চুপকথা : উপন্যাসের খসড়া - অখণ্ড পিডিএফ

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: বুধ, ২৫/০৭/২০০৭ - ১১:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধারাবাহিক প্রকাশের সময় অনেকে লেখাটি অখণ্ড অবস্থায় দিতে বলেছিলেন। তাঁদের জন্যে এবং আরো কেউ যদি আগ্রহী হন, চুপকথা এখানে পিডিএফ আকারে রক্ষিত হলো।

ক্লিক করুন এখানে

দুঃখিত, লিংক তৈরির কৌশলটা এখনো রপ্ত করা হলো না!


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লিংক ঠিক করে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

অসংখ্য ধন্যবাদ।

ভাগ্যিস আপনারা ছিলেন! আসলে কায়দাটা কি? আমার দেখি কখনো কাজ করে, কখনো করে না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

ধন্যবাদ। কিছুদূর পড়ে রেখে দিয়েছিলাম একবারে পড়বো বলে। আমার তর সয় না ভাগে ভাগে পড়ার সময়। বাঁচালেন!

হাসিব এর ছবি

পিডিএফটা ব্লগের বাইরে কারো সাথে শেয়ার করা যাবে ?


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

তারেক এর ছবি

অনেক ধন্যবাদ। আজই নামিয়ে পড়া শুরু করব। হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুহম্মদ জুবায়ের এর ছবি

ইমরুল হাসান, অযথা আপনাকে কপি-পেস্ট করার ঝামেলায় যেতে হলো। দুঃখিত। আর কি লেখা পেলেন? আর তো মোটে একটাই আছে ওখানে।

ইশতিয়াক রউফ, আমারও ভাগে ভাগে লেখা দিতে ভালো লাগে না। কিন্তু ব্লগে পাঠক দীর্ঘ লেখা দেখলে পালাবে।

হাসিব, জিজ্ঞাসা করার দরকার ছিলো না। পৃথিবীর যে কোনোখানে যে কারো সঙ্গে শেয়ার করা যাবে।

তারেক, ঠিক তো?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।