বছর পুরো হয়ে নতুন বছরে পা রাখলে একটা হিসাব-নিকাশের ব্যাপার থাকে। বাংলাদেশের হালখাতা প্রথাটা তো চালু রাখা দরকার! হালখাতা সম্পর্কে উইকিপিডিয়া বলছে, বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। খেয়াল করা দরকার, পাওনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। ভুলে যাওয়ার বা মাফ করে দেওয়ার ব্যাপার কিন্তু না।
সচলায়তনে এক বছরে প্রচুর ভালোমন্দ লেখালেখি হয়েছে, ভালোটাই বেশি বলে আমার বিশ্বাস। বেশিরভাগই হয়েছে নগদ লেনদেন। কিছু কিছু ক্ষেত্রে ‘আচ্ছা দিতাছি তো’ বলে একটা বাকির খাতা খোলা হয়। এই বাকির খাতার পোশাকী নাম সিরিজ বা ধারাবাহিক রচনা। ধারণাই ছিলো না, এতোজন খেলাপী সচলে আছেন! হালখাতা করতে গিয়ে দেখি, সর্বনাশ! এতো খেলাপী! সবচেয়ে দুঃখের কথা, এই তালিকায় আমি নিজেও আছি।
খেলাপী তালিকায় ওঠার সম্মান আমরা কীভাবে অর্জন করলাম তার একটা ছোটো ব্যাখ্যা দেওয়া যাক। কিছু ধারাবাহিক রচনা যেগুলি একেকটি কিস্তি স্বয়ংসম্পূর্ণ অথবা একটার সঙ্গে তার পরবর্তী কিস্তির পারম্পর্য রাখার দায় নেই সেগুলি খেলাপী তালিকায় ধরা হয়নি। এই ধরনের সিরিজের উদাহরণ হিমুর ‘প্রবাসে দৈবের বশে’ অথবা কিংকর্তব্যবিমূঢ়-র ‘প্রবাস থেকে’। এর বিপরীতে কিছু ধারাবাহিক রচনা, যেমন উপন্যাস, শুরু করে হয়েছে কিন্তু অসম্পূর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়েছে। এগুলি খেলাপী রচনা এবং এর রচয়িতাদের কৃতকর্মের দায়ে খেলাপী হিসেবে ঘোষণা করা হচ্ছে।
এই তালিকা অসম্পূর্ণ বা ক্ষেত্রবিশেষে ভ্রান্ত হতে পারে। তালিকায় উঠে সম্মানিত হওয়ার যোগ্য হয়েও যদি বাদ পড়ে থাকেন, জায়গায় বসে আওয়াজ দেবেন। আর ভুলক্রমে তালিকায় উঠে গেছেন কিন্তু সেখানে সম্মানিত খেলাপীদের সঙ্গে থাকতে চান না, সেটাও জানাবেন জায়গায় বসে।
কারো কারো বকেয়া একাধিক, সে ক্ষেত্রে সংখ্যা দিয়ে নির্দেশ করা হয়েছে। তারিখ দেওয়া হয়েছে সর্বশেষ কিস্তি পোস্টের।
তালিকায় কোনো ক্রম অনুসরণ করা হয়নি। শুধু নিজের নামটা শীর্ষে বসিয়ে দিয়েছি খেলাপীকুলশিরোমণি হওয়ার আশায়।
মুহম্মদ জুবায়ের : আমাদের বাতিঘরগুলি ও আসন্ন দিন ৬ (প্রথমাংশ) ২৪ মার্চ, ০৮।
অমিত আহমেদ : নটরডেমিয়ান – ৪ পর্বের শেষে ‘চলবে’ লেখা ছিলো ২৮ জুন, ০৭।
অরূপ : সেন্ট ক্যাথারিন – ০১-এর পর আর নেই ২৭ সেপ্টেম্বর, ০৭ থেকে।
