাইটার।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ মাহবুব মুর্শেদ। কমপ্লিমেন্টস যথাস্থানে পৌঁছে দেওয়া হবে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
চমৎকার লেখার হাত আপনার মেয়ের। আমার পক্ষ থেকে অভিনন্দন রইলো। ওকে ব্লগিং ধরান, আমি অন্তত নিয়মিত পড়বো।
পড়ে অবশ্য খুব মন খারাপ হলো নানা কারণে। ভালো লেখার নানা গুণের পাশাপাশি দোষ এটাই, স্মৃতির নানা জায়গায় স্পর্শ করে ফেলে।
হাঁটুপানির জলদস্যু
চেষ্টা করে যাচ্ছি। আর কিছু না হোক, বাবার দুটো জিনিস সে ভালোই পেয়েছে বলে ধারণা করি। এক. মহামহিম আলস্য। দুই. নিজে তাগিদ বোধ না করা পর্যন্ত বলেকয়ে কিছু হবে না, এই রচনায় যার নিদর্শন বর্ণিত আছে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
তুমুল। আপনার মেয়েকে অভিনন্দন। যে কোন বয়সেই এ রকম লেখতে পারাটা স্পেশাল। তবে আপনার প্রবল কাশির কথা পড়ে খারাপ লাগলো। নিজের যত্ন নিয়েন।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ধন্যবাদ, সুনিবয় মুস্তফী।
আর কাশি? ও কিছু না, ভালো হলে সেরে যাবে। সিরিয়াসলি বলি, একটু হেলাফেলা হয়েছিলো, চিকিৎসকের হাতে আপাতত নিজেকে সমর্পণ করা গেছে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আপনার কাশির তো আসলেই খারাপ অবস্থা! আপনি আমার বাবার চেয়ে বেশি বয়সের হবেন না মোটেই, কিন্তু ও যেভাবে লিখেছে, আপনার কাশিটুকু ওকে নিরাপত্তা দেয়, মনে করিয়ে দেয় য়ু আর স্টিল ব্রিদিং... একটা টিনেজ মেয়ে যদি এভাবে ভাবে, তার মানে নিশ্চয়ই পরিবারের মানুষদের ভালোই তটস্থ রাখেন। ওর বার্বি ডল না চাওয়ার প্রমিসের অংশটুকু পড়ে খুব খারাপ লেগেছে। প্রথম হার্টব্রেক?
কিছু মনে করবেন না একটু তিতা শোনালেও। বাবার ব্যাপারে অপরিসীম মুগ্ধতা সরে গিয়ে বাবাকে দোষে গুণে ভরা মানুষ হিসেবে দেখার চোখ চলে আসে, এক সময় নিজ সন্তানের মতই ক্ষমা করতে হয়, এইসব কথা মনে পড়ে গেল দারুণ লেখাটা পড়ে। আমার পিচ্চি বোনটা ঠিক এভাবে লিখে। আপনার লেখক সত্ত্বা মনে হয় জিনে জিনে চলে গেল। আমি পড়া শুরু করার পরে অবশ্য আশা করছিলাম লেখার শেষে ছোট্ট একটা ফুটনোট দেখব--"এই লেখাটা পড়ার পরে আমি কখনও সিগারেট খেতে পারি নি। পারব না।" সত্যি।
সত্যি বলতে কি, আমি ঠিক এরকম একজন মানুষ হিসেবেই আমার ছেলেমেয়েদের কাছে নিজেকে তুলে ধরতে চেয়েছি। সকল গুণে গুণান্বিত ফেরেশতা-সদৃশ কেউ হতে চাইলে পারতাম কি?
