আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করলেন

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: শনি, ১৬/০২/২০০৮ - ৯:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoজানা ছিলো, সময়ের ব্যাপার মাত্র। সময় ফুরিয়ে আসছে, তিনি চলে যাবেন। বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের এক প্রধান স্তম্ভ নান্নু চলে গেলেন। এইমাত্র খবর পাওয়া গেলো।

মাত্র কয়েক ঘণ্টা আগে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জেনেছিলাম, ভালো না। কথা বলতে গেলে কেঁদে ফেলতেন। চলে যাচ্ছেন, জেনে গিয়েছিলেন তো!

সপ্তাহ তিনেক আগে তাঁর সম্পর্কে গল্পের শেষ যেভাবে : প্রস্থানোদ্যত আমাদের কালের একজন নায়ক শিরোনামে একটি পোস্ট দিয়েছিলাম।

গল্পটির সমাপ্তি হলো। এখন আর প্রস্থানোদ্যত নন, তিনি প্রস্থান করেছেন।


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

বেদনাহত হলাম।
তাঁর আত্মা শান্তি পাক

সুমন চৌধুরী এর ছবি

তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

থার্ড আই এর ছবি

'চলে যাওয়া মানে প্রস্থান নয়।'
সমবেদনা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অতিথি লেখক এর ছবি

তাঁর আত্মা শান্তি পাক

------------------
মুহাম্মদ

পরিবর্তনশীল এর ছবি

যেখানেই যান- যেন ভালো থাকেন
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

আরিফ জেবতিক এর ছবি

আমাদের প্রজন্মের এক সোনালি মানুষের তিরোধানে শোকাহত ।

মুহম্মদ জুবায়ের এর ছবি

স্টপারের স্লাইড ট্যাকল ব্যর্থ হয়েছিলো। অমোঘ মৃতু্য বলটি জালে পাঠিয়ে দিয়েছে। দর্শকরা স্তব্ধ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শ্রদ্ধা

অমি রহমান পিয়াল এর ছবি

খাইছে আপনের লেখা চোখে পড়লে তো আর আমি লিখতাম না। হুদাই দিলাম।


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

মুহম্মদ জুবায়ের এর ছবি

হুদাই হবে কেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অমিত আহমেদ এর ছবি

নান্নু্র প্রস্থানের খবর শুনে বুকটা কেমন হু হু করে উঠলো!

মুহম্মদ জুবায়ের এর ছবি

জানা ছিলো, তবু এরকম হয়। মৃত্যু আমাদের সবসময়ই অপ্রস্তুত করে দেয়।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।