মাহবুব লীলেন : কথাকলি ০৬ পোস্ট হয়েছে ০৭ জুন, ০৮। শ’খানেক কিস্তি হওয়ার ঘোষণা ছিলো মনে পড়ছে।
শিক্ষানবিস : ১) টক লাইক আ ফিজিসিস্ট ০১ এসেছে ১৪ মার্চ, ০৮। ২) প্লেটোর সংলাপ – চার্মিডিস ১ পাওয়া গেছে ফেব্রু ১৮, ০৮। শেষ করার বাসনা ঘোষিত ছিলো।
সবজান্তা : বিজ্ঞান শিক্ষার বেহাল দশা ০২ ছিলো ২৬ মার্চ, ০৮। নিচে লেখা ‘চলবে’, আর চলেনি।
মাহবুব মুর্শেদ : ১) Stephen King-এর On Writing- (সারসংক্ষেপ) ৩য় কিস্তিতে বলা হয়েছিলো ‘আগামী পর্বে সমাপ্য, তারিখ ১৩ নভেম্বর, ০৭। ২) গাণিতিক সমস্যা ০০১ পাওয়া গেছে ১২ জুন, ০৮। ৩) রিসার্চ রিডিজাইন প্রকৌশল ১টি পর্ব ১৪ এপ্রিল, ০৮। ৪) আমার জীবনধারা ১ (১২ অক্টোবর, ০৭)। ৫) ছেলেবেলার দিনগুলি – ঈদ ১ (১১ অক্টোবর, ০৭)। ৬) দুরন্ত কৈশোরের বিকেল ১ শুরু হয়েছিলো জুলাই ২৮, ০৭।
সুবিনয় মুস্তফী : ১) গাড়ি চলে না ৫ পাওয়া গিয়েছিলো ১৯ জানুয়ারি, ০৮। ২) ওবামারামা ১ লেখাটা শেষ হয়েছিলো ‘আগামী বছরের নির্বাচনরে সামনে রাইখা আমেরিকার সাম্প্রতিক রাজনীতি আর ব্যারাক ওবামার উত্থান নিয়া দুই-একটা পোস্ট দেওয়ার ইচ্ছা পোষন করতাছি’ – এই প্রতিশ্রুতিসহ ৯ ডিসেম্বর, ০৮। ৩) সিঙ্গাপুর যাত্রা ২, ৩০ নভেম্বর, ০৭ আরেক কিস্তির প্রতিশ্রুতি ছিলো, সেটা কোথায় গেলো? ৪) ৯/১১ এবং আমি (১), ১৯ অগাস্ট। আর পাওয়া গেলো না!
ইশতিয়াক রউফ : ১) নিজস্ব ধাঁচের গণতন্ত্র ৫ পর্যন্ত এসেছে, বাকি আছে আরো কিছু। ২) প্রথম যাযাবর ২ পর্ব ১৪ জানুয়ারি, ০৮ এসেছে, মনে হয় শেষ হয়নি। ৩) হারিকেন, ফুটবল ও কিছু মানুষের কথা ২ এসেছে ১৯ অক্টোবর, ০৭ ‘চলবে’ ঘোষণাসহ, বাকিটা কৈ?
থার্ড আই : ডানপিটে কৈশোর ১ এসেছিলো ১৯ অগাস্ট, ০৭।
রাগিব : ১) উইকিপিডিয়া, জনমানুষের বিশ্বকোষ ১ পোস্টনো হয়েছিলো ৩ জুলাই, ০৭। ‘চলবে’ বলা আছে, আর চলেনি। ২) ভাষার কড়চা ৩-এ থেমে গেছে ২৯ জুন, ০৭।
ধ্রুব হাসান : প্রজাতি বিরল হলেও অস্তিত্বহীন নয় ১ পাওয়া গেছে ২ মে, ০৮, আর কৈ?
তানভীর : ১) ঝড়ো ব্লগ-এ ২ ছিলো ৫ জুলাই, ০৮-এ। ২) স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম (পূর্ণেন্দু দস্তিদারের বই অবলম্বনে) ২ এলো ২৭ ডিসেম্বর ০৭। পাঠকদের দাবি ছিলো, তবু আর এলো না!
আরিফ জেবতিক : ১) নামাবলীর এলেবেলে ১ (১২ মে, ০৮)। ২) ধারাবাহিক উপন্যাস সূর্যবানবাবুর ভয়মুক্তি ১ (২ এপ্রিল, ০৭), বাকি কিস্তির খবর কি?