ধন্যবাদ আপনার সহৃদয় মন্তব্যের জন্যে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আহারে, আমি যদি এমনটা লিখতে পারতাম! লেখার মনটা সবসময়ই ছিল, কেবল আলসেমিতেই কেটে গেল তিরিশটি বছর। সচলায়তন এলো বলে কিছুটা লিখছি।
আপনার মেয়ের লেখার গুনাগুন বিচার করার সামর্থ নেই। তবে ভাল লেগেছে। কিন্তু খারাপ লেগেছে আপনার জন্য।
আমার বাবা একসময় চেইন সিগারেট খেত। ক্যাপস্টান সিগারেট। আযিযুল হক কলেজে শিক্ষকতা করতেন, আমরা তিন ভাইবোন পড়ালেখা করি--এর থেকে দামী ব্যান্ড হয়তো সম্ভব ছিলনা। তাঁর এক বন্ধু যাঁকে আমি এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই-- ফিফটি হোন্ডাতে চড়ে, গায়ে ভারি-লম্বা কোট পড়া, হাতে সিগারেট-- যিনি হেরে যান তাঁর জীবনের রেসে। ডাক্তার বলেন অতিরিক্তি সিগারেট পানই ছিল অন্যতম অনুঘটক।
সেই থেকে শিক্ষা নিয়ে আমরা তিন-ভাই-বোন রীতিমত অনশন করে দাবী জানিয়েছি সিগারেট ছাড়তে। আব্বা আমাদের কথা শুনেছেন। আশির দশকের মাঝামাঝিতে তিনি সিগারেট ছেড়েছেন।
...............................
আমার লেখাগুলো আসে স্বপ্নের মাঝে; স্বপ্ন শেষে সেগুলো হারিয়ে যায়।
কী আশ্চর্য, আপনার বাবা আযিযুল হক কলেজে শিক্ষকতা করতেন? আমার বাবাও তো! তাঁরও একটা হোন্ডা-৫০ ছিলো, তবে আপনার বর্ণিত জন অবশ্যই নন, তিনি জীবনে সিগারেট খাননি।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
পরবর্তী প্রজন্মের কাছে পরাস্ত হওয়াই আজকের প্রজন্মের নিয়তি।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
"very least of him is enough"
যাক! আপনার তো শেষরক্ষা হল!! (আমার কি এই ভাগ্য হবে? )
এই লেখা পড়া সত্যি বিরল একটা অভিজ্ঞতা! আইরিস জুবায়েরকে আমার শুভেচ্ছা জানিয়েন।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
শেষরক্ষা কি আর হয়, সুমন? তবু চেষ্টা করে যেতে হয়। তারপরেও হয়তো হয় না। হলে এমনিতেই হয়, নাহলে নয়। এই অনিশ্চয়তার খেলাই তো আমরা খেলি জীবনভর।
আপনার শুভকামনা নিশ্চয়ই তার কাছে পৌঁছে যাবে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অসাধারণ লেখার হাত আপনার মেয়ের। আমার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন রইলো। মন ছুঁয়ে যাওয়ার মত একটি লেখা।
আপনার বিরামহীন কাশির কথা পড়ে একটা গল্প মনে পড়ে গেলো। পাড়ায় এক বাড়ি থেকে অনবরত কাশির শব্দ আসতো বলে সবাই সেই বাড়িটার নাম দিয়েছিল "কাশিধাম"।
আপনার প্রতি আমার অনুরোধ রইলো,নিজের যত্ন নিবেন। এই সিগারেটের কারণেই আমাদের প্রাণপ্রিয় এক কাকাকে আমরা হারিয়েছি অকালে।
--সু
"কাশিধাম" নামটা মনে ধরলো। নিয়ে নেবো নাকি?
ঠাট্টা থাক। আপনার সহানুভূতিময় মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
- আমাদের মাঝে আরেকজন লেখিয়েকে পাবার আকাঙ্খা প্রবল হচ্ছে বৈকি!
