বাবা, কী হয়েছে তোমার বলো তো?
এই তো সামান্য অসুস্থ।
তুমি কিছু লুকাচ্ছো?
না তো, কেন?
আজ চারদিন ধরে দেখছি তুমি বেশিরভাগ সময় ঘুমাচ্ছো, না হয় চুপ করে শুয়ে আছো।
বুকে কফ জমেছে।
তা জানি, কাশি শুনতে পাই। জ্বরও আছে জানি। আর কিছু তো জানতে পারছি না।
একটু আগে ডাক্তারের কাছ থেকে ফিরেছি, মেয়ে তখন ক্লাসে ছিলো। তাকে বলি না, আর দু’একদিন দেরি হলে আমার নিউমোনিয়া হয়ে যেতে পারতো। অযথা তার উদ্বেগ বাড়িয়ে কাজ কী? বলি, তেমন কিছু না।
তোমাকে এতো লম্বা সময় বিছানায় দেখি না। সত্যি বলো, তুমি কিছু লুকাচ্ছো না!
মিথ্যা করে বলি, সত্যি না। এই যে তুই ছুঁয়ে দিলি, এখন আমি সেরে উঠবো।
মেয়ে, কে জানে কেন, হঠাৎ দুই হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে।
বলি, এই তোর আবার কী হলো? তোকে বলা হয়নি, কাল আমি সারাদিনে সাতটা সিগারেট খেয়েছি, আজ এ পর্যন্ত দুটো।
চোখ মুছে মেয়ে বলে, তুমি সত্যি বলছো এবার ছাড়বে?
মনে মনে বলি, তোদের জন্যে আমি হয়তো মরতেও পারবো না। আমি এতো দরকারি মানুষ কবে হয়ে উঠলাম? কীভাবে?
মন্তব্য
ধুর্...এই শুক্রবার রাতে এমন মন খারাপ করায় দিলেন!
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
এখন কেমন আছেন?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
পুরা সপ্তাহ অনিয়মিত দেখে ভাবছিলাম, হয়তো ব্যস্ত আছেন। এখন দেখি - শরীর খারাপ!
সুস্থ থাকুন, জুবায়ের ভাই।
শুভকামনা।
জুবায়ের ভাই, ভালো হয়ে উঠুন তাড়াতাড়ি।
=============
"আগে কী সুন্দর দিন কাটাইতাম"
জুবায়ের ভাই
খুব শিগগির আপনাকে সুস্থ দেখতে চাই।
শিগগির সুস্থ হয়ে উঠুন জুবায়ের ভাই
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য
জনৈক "বেক্কল ছড়াকার"
এই কয়েকদিন আপনাকে খুব খুব মিস করছি।
একটা কথা শুনে রাখুন ''তোদের'' মধ্যে কিন্তু আমরাও আছি। অনেক অনেক ভালো থাকবেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন জুবায়ের ভাই। আপনার জন্য শুভকামনা।
আপনার মতো মানুষ দরকারী হবে না?
এত অভিমান?
সিগারেট ছেড়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
মায়া মায়া একটা লেখা
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হুমম।
আবার লিখবো হয়তো কোন দিন
আপনার মেয়েটি তো দেখছি, একেবারে বাংলার মায়াবতী শ্যামলীমা! দারুন সৌভাগ্যবান আপনি। নির্ঘাত এইসব ছোট্ট ছোট্ট ভালোবাসাতেই আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ভালো হয়ে উঠুন জুবায়ের ভাই।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অনেক লেখা বাকী,লাফিয়ে সুস্থ উঠুন জুবায়ের ভাই
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সুস্থ্য হয়ে উঠুন তাড়াতাড়ি --------- এত অসুস্থতার মাঝেও সচলায়তনকে ভালবাসা -------- অনেক অনেক বড় প্রাপ্তি সবার জন্য-------- ভাল থাকবেন
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
এতোসব অদৃশ্য জাদুস্পর্শও ছিলো! সেরে না উঠে উপায় কী?
আসলে অসুস্থতার খবর এরকম চাউর করার ইচ্ছে ছিলো না, কিন্তু ছোট্টো ঐ ঘটনাটা আমাকে দিয়ে লিখিয়ে নিলো।
সেরে উঠেছি অনেকটাই। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
- শিমুলের মতোই মনে হয়েছিলো আমার। নিকট-অতীতে কখনো এতোটা লম্বা সময় ধরে আড়ালে ছিলেন না যদিও!
ছেড়ে দিন জুবায়ের ভাই। আমরা তো ধরেছি। এখন আমাদের কাঁধে নিকোটিনের ভার তুলে দিয়ে নিজের কাঁধ থেকে প্যাঁদিয়ে বিদেয় করেন শালাকে।
গুটে বেসারুং।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সিগারেটের ধোঁয়াটাতো ঐ ছোট্ট দেবদূতিনীর ফুসফুসকেও কষ্ট দিচ্ছে।প্যাসিভ স্মোকিং একটুও কম ভয়ংকর না!
আপনাকে আপনার মেয়ের অনেক দরকার।সচলেও অনেক দরকার।আর দরকার আমাদেরও।তাই ধুম্রশলাকাকে আপনার আর দরকার নেই।
আল্লাহ আপনাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দেন যেন এই দোয়া করি
:একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
নতুন মন্তব্য করুন