হিমু : ১) মিমের দখলদারি ০২ (২৭ জুন, ০৭)। ২) সংখ্যা দিয়ে নির্দেশ না করলেও বইপাগল একটা সিরিজ হচ্ছিলো, ৩টা পাওয়া গেছে, সর্বশেষটি প্রায় বছরখানেক আগে।
অতন্দ্র প্রহরী : ১) আমার কবিতা লেখা (পর্ব ০১) ১৯ জুন, ০৮ (খেলাপী বলার সময় হয়নি বোধহয়)। ২) প্রথম প্রেমের কথা : স্বপ্নগুলো তোমার ছিল, ইচ্ছেগুলো আমার (পর্ব ১) ৭ মে, ০৮। আর কৈ?
শেখ জলিল : ১) গীতিময় সেই দিন – এক উপন্যাসের ১ কিস্তি এপ্রিল ৬, ০৮। ২) জায়গীরনামা ৩ (মার্চ ৯, ০৮), জনতার দাবি ছিলো আরো লেখার, আর আসেনি।
কিংকর্তব্যবিমূঢ় : ১) সেই যে আমার নানা রঙের দিনগুলি ২ (২১ অক্টোবর, ০৭)। ২) ঘোরাঘুরি ১ (৩০ জুলাই, ০৭)।
শামীম : আবর্জনা ব্যবস্থাপনা ২ (১২ এপ্রিল, ০৮), আরো কি আসবে, না শেষ? আসা দরকার বলে মনে হয়।
নূরুজ্জামান মানিক : ১) আহমদ ছফার চিন্তা ও দর্শন ১ (১৮ মে, ০৮)। ২) স্বাধীনতার নেপথ্যের ইতিহাস : আমরা যাদের ভুলে গেছি ৫ (২২ মার্চ, ০৮)। ৩) মুক্তিযুদ্ধ ও তার পরবর্তীতে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের ভুমিকা ও পরিণতি -১ (৩০ জানু, ০৮)।
লুৎফুল আরেফীন : ১) বড়দের ঈশপের গল্প ৫ (২৭ এপ্রিল, ০৮)। ২) স্মৃতি বিপর্যয় ৭ (২৩ এপ্রিল, ০৮)।
আয়েশা আখতার : দুই কিস্তিতে বাংলা বানানরীতি আলোচনা ১ (শেষটি ২৩ মার্চ, ০৭)। ২) বলিতে সাধ হইল ২ (২২ জুলাই, ০৭)।
দ্রোহী : ১) দেখা হয় নাই চক্ষু মেলিয়া ০৩ (৫ জুন, ০৮ থেকে লেখক চোখ বুজে আছেন!)। ২) ভ্রমণ : নায়াগ্রা ঘুরে এসে ০২ (২৪ জুলাই, ০৭ যখন নায়াগ্রা পৌঁছাননি লেখক)।
ঝরাপাতা : কথোপকথন ২ (১৫ জুলাই, ০৭)।
সৌরভ : দ্বীপদেশের চিঠি ১ (২৫ জুলাই, ০৭)।
পরিবর্তনশীল : ডাংগুলি ছেলে এবং আমসত্ত্ব মেয়ে (উপন্যাসের ৪র্থ কিন্তি পোস্ট করা হয়েছে ১ এপ্রিল, ০৮), চলবে বলা ছিলো, আর চললো না।
এম এম আর জালাল : ১) স্বাধীনতার পথে সিরিজ থেমে আছে ১৮ এপ্রিল, ০৮ থেকে। ২) একুশে আর্কাইভ থেকে ০৮-এ আটকে আছে ১৯৪৮ পর্যন্ত (১৮ ফেব্রুয়ারি, ০৮)। ৩) একাত্তরের প্রবন্ধ ০১ (২৯ সেপ্টেম্বর, ০৭)। ৪) একাত্তরের গল্প ০১ (১৬ সেপ্টেম্বর, ০৭)। ৫) একাত্তরের কার্টুন (১০ অগাস্ট, ০৭)।
অয়ন : শিরোনামহীন ১ (১২ মার্চ, ০৮)।
শোহেইল মতাহির চৌধুরী : সিনেমার ক্লাস ১ (২৮ অক্টোবর, ০৭)।
জ্বিনের বাদশা : ডিটেকটিভ গল্প : সেলিব্রিটি প্রবলেমস ৯ অসমাপ্ত (সর্বশেষ ১২ অগাস্ট, ০৭)।
ইরতেজা : বৃষ্টির জলে হাত ভিজাই প্রথম পর্ব (২৭ অক্টোবর, ০৭)।
জাহিদ হোসেন : দেখা হবে শিরোনামের উপন্যাস ৫ পর্ব পাওয়া গেছে (সর্বশেষ ৩১ মার্চ, ০৮)।
অমি রহমান পিয়াল : ১) সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো ২ (১০ মার্চ, ০৮)। ২) গেরিলা ম্যানুয়েল ৩ (৩ জুলাই, ০৭)।
যূথচারী : শিরোনামেই বলা ছিলো ৭৭২ কিস্তির মেগা উপন্যাস। ৬ষ্ঠ কিস্তি ১৬ জুন ০৭, এখনো বাকি ৭৬৬ কিস্তি!