শুভেচ্ছাসহ স্বাগতম আপনার মেয়েকে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধু.গো., অতো সহজ হবে বলে মনে হয় না। হিমুর মন্তব্যের প্রক্ষিতে বলেছি।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
দুরন্ত লেখা। মুগ্ধ হয়ে পড়লাম পুরোটা।
মেয়ে তার বাবার লেখা পড়ে তো নিয়মিত? পড়তে পড়তেই একদিন আপনার মত লেখা শুরু করবে আশা করি।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বাবার লেখা পড়লে আর লিখতে হবে না। লেখালেখি ভুলে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে।
ধন্যবাদ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
রচয়িতাকে জানিয়ে দেবো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
মনে যা আছে, লিখে ফেলুন খুব তাড়াতাড়ি। মেয়ে যেদিন চুরুট ধরাবে, বাপের লেখা সেদিন আর কেউ পড়বে না। অসম্ভব সুন্দর এবং সাবলীল লেখা। বাংলায় লিখুক বা না লিখুক, সচলে দিয়ে দিয়েন লেখাগুলো। সব কয়টা তারা আপনার মেয়ের জন্য।
বাপের লেখা এখনই বা কে পড়ে!
আপনার দেওয়া তারাগুলি পকেটে ভরে রাখছি, দিয়ে দেবো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অন্তত এই অধম পড়ে। সব সময় তাৎক্ষণিক ভাবে পুরোটা সারতে না পারলেও ফেরত এসে ভেঙে ভেঙে পড়ে।
আপনার লেখা এলে সবার আগে ঘড়ি আর সূর্য দেখি। দুটাই অস্তগামী হলেই শুধুমাত্র লেখায় ঢুকি। অন্যথায় অজুহাত খুঁজতে হয় বিলিয়ে বেড়ানোর জন্য। খুব দ্রুত গল্পের মূলে চলে যাওয়ায় এক টানে পড়তেই হল। শেষতক একই রাগ আপনার মেয়ের উপরেও... ভাল লেখার চেয়ে বড় শাপ খুব কম আছে।
লেখাটা পড়ে কেন জানি দৃষ্টি ঝাপসা হয়ে এল। আমি বেশ নিরাশাবাদী লোক। সব কিছুতেই ভ্রু কুঁচকাই। মোটামুটি সব কিছুতে হাহাকার করি। আমার সাম্প্রতিক হাহাকারের অন্যতম বিষয় ছিল আমাদের সন্তানদের প্রজন্ম। আমি তাদের চলন-বলনে হতাশ। বাবা মা'র প্রতি উন্নাসিকতায় হতাশ। পড়া শোনার চেয়ে বিনোদনে ব্যস্ততা দেখে হতাশ। এমনকি আমি ওদের কম্পিউটার পারংগমতাতে আতঙ্কিত।
কিন্তু আজ আপনার মেয়ের লেখা আমাকে আমার ভুল পথ থেকে ফিরিয়ে আনল। তার স্বচ্ছ, সৎ, অনাবিল, প্রগলভ লেখনী দিয়ে যেন আমার বুকে টোকা দিয়ে বলল, আমাদের ওপর আশা ছেড়ো না। আমরা তোমাদের মতো নই বলে দুঃখ পাবার চেয়ে আমাদের চোখে চেয়ে দেখ। দেখবে সেখানে কোনো বাউন্ডুলে, ঝগড়াটে, বিদ্রোহী মুখের বদলে, তোমার মেয়ের মুখ বসানো আছে। আমাদের জন্ম আমাদের তোমার সময় থেকে আলাদা করেছে। কিন্তু আমরা তোমার সাথে আছি সতত ভালবাসায়।
জুবায়ের ভাই, আমার একটা অনুরোধ রাখুন। আপনি দয়া করে আমার এই কথাগুলো আমার মেয়েকে বলবেন। আমি জানিনা সে কি ভাববে এইসব শুনে। কিন্তু কি জানেন? সে আমাকে সকল ভাবনা থেকে মুক্তি দিয়েছে।
