আমাদের একজন সচল লুৎফর রহমান রিটন এ বছরের বাংলা একাডেমি পুরস্কার পেলেন।
শিশুসাহিত্যে অবদানের জন্যে তিনি এই পুরস্কার পেয়েছেন।
রিটন এই মুহূর্তে ঢাকায়। ঢাকার সচলরা তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানানোর সুযোগ পাবেন। আমরা আপাতত শুধু ভার্চুয়াল অভিনন্দন জানাতে পারি।
অভিনন্দন রিটনকে।
খবরের লিংক
মন্তব্য
শুভেচ্ছা ও অভিনন্দন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
শুভেচ্ছা ও অভিনন্দন।
====
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
আমি ধন্যবাদ জানাই লুৎফর রহমান রিটনকে। অনেকদিন আগে শিশু ছিলাম (নাকি এখনও আছি?), যদিও মনে হয় এই তো সেদিনই "দুই মোটা লোক রিকশাতে, বসে ছিলো একসাথে" কিংবা "গাবু ছিলো মোটাসোটা হাবু ছিলো পিচ্চি, হেরে গিয়ে গাবু বলে উৎসাহ দিচ্ছি" পড়ছিলাম।
রাবিনোভিচের মতো করে নয়, অন্তরের অন্তঃস্থল থেকে বলি, সুন্দর শৈশবের জন্যে লুৎফর রহমান রিটনকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলা একাডেমির পুরস্কার একটা বাহুল্য মাত্র, রিটনের পুরস্কার রিটনের ছড়ায় ছড়ায় বেড়ে ওঠা আমাদের মতো বুড়োখোকারা।
হাঁটুপানির জলদস্যু
একমত। লেখকের পুরস্কার তাঁর পাঠক।
তবে এই পুরস্কারটি দীর্ঘকাল ধরে প্রচুর অযোগ্য লোকের পাতে দেওয়া হয়েছে। সম্প্রতি কিছু কিছু যোগ্যরা পাচ্ছেন, এটুকুই সুসংবাদ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
শুভেচ্ছা ও অভিনন্দন।
=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"
অভিনন্দন !
রিটন ভাইকে শুভেচ্ছা!
যাক যোগ্য মানুষই পদক পেলেন ।
রিটন ভাই-অভিনন্দন,অভিনন্দন এবং অভিনন্দন
----------------------------------------
শমন,শেকল,ডানা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অভিনন্দন।।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
কনগ্রেচুলেশনস !!!! অল দ্যা বেস্ট
সচলায়তনের পক্ষ থেকে রিটন ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হবে খুব শিগগীরই । আমি ঢাকায় ফিরে আসছি আগামী ২৪ তারিখ । চেষ্টা করব ২৫ তারিখের আড্ডায় রিটন ভাইকে হাজির রাখতে ।
রিটনকে একটি বার্তা পৌঁছে দেবেন? তাঁর কাছে আমার একটি ফোনকল পাওনা হয়ে আছে প্রায় দেড়মাস!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অভিনন্দন।
সেদিন
মেলায় গিয়া রিটন ভাইরে খূঁজছি হইয়া হন্যে,
আজ
অনেক অনেক অভিনন্দন পুরস্কারের জন্যে ।
সেইদিন খূঁজে পাই নাই
সেই রাগ আর নাই.... নাই
=====================
... যা-ই কন
রিটন হইলো বাংলা ছড়ার "আইকন"
অতি উত্তম।
আচ্ছা, আপনার এই ছড়া পড়লে রিটনের প্রতিক্রিয়া কী হবে তাই ভাবছি।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সিরাম খবর। অভিনন্দন থাকল।
রিটন ভাইকে অভিনন্দন।
তবে আমার মতে পুরষ্কারটির মর্যাদা বৃদ্ধি পাইলো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ঠিক। অযোগ্যদের হাতে পড়লে পুরস্কারের জাত খোয়া যায়।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
প্রাণ ঢালা অভিনন্দন।
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
ওরে ওরে!! রিটন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। এত বড় মাপের মানুষ এতো অমায়িক আর সহজ-সরল থাকেন কিভাবে সেটা ভেবে প্রায়ই অবাক হয়েছি! তার আরো অনেক অনেক পুরষ্কার পাওয়া উচিৎ। অনেক অনেক অভিনন্দন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গর্বিত হলাম ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
অভিনন্দন।।
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
অভিনন্দন!!
তবে আরও আগে পাবার কথা আছিলো।
শুভ রহমান
####################################
সচল হবার অপেক্ষায়............................
এটুকু বিলম্ব সহ্য করা যেতেই পারে। রিটন তো এখনো ভালোভাবেই জীবিত।
এবারের রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্তদের তালিকা দেখেছেন? নয়জনের মধ্যে চারজনের নামের পাশে দেখলাম 'মরণোত্তর'। যেন জীবিতকালে তাঁরা পুরস্কৃত হওয়ার যোগ্য হয়ে ওঠেননি!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
দুর্দান্ত খবর। আমিও একমত, পুরস্কারের মর্যাদা কিছুটা ফেরত এলো। অনেক অনেক অভিনন্দন।
প্রচন্ড সাংঘাতিক মারাত্মক ভয়ানক অভিনন্দন।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কী ভয়ংকর!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অভিনন্দন! মন ভাল করা সুসংবাদ...
অভিনন্দন!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অভিনন্দন!
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
অভিনন্দন!!!!
আরিফ জেবতিক | বুধ, ২০০৮-০২-২০ ২৩:৩৩
সচলায়তনের পক্ষ থেকে রিটন ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হবে খুব শিগগীরই । আমি ঢাকায় ফিরে আসছি আগামী ২৪ তারিখ । চেষ্টা করব ২৫ তারিখের আড্ডায় রিটন ভাইকে হাজির রাখতে ।
======== কোথায় কখন আড্ডাটা হবে?
লুৎফর রহমান রিটনকে অনেক অভিনন্দন।।।
অভিনন্দন।
নতুন মন্তব্য করুন