অচ্ছুৎ বলাই : একটা সিরিজ ছিলো মনে হয়, তবে শিরোনাম আলাদা আলাদা বলে ধরা যাচ্ছে না।
পুনশ্চ: স্রেফ মজারু করার জন্যে লেখা। কাউকে আহত করার জন্যে নয়।
মন্তব্য
ঋণখেলাপীর এলিট ক্লাবে আমি নাই
দাঁড়ান, কালকেই সিরিজ ঘোষণা দিয়ে কিছু একটা নামাচ্ছি।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ঠিকাছে। আগামী হালখাতার সময় দেখা হবে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
বাপরে, আপনার ধৈর্য্য আছে ... আমি মুগ্ধ, বাকরুদ্ধ
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
ধৈর্যের এহনি দ্যাখছেন কি?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
বাহ্, মুজুদা, ভালোই তো এক হিসেব দাঁড় করিয়েছো! এবার ঋণখেলাপীকূলশিরোমণি তুমি নিজেই কথা রাখার পাটটি শুরু করো না?
আমি তো তোমার কাহিনীকে 'রাগপ্রধান' না করেও বক্তব্যকে 'আবার ফির পুনরায় রিপিট' করার ব্যাপারটা দারুণ পছন্দ করি
শোধবোধ দিয়ে ফেললে তো কুলশিরোমণি হয়ে থাকতে পারবো না!
কিন্তু তোমার মন্তব্যের দ্বিতীয় অংশটা ঠিক বুঝিনি।
'আবার ফির পুনরায় রিপিট' করো না হয় ব্যাখ্যাসহ। ভালো কথা, এই অংশটা আগে একবার যেন এক ঝলক দেখেছিলাম, পরে দেখি নেই!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
না মানে, বলছি যে বেশী গৌরচন্দ্রিকা ছাড়াই লেখার যে বক্তব্য তা একাধিকবার পড়িয়ের কাছে পৌছোতে পারো তুমি, সেটা আমার পছন্দ - এইটুকুই
আরে ভাই আপনি তো দেখি গোপনে গোপনে ম্যাট্রিক পাশ!এটা কি দেখালেন!!
খেলাপীতালিকায় নিজের নামটা শীর্ষে দিলেন!!!
(দীর্ঘশ্বাস) অলসদের তালিকা করলে আমার নামটা শীর্ষে থাকতো।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
আপনি খেলাপী হলে কি নিজের নামটা শীর্ষে রাখতেন না? আমি তো ঠিক তাই করেছি!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
একেই বলে দুর্বল জায়গায় আঘাত করা। 'নিজস্ব ধাঁচের গণতন্ত্র' আজকে রাতের মধ্যেই শেষ করছি, যেভাবেই হোক। 'প্রথম যাযাবর' আটকে ছিল স্রেফ আলস্যের কারণে। ওটাও শেষ করে দেবো নে খুব দ্রুত। বাকি থাকলো 'হারিকেন, ফুটবল, ও কিছু মানুষের কথা'। এই লেখাটা অসম্পূর্ণ থেকে যাওয়ার কারণে নিজের কাছেই অপরাধী আমি। দেখি, আশা করছি আগামী সপ্তাহ খানেকের মধ্যে গুছিয়ে আনার।
আমি নিজে যেই সিরিজগুলোর জন্য অপেক্ষা করছি মনে মনে, এমন অনেক কিছুর তালিকা তুলে দিলেন। ধন্যবাদ।
কৈ?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সত্যি সত্যিই আসিতেছে। প্রমিস!