অনিকেত, আপনার নৈরাশ্যবাদিতার কোনো একটা ব্যাখ্যা নিশ্চয়ই আপনার কাছে আছে। অথবা ছিলো।
তবে আমি একটা কথা মনেপ্রাণে বিশ্বাস করেছি যে, আমাদের পরের প্রজন্মকে আমরা যতোই নির্বোধ, অকর্মণ্য বা অযোগ্য ভাবি না কেন, তারা আসলে তা নয়। আমাদের সঙ্গে তাদের বেড়ে ওঠা হোক, চলনে-বলনে হোক বা হোক নিজেদের প্রকাশ করার ভঙ্গি সব কিছুতেই তার স্বতন্ত্র। এই না মেলাটাই তো সত্যি এবং স্বাভাবিক। কিন্তু মননের মূল জায়গাটা একই থেকে যায় যুগ যুগ ধরে। একটু ভাবলেই দেখবেন, আমাদের আগের প্রজন্মও কিন্তু আমাদের বোঝেনি, আমাদের একইভাবে হাঁদারাম ভেবেছে।
সব প্রজন্মকে বুঝতে হবে, পরের প্রজন্মই এই পৃথিবী শাসন করবে একদা। সময় হলে জায়গা ছেড়েও দিতে হবে। এই ছেড়ে দেওয়ার বিষয়ে দ্বিধা থাকলেই গোলমাল।
আপনার মন্তব্য পড়ে আমার চোখও কিছু ঝাপসা হলো। অশেষ কৃতজ্ঞতা।
আপনার মন্তব্য (এবং অন্য সবার) মেয়েকে অবশ্যই শোনাবো। তার একটি লেখা যদি আপনার মতো একজনের কিছু প্রশান্তির কারণ ঘটিয়ে থাকে, তার চেয়ে বেশি আনন্দ আর কীসে হয়?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
চমৎকার !
এর চেয়ে ভালো শব্দ পাচ্ছি না।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আমার মন্তব্য করা বোধহয় ঠিক না
কারণ কিছুদিন আগে এক ডাক্তার আমাকে প্রেসক্রিপশন না দিয়ে ফি না রেখে তার ঘর থেকে বের করে দিয়েছে
বলেছে আমার রোগ আর ওষুধ দুটোই নাকি আমার হাতে
সেটা সিগারেট
সো... নো কমেন্ট
বাবার মতো মেয়ে।
বাবার মতো দুর্দান্ত লেখে।
পুরা বাপকা বেটি! ইউ আর লাকী, জুবায়ের ভাই ... ছেলেমেয়েরা যখন স্কুলের রচনায় বাবা সম্পর্কে এত গভীরভাবে ভাবনার কথা লিখতে পারে, তখন সেই বাবাকে তারা কত ভালবাসে সেটা বোঝা যায় ...
একটা কথা মনে হলো হঠাৎ ...বার্বিডলের প্রসঙ্গে...শপথ নিয়ে ফেলুন, রাজাকারদের বিচার হলে সিগারেট ছেড়ে দেবেন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
এই পুঁচকেগুলো এতো সুন্দর করে লেখে কী ভাবে?
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সুজন চৌধুরী, একটা শব্দই যথেষ্ট। ধন্যবাদ।
মাহবুব লীলেন, বললে কেউ বিশ্বাস করে না, কিন্তু ডাক্তার একাধিকবার বলেছে, আমার এই ফুসফুসঘটিত জটিলতার গোড়ায় ধূমপানের বড়ো কোনো ভূমিকাই নেই। তবে ধূমপানের অভ্যাসটি সমস্যা সমাধানে কোনো সাহায্য করছে না, কিঞ্চিৎ বিলম্বিত করছে। আপনার সমস্যা জানি না, তাই নো কমেন্ট।
সৌরভ, মেয়ের অছিলায় নিজের ভাগেও কিছু জুটলো।
জ্বিনের বাদশা, রাজাকারদের বিচারের জন্যে অপেক্ষা করতে হলে ধূমপান ছাড়ার চিন্তা আমার জীবদ্দশায় করতে হবে বলে তো মনে হয় না।
বিপ্লব রহমান, আজকালকার পোলাপানগুলি সব...
