পড়ো অথবা পরো

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: শনি, ২৯/১২/২০০৭ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

'র' এবং 'ড়' নিয়ে একটা বিভ্রাট আমাদের প্রায়ই ঘটে, বিশেষ করে কথা বলার সময় হয়তো কিছু আলস্যবশেই 'ড়'-কে 'র' উচ্চারণ করে ফেলি। তো এই সত্যিকারের ঘটনাটি 'পরা' আর 'পড়া'-র গোলমাল সংক্রান্ত।

ধরা যাক ছেলেটির নাম অরূপ চোখ টিপি । তাদের বাড়িতে গ্রাম থেকে এসেছেন এক বয়স্ক আত্মীয়। তার নাম জুবায়ের। জুবায়েরের কীর্তিকলাপে আর ক্রমাগত বকর বকরের ঠেলায় অরূপ ভয়াবহ রকমের বিরক্ত। কিন্তু কিছু করার নেই, মুরুব্বিকে অসম্মান করা যায় না। এই অবস্থায় নিম্নরূপ সংলাপ বিনিময় হচ্ছে:

জুবায়ের: তুমি কী পরো (পড়ো অর্থে)?
অরূপ: জ্বি এই লুঙ্গি পরি, প্যান্ট পরি, পাজামা পরি...
জুবায়ের: না না তুমি কোথায় পরো (পড়ো)?
অরূপ: এই নাভির দুই ইঞ্চি নিচে।
জুবায়ের: তুমি নামাজ পরো (পড়ো) না?
অরূপ: জ্বি না, টাইট হয়!


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

খাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

স্পেলচেকার দিয়ে মামলা ঠেকানো যায়? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ধুসর গোধূলি এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

কারে? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

(তালিয়া) হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

তবে এফএমরেডিওর রেডিওজকি হলে র, ড়, ঢ় সব মাফ। শিগগীরই সচলড়েডিও খুলবে, তখন এর বিস্তাঢ়িত প্রয়োগ ড়গে ড়গে টেঢ় পাবেন সবাই।


হাঁটুপানির জলদস্যু

মুহম্মদ জুবায়ের এর ছবি

গররররররড়ড়ড়ড়ড়ড়ঢ়ঢ়ঢ়ঢ়ঢ়ঢ়....

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

খাসা হয়েছে। বেল্ট মানে না স্পেলচেকারের কথা!

খুব দ্রুত একটা স্পেলচেকার দরকার আসলেই। বাংলা বানান উদ্ভাবন করতে করতে ক্লান্ত হয়ে গেলাম!

মুহম্মদ জুবায়ের এর ছবি

মুখে স্পেলচেকার বসানোর ব্যবস্থাও কি উদ্ভাবিত হবে? দেঁতো হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

এটা জরুরি আরো বেশি। 'উচ্চারনায়তন' নাম দিয়ে এরকম কিছু একটা বাংলাদেশের সব ইংরেজি মাধ্যমের স্কুল এবং সব টেলিভিশন চ্যানেলকে উপহার দেওয়া উচিত। তাতেও কাজ না হলে এই রকম কোন হার্ডওয়্যার প্লাগ-ইন বের করা যায়, যা টিভির স্পিকারের সাথে জুড়ে দিলে শুদ্ধ উচ্চারন বের হবে!

মুহম্মদ জুবায়ের এর ছবি

উত্তম প্রস্তাব। হাসি

হিমু, এবারে কি 'উচ্চারণায়তন' হবে নাকি?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সজারু এর ছবি

বাহ! বেশ রম্যালোচনা হৈতেছে !!!
_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

_________________________

সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র

মুজিব মেহদী এর ছবি

খুবই মজা হয়েছে।

জুবায়ের ভাই, কী এবং কি নিয়েও এরকম গল্প দিতে পারেন। ওটাও জমবে ভালো।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুহম্মদ জুবায়ের এর ছবি

কী এবং কি নিয়ে গল্প কী করে দিই? জানা নেই যে!

এই গল্পটি কিন্তু গল্প নয়, সত্যিকারের।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুজিব মেহদী এর ছবি

জুবায়ের ভাই, আপনার চাঁচটা ধার নিয়ে আমিই একটা কথোপকথন সাজাবার চেষ্টা করি।
মুজিব : তুমি কী পড়ো (কি অর্থে)?
জুবায়ের : গল্প, উপন্যাস, কবিতা...
মুজিব : না না তুমি কী পড়ছো এখন (কি অর্থে)?
জুবায়ের : রণজিৎ দাশের সমুদ্র সংলাপ
মুজিব : আরে বলছি তুমি কী পড়ছো (কি অর্থে)?
জুবায়ের : 'জুতো চুরি করবে বলে মন্দিরে এসেছ।...'
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুহম্মদ জুবায়ের এর ছবি

চমৎকার! আরো কেউ কেউ কিছু যোগ করলে মন্দ হয় না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'চুপকথা'র মন্তব্য-খেলাপী হয়ে পালিয়ে বেড়াই।
গল্পের আসর যখন জমছে তখন আমিও একটু সামিল হই।
ওপরে/উপরে, বোঝা/বুঝা, তোলা/তুলা, শোনা/শুনা নিয়েও কিছু আলাপচারিতা চাই।

মুহম্মদ জুবায়ের এর ছবি

শিমুল, একদা খেলাপী হয়েও বেশ হাওয়া খেয়ে বেড়ানো যেতো। এখন দুদকে খবর দেওয়ার ব্যবস্থা আছে। সুতরাং বুঝেশুনে ... চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।