অসাধারন !দিলাম পাচ তারকা
২। আমি ত' ভাবতাম আমি খেলাফী পরিবারের একমাত্র সচল
এবং সিরিজ শুরু করে শেষ করি না এমন অভিযোগ অভিজিত চান্স পেলেই বলে
কিন্তু লিস্টে দেখি আরো অনেকেই আছে
দল ভারি দেখে ভালই লাগছে
৩। পুনশ্চ: স্রেফ মজারু করার জন্যে লেখা ( জুবায়ের ভাই )
বেজাই মজা পেলাম
*********************************************
A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
পাঁচ দিলাম বলে উধাও! একটা পাঁচ, সেটা আমার দেয়া
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
পাঁচ নিয়া প্যাঁচানোর দরকার কি?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সহপ্রশ্ন
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এটা কি অ্যানালিস্টের কাজ হয়নি?
ছায়াবৃক্ষ? নাহ, প্রাচীন বটবৃক্ষ!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
১। আচ্ছা জুবায়ের ভাই
আপনি একবার বলেছিলেন বেশ কিছু সচল অনেক অচল হয়ে আছেন তাদের বিরুদ্ধে পরওয়ানা জারি করা দরকার
কাইন্ডলি তালিকা প্রকাশ করবেন
২। ঐ প্রকাশিতব্য তালিকার লিস্টে রিটন ভাইয়ের শীর্ষে থাকার কথা ছিল কিন্তু সম্প্রতি উনি আওয়াজ দিচ্ছেন
*********************************************
A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জুবায়ের ভাই তো সেরকম একটা কাজ করলেন! ধন্য আপনার অধ্যবসায়! জাঝা
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
অন্যায় কিছু করি নাই তো!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
জুবায়ের ভাই করেছেন সিরিজ লেখার খেলাপীদের তালিকা
কিন্তু আমি বলছিলাম যারা সচলভুক্ত হয়েও স্বেচ্ছা অচল হয়ে আছেন দীর্ঘদিন থেকে তাদের তালিকা করে পরওয়ানা জারির কথা এই প্রস্তাব আমার না স্বয়ং জুবায়ের ভাইয়ের
বিপ্লবের এক পোস্টে তিনি এমন মত দিয়েছিলেন
আমি সহমত ছিলাম আর আছি ।
********************************************* A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আররে, কঠিন ধৈর্য্য! আমিও মুগ্ধ!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এতো মানুষ মুগ্ধ হলে আমি তো বিমুগ্ধ!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমার শুরুর গল্পটাই খেলাপীর তালিকায়।
আপাতত চিন্তা জমা হতে থাক। কোনো এক সময় এক বসায় সব শেষ করে ফেলবো।
আপনার গবেষণা মারাত্মক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঠিকাছে। অপেক্ষা করি।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
- এই অপেক্ষা যদি না শেষ হয়,
তবে কেমন হবে আপনি বলেন তো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খেলাপীদের পাকড়াও করার জোর আবেদন জানাচ্ছি
~ ফেরারী ফেরদৌস
এই তো পাকড়াও করা হলো!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
যারা সবচে কম পুস্টাইছে তাদের একটা তালিকা করলে নাম প্রকাশের সুখটানটা দেয়া যেতো।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
তবু শীর্ষে থাকতে পারতেন না। এমন সচল আছেন যিনি কোনোদিন একটা পোস্টও দেননি। একজনকে পেয়েছি যাঁর আছে একটিমাত্র।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সেরা ধৈর্য্যশীল। তবে তালিকায় নাম নাই দেখে ভালো লাগছে না। খেলাপী হওয়ার মজাই আলাদা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আগামী তালিকায় যাতে থাকতে পারেন তার জন্যে অনেক সময় আছে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
কথা তারাই দিতে পারে যাদের কথা না রাখার যোগ্যতা আছে
(খুবই উন্নত যোগ্যতা। সবার থাকে না। সবাই অর্জন করতে পারে না)
০২
আশা করি পরবর্তী বছরেও আপনার গণনাবিদ্যার খেলাপি তালিকায় নিজের নাম রাখতে সক্ষম হবো
আমিও কিন্তু আপনার মতোই প্রতিভাবান!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এইটা মজারু হয় কেমনে? সিরিকাস টাইপ কাজ।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মজারু হলো না?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ভাই কেউ RAB -2 এর ফুন নাম্বারটা দিতে পারবেন??
আর সহ্য হচ্ছেনা...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আমাকে ভয় দেখাচ্ছেন? কানে কানে বলি, র্যাবের এক বড়ো কর্তা কিন্তু আমার বন্ধুমানুষ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
চরম ধৈর্য্য !
