পৌরুষ : এক ফাইলে পুরো উপন্যাস

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: রবি, ১৫/০৬/২০০৮ - ১১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিলো ২০০৪ সালে ঢাকার একটি সাপ্তাহিক পত্রিকায়।

পরের প্রকাশ ধারাবাহিকভাবে একটি বাংলা ব্লগে গত বছর।

পুরনো ও অভিজ্ঞ দুয়েকজন ব্লগার জানিয়েছিলেন, বাংলা ব্লগে এটাই সর্বপ্রথম সম্পূর্ণ হওয়া উপন্যাস।

সচলের অনেকে সেইসময় লেখাটি পড়েছেন, মূল্যবান মন্তব্যও করেছেন। যাঁরা পড়েননি তাঁদের জন্যে (এবং আমার নিজের জন্যেও চোখ টিপি ) উপন্যাসটি এখানে আনা হলো।

একটি পিডিএফ ফাইল এখানে সংযুক্ত আছে। কোনো সমস্যা হলে নিচের বিকল্প লিংক থেকেও ডাউনলোড করা যাবে।

পৌরুষ


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভাইজান, আপনের লিংক তো ছিড়া। pdf পাইলাম না।
বাংলা বুক ডট কম-এও শিরোনাম আছে চিজ নাই। কি করতে পারি? পড়তে তো একটু লোভ হইতাছে। মনে হয় ঈদসংখ্যায় পড়ছি। তবুও আবার না পড়লে মনে হইবো না। বুদ্ধি বাতলাইতে পারবেন না? নাইলে ই-মেইলে...
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

অমিত আহমেদ এর ছবি

এই পোস্টের সাথে ফাইল এটাচ করা আছে। তবে অতিথি লেখক মনে হয় অ্যাটাচমেন্ট দেখতে পান না। আপনি এখান থেকে ডাউনলোড করে নিন [পৌরুষ]


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি। ক্লিক করছি। লিংক আসছে। কিন্তু ধু ধু সব।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুহম্মদ জুবায়ের এর ছবি

দুঃখিত। সচলের অতিথিরা সংযুক্তি দেখতে পারেন না, এটা জানা ছিলো না। ইস্নিপস-এর একটি বিকল্প লিংক এখন যুক্ত করে দিয়েছি। তবু সমস্যা হলে আমাকে -এ মেল করতে পারেন।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

ডাইনলোড করে নিয়েছি।

(রন্টি)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।