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আইডি: নির্বাসিত।
নিজের একটা গল্প বলি। তখন আমার মেয়ে আট-নয় বছরের মতো হবে। আমি সিগারেট খাই দেখে সেটা বন্ধ করার জন্য নানা রকম ভাবে আমাকে বলে। কখনো রাগ, কখনো অভিমান, কখনো কথা বন্ধ। কিছুতেই কিছু হয়নি। একদিন মেয়ে বললো, সে পিয়ানো বাজানো শিখতে চায়। মাসিক খরচা, পচাত্তর ডলার। টানাটানির সংসার। কোথায় পাই এই টাকা? হঠাত্ খেয়াল হোল যে আমার মাসিক সিগারেট খরচাও পচাত্তর ডলার। একদিকে আমার নেশা এবং স্বাস্থ্যহানীর সম্ভাবনা, অন্যদিকে মেয়ের পিয়ানো শেখা। সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেল। মেয়েটি এখনও পিয়ানো শিখতে না পারার জন্য আমাকে দোষারোপ করে।
জাস্ট কিডিং! আমি সিগারেট খাইনি আর।
আপনার মেয়েকে আমার অভিনন্দন। তার আংগুলে সরস্বতী বিরাজ করুক চিরকাল।
এই জায়গাটা বুঝলাম না ঠিক। ধন্যবাদ গল্প শেয়ার করার জন্যে। মন্তব্য ও অভিনন্দনের জন্যে তো বটেই।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
লেখাটি মুগ্ধ হয়ে পড়লাম। একটানেই পড়লাম। আপনার মেয়ের লেখার হাত আছে জুবায়ের ভাই। এটাকে হারাতে দেবেন না। আমাদের এমন কত গুনই তো অযত্নে হারিয়ে যায়। আবেগের এত সুন্দর ও সৎ প্রকাশ করতে পারে যে মেয়ে সে মেয়ে লেগে থাকলে বড় লেখিকা হবেই। আমার সবচে' ভাল লেগেছে কি জানেন? এমন আবেগী প্রকাশের মাঝেও সে কিন্তু পাঠকের আগ্রহটা আঁকড়ে রাখতে পেরেছে, প্যারায় প্যারায় পট পরিবর্তনটা আছে... লেখার শুরু আর শেষটাও হয়েছে বুদ্ধিদীপ্ত।
একটা প্রশ্ন, আপনার মেয়ে কি বাংলাতেও এমন সাবলিল?
আপনাকে এবং আইরিস দু'জনকেই আমার শুভেচ্ছা।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
দুঃখের এবং লজ্জার কথা এই যে, সে বাংলা বলতে পারে ভালোই, লিখতে-পড়তে পারে না। দেখা যাক, লেখালেখিতে সে লেগে থাকে কি না।
আপনার সহৃদয় মন্তব্য ও অভিনন্দনের জন্যে ধন্যবাদ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
নাঃ, কিছুই যায়নি। পরের প্রজন্মের কাছে হেরে যাওয়ারও একটা আনন্দ আছে। আর ওই রিলে রেসের যে উপমাটা দিলেন, আমাদের জীবনের কাহিনীর সারসংক্ষেপই তো তাই। আমাদের থেমে যাওয়া থেকে ওদের ছোটার শুরু।
আপনার কল্পিত শিরোনাম সত্যি হোক। তবে একটা জিনিস মনে হয় যোগ করা দরকার ছিলো। সে যে একজন ব্যর্থ লেখকের মেয়ে তার উল্লেখ থাকবে না?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
বৃক্ষের পরিচয় ফলে, নাকি ফলের পরিচয় বৃক্ষে!
অলৌকিক হাসানের কথাটাই সত্যি হোক।
শুভকামনা, দু'জনের জন্যই।
ভাতিজির জন্য একটা সম্মানজনক সচল মেম্বারশীপ বরাদ্দ করা হউক ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
শিমুল, একজন হলেও-হতে-পারতো লেখকের বাসনাটি এইভাবে সঞ্চারিত/সম্প্রসারিত হলে ভালোই তো!
হাসিব, সচলের ইংরেজি সংস্করণের বা আমার মেয়ের বঙ্গভাষা শিক্ষার কোনো আশু সম্ভাবনা যেহেতু নেই, কী লাভ হবে সদস্যপদ দিয়ে?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এই লেখাটা মিস করলাম কিভাবে ?