খেলাপী তালিকায় নাম দেখে বিস্তর খুশি আমি। যে কারণে তালিকায় নাম উঠেছে, সেটা এ বছরেও ভাংগবে বলে মনে হচ্ছে না !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অহো, কী দুঃসহ স্পর্ধা! তালিকাভুক্ত হয়েও কিছুই এসে যায় না। যথার্থ খেলাপী বটে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমি পুরা মধ্যবিত্ত বাইন। এতই পিচ্ছিল যে কোন তালিকাতেই থাকি না
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক ভাই, এত খুশি হবার কিছু নাই। কারা কারা কোন তালিকাতেই নাই তাদের নিয়ে একদিন দেখবেন যুবায়ের ভাই একটা তালিকা ব্লগ দিয়ে ফেলসে...
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
এই ঘোষণা দিয়ে কিন্তু আপনি নজরে চলে এলেন!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
পুরা গুল্লি হইছে জুবায়ের ভাই.. দারুণ ধৈর্য্য আপনার
কী আর বলতাম.. আপনি পারেনও !
করলাম একটা তালিকা, আপনার কাছে গুল্লি!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ইস, এখন আফসোস হচ্ছে! কেন যে ৪০ কিস্তির উপন্যাস ট্যাগ দিয়ে প্রথম কিস্তি পোস্ট করে রাখলাম না!
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
এটাই শেষ ট্রেন নয়, পরেরটা ধরার জন্যে তৈরি হতে পারেন।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হি হি হি, ভাল পোস্ট
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমারটা চলবে (আবর্জনা ব্যবস্থাপনা)। মুশকিল হল, ঘাড়ের বোঝাগুলো শেষই হচ্ছে না
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ঘাড়ে চেপে থাকা বোঝাগুলিই তাহলে আসল জঞ্জাল! আপাতত তার ব্যবস্থাপনাই অগ্রাধিকার পাচ্ছে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
নাহ্ অনেক খুইজাও নিজের নামডা পাইলাম না।
[img=auto][/img]
---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এটা ভাগ্য না দুর্ভাগ্য?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ...
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
যাক , আমার ধারনা ছিল যে ধারাবাহিক শুরু করে শেষ না করার বদভ্যাসটা শুধু আমার আছে ।
এখন দেখছি আমি দলের অনেক নিচু সারিতে অবস্থান করছি ।
ধন্যবাদ জুবায়ের ভাই , টেনশনমুক্ত করলেন ।
জরুরী অবস্থা আসুক , জেলের ভয় দেখাক , তার আগে খেলাপির কিস্তি দিতে চায় কোন বোকা ?
-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।
যথার্থ বাঙালি অথবা বাংলাদেশী খেলাপী!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
জুবায়ের ভাই, কামটা কি ঠিক করলেন? এইভাবে রাস্তা-ঘাটে বেইজ্জতি করার কি দরকার ছিল বলেন? আমার তো একটা না, দুটা না, গুনে গুনে চারটা অসমাপ্ত সিরিজ!!!
অবশ্য এতে অবাক হবার কিছু নাই। আমার পুরা জীবনটাই অদ্যাবধি এভাবে চালাচ্ছি - অসমাপ্ত হাজারো প্রজ়েক্ট পড়ে আছে অতীতে। অসমাপ্ত পড়া অগুণতি বই, অসমাপ্ত সর্বোচ্চ ডিগ্রি, অসমাপ্ত প্রেম, অসমাপ্ত ভাষা শেখা (ফরাসী-স্প্যানিশ থেকে চীনা-জাপানী মিলিয়ে মোট পাঁচটা শুরু করেছি কোন না কোন সময় অথচ এখন পর্যন্ত দৌড় বাংলা-ইংরেজী পর্যন্ত), আর দৈনিক অসমাপ্ত হাজারো কাজ।
মরার কাজটাই শুধু ঠিকমত সমাপ্ত করতে পারবো মনে হয়। ব্লগ তাইলে আর বাকি থাকে কেন?!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
স্রেফ মজা করার জন্যে লিখেছিলাম। এতো সিরিয়াসলি নিলে কেন বুঝলাম না। দুঃখিত।
তুমি যে কাহিনী বয়ান করেছো, সে গল্প আমাদের সবারই আছে - হয়তো আকারে বা প্রকারে তারা ভিন্ন।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আয়হায় আমিও তো মশকরাই করলাম! emoticon না দিলে যা হয় আর কি
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
নিশ্চিন্ত হলাম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আয়হায় ! কি বাটে ফালাইলেন আমারে ! আচ্ছা আমার অসমাপ্ত দুইটা লেখার সমাপ্তি টানছি এক্ষুনি!