যাক , প্রশংসা সূচক যা কিছু বলার সবাই আগেই বলে ফেলেছেন ।
আমার বহু দিনের একটা সাধ যে এই জনপদের নেক্সট জেনারেশনের কেউ কেউ ইংরেজীতে লেখালেখি করবে ।
আমাদেরও অনেক অনেক সালমান রুশদী আর অরুন্ধতী চ চাই । আইরিস জুবায়েরের লেখা আমাকে আশাবাদী করে রাখলো ....।
মিস করেননি শেষ পর্যন্ত। আপনার চোখ এড়িয়ে যাবে কোথায়!
আপনার মন্তব্যও মেয়েকে শোনালাম। তার কাছে অবিশ্বাস্য এইসব মন্তব্য। খুশি, তবু বারবার অনুযোগ করছে, তার অনুমতি ছাড়া লেখাটি প্রকাশ্যে আনা হলো কেন! আমার প্রতিক্রিয়া: এই বিনয়টুকু যেন অটুট থাকে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অসাধারণ।
দুঃখীত। দেরীতে পড়ার জন্য।
বাংলা লিখতে হবেনা।
তাকে বলুন ইংলিশেই লিখতে।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। পড়লেন, প্রশংসাসূচক মন্তব্যও করলেন, এই তো তার বাপের ভাগ্যি (আক্ষরিক অর্থেই)!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
জিন প্রবাহিত, জন্মসুত্রে পাওয়া, এগুলো অবিশ্বাস করি কিভাবে ? খুব ভালো হয়েছে, শুভেছা রইলো সবার জন্য ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
এই মেয়ে তো অতি চমৎকার লেখে!
মুগ্ধ হলাম আরেকবার।
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
অনবদ্য!! সুহানের সাথে একমত!!
-----------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
এই লেখাটা পড়ে মিশ্র অনুভূতির ভেতর দিয়ে গেলাম। একজন সম্মানিত ব্লগার তার পোস্টে তার আদরের মেয়ের লেখা ছাপিয়ে দিয়েছেন; সেই লেখা পড়ছি এটা মাথায় রেখে যে তিনি ইহলোকে আর নেই। আমার এই মন্তব্যও অনেকটা স্বগোতক্তির মতই। ভাবতেই কেমন অদ্ভূত লাগছে!
লেখাটা তাই দু'বার পড়তে হলো। প্রথমবার লেখকের কথাই মাথায় আসছিল বারবার। পরেরবার ভাবছিলাম তাঁর মেয়ের কথা। সেই সাথে বুঝতে পারছিলাম আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আসলে দুঃশ্চিন্তা করার মত কিছু নেই।
আমি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়লাম। মনের ভেতর একসাথে অনেক ব্যাপার কাজ করছে, কিন্তু খুব অসহায় আবেগে আমি তা তুলে ধরতেও পারছিনা। আবার মনে হচ্ছে কে পড়বে এই মন্তব্য, কার জন্যই বা লিখছি আমি? নিজের জন্যই লিখলাম...
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।
আমি পড়লাম ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
নিঝুমের দেয়া লিংক ধরে আইরিস জুবায়েরের লেখাটা আজই প্রথম পড়লাম।
চোখটা আপনাআপনি জ্বালা করতে শুরু করেছে। কি অদ্ভুত মানুষের জীবন!! হাসতে হাসতে, গাইতে গাইতে, লিখতে লিখতে সমাপনী রেখা টেনে দেয়.........জুবায়ের ভাইও যেন জানতেন এর এক বছর পর কেমন হবে.......আইরিস মামনি এখন কেমন আছে জানতে ইচ্ছে করে। আর ছোট ভাইটি, কি নাম ওর? বাবার নাসিকা গর্জনের নিরাপত্তার ছায়ায় যে নিশ্চিন্তে ঘুমোতো।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
অসম্ভব সুন্দর লিখেছে, আপনার মেয়ে।
অনেক শুভকামনা থাকল আপনার পরিবারের জন্য। ভালো থাকবেন।
ইউক্লিড
নতুন মন্তব্য করুন