১: দেখা হয় নাই চক্ষু মেলিয়া : লেখক চোখ বুঁজে আছেন আর সিরিজের নামও তাই। সুতারাং আর কিছু লেখার দরকার আছে কি?
২. নায়াগ্রা ঘুরে এসে: নায়াগ্রা ঘুরে এসে নায়াগ্রাতে যাওয়ার গল্পইতো লেখা উচিৎ। নায়াগ্রাতে গিয়ে কী করেছি তার গল্পতো আলাদা। যাই হোক, সিরিজের সমাপ্তি বিষয়ক লাইনটুকু হল: অতঃপর আমি নায়াগ্রা ঘুরে এলাম।
জ-জুবায়ের ভাই [য-জুবায়ের ভাই না কিন্তু]:
আপনে কী খান বস? এই লেখা ক্যামনে লিখলেন? খুঁজলেন ক্যামনে?
কি মাঝি? ডরাইলা?
হয় নাই। ফাঁকিবাজি।
কী খাই? যা পাই তাই। খোঁজাখুঁজির তো দরকার নাই, সবই এখানে হাজির!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
কিন্তু তাল ঠিক রাখলেন কীভাবে? মাথা আউলাইয়া যাওয়ার কথা তো!
কি মাঝি? ডরাইলা?
খাইছে! সবচেয়ে বড় খেলাপী দেখি আমি!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ ! লিস্ট পইড়া আপনের জন্য মায়া হইতেছিল।
কি মাঝি? ডরাইলা?
আরো গোটা দুইতিনেক আমার নিজেরই মনে পড়ল।
১। আপনি কি গে?
২। উপন্যাস
(
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আহা, সব খেলাপীরা যদি এভাবে ধরা দিতো!
ওগুলি আমার চোখ এড়িয়ে গিয়েছিলো। আমাকে অরূপ অ্যাকান্ট্যান্ট বলে সন্দেহ করছিলো, তা ভুল প্রমাণিত হলো। অ্যাকান্ট্যান্টরা এই ধরনের ভুল করে না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
জটিল হইছে। পুরা বিপ্লব না দিয়া আর কই যাই। এক্কেবারে ৫ তারা।
তবে মনে করায়ে দেয়ার জন্য ধন্যবাদ । আমি ভুলেই গিয়েছিলাম ডানপিটে কৈশর নামে কোন সিরিজ চালু করছিলাম !
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
মনে করাইয়া দিলাম।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
একাত্তরের দালাল, একাত্তরের শরণারথী, একাত্তরের গণহত্যা কবে যে শেষ করবো আমি জানি না।
ধন্যবাদ আর দিলাম জুবায়ের ভাইকে,
hr]এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
আপনি যে কাজে লেগে আছেন, তার আসলেই কোনো শেষ নেই। এই গল্প, এই ইতিহাস অফুরান। শুধু পোস্টগুলি চালু রাখার কথাটা মনে করিয়ে দেওয়া আর কি!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ধন্যবাদ আর দিলাম না জুবায়ের ভাইকে,
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
সব্বাইকো ইসকি সাজা মিলেগী, বরাব্বর মিলেগী!!!
- ডাকু ধুস্বর সিং
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তেরা ক্যা হোগা কালিয়া ?
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ডাকু ধুস্বর সিং-এর ভাষা বুঝি না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
আমি তো দেখতেছি আমার মতো সৎ এবং নিষ্ঠাবান ব্লগার দুনিয়াতে নাই... সচলে তো দূরের কথা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি মন্তব্য অনেক করেন, পোস্টান কম। আপনার খেলাপী হওয়ার সম্ভাবনা কৈ? বড়োজোর মন্তব্যখেলাপী হতে পারেন।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
বাহ, খেলাপী এলিট কিলাবে দেখি আমিও আছি! এই সদস্যপদ এতো তাড়াতাড়ি খারিজ করতে চাই না
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
তাইলে?
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
দারুণ আইডিয়াতো!!
_______________
আমার নামের মধ্যে ১৩
নতুন মন্তব্য করুন