একে একে নিভিছে দেউটি - এবারে কথাসাহিত্যিক মাহমুদুল হক

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: সোম, ২১/০৭/২০০৮ - ৭:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র পাওয়া খবর, কথাসাহিত্যিক মাহমুদুল হক আর নেই। কয়েক ঘণ্টা আগে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন।

হৃদরোগের চিকিৎসাশেষে মাহমুদুল হক মাত্র তিন-চারদিন আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন আপাত-সুস্থ হয়ে, নিজে পায়ে হাঁটতে সক্ষম অবস্থায়। কিন্তু জীবন কী অনিত্য!

আজকের অনেক পাঠকের কাছে মাহমুদুল হক খুব পরিচিত নন। বরাবর কম লিখতেন, ইদানিং প্রায় ছেড়েই দিয়েছিলেন লেখালেখি। ষাটের দশকের এই দিশারী লেখকের কাছে আমরা জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা-র মতো অসামান্য উপন্যাস পেয়েছি।

ভালো কোনো খবর আজকাল আর পাওয়া হয় না। কীভাবে যেন যাবতীয় দুঃসংবাদ আমার কাছে দ্রুত এসে পড়ে। ব্যক্তিগত পরিচয় মাহমুদুল হকের সঙ্গে আমার ছিলো না, তবু ব্যতিক্রম হলো না।

মাহমুদুল হক সম্পর্কে কিছু বিস্তারিত এখানে জানা যাবে।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

'জীবন আমার বোন'
প্রথম কৈশোরে এই উপন্যাসই আমাকে পড়তে শিখিয়েছিল ।
মানুষগুলো এইভাবে আমাদের ফেলে চলে যাচ্ছে কেনো? তারা কি জানেনা কি গভীর শূন্যতা যে সৃষ্টি হচ্ছে? এই শূন্যতা পুরনের ক্ষমতা যে আমাদের নেই ।

-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুহম্মদ জুবায়ের এর ছবি

তাঁরা চলে যাবেন, সময়ে বা অসময়ে। চলে যাওয়াই যেহেতু নিয়তি। কিন্তু বড়ো প্রশ্ন, পরের প্রজন্ম এঁদের জায়গা নেওয়ার জন্যে ঠিক কতোটা প্রস্তুত। উত্তর আমাদের জানা নেই।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

রাফি এর ছবি

উনার কোন লেখা পড়িনি। যোগাড় করে পড়তে শুরু করব।
তথ্যের জন্য ধন্যবাদ.
এই আকালের যুগে এত আঘাত সইব কেমন করে?

----------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মুহম্মদ জুবায়ের এর ছবি

মাহমুদুল হকের যে বইগুলির নাম মনে পড়ছে সেগুলি হলো:

জীবন আমার বোন
নিরাপদ তন্দ্রা
অনুর পাঠশালা
কালো বরফ
মাটির জাহাজ
প্রতিদিন একটি রুমাল
খেলাঘর

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

আমাদের মননের অভিভাবক, আমাদের প্রিয় মানুষেরা আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন?



আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?


আবার লিখবো হয়তো কোন দিন

সুমন চৌধুরী এর ছবি

মাহমুদুল হককে শ্রদ্ধা।



ঈশ্বরাসিদ্ধে:

হিমু এর ছবি

"প্রতিদিন একটি রুমাল", স্মরণে, শোকে।

২০০৭-২০০৮ যেন বেছে বেছে নিয়ে যাচ্ছে সবাইকে :(।


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সকাল সকাল খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেলো। একে একে তবে সবাইকেই চলে যেতে হবে?
তাঁর প্রথম বই পড়েছিলাম কালো বরফ। দারুণ এক অভিজ্ঞতা... তারপর তাকে খুজে খুজে নেয়া বইয়ের ভেতরে ভেতরে। খুব অপ্রচলিত... অনেকে জানতোই না... অনেককে ধরে ধরে বলেছি যে কটি নাম তার মধ্যে মাহমুদুল হক, শহীদুল জহির অন্যতম। আজ দুজনের কেউই নেই।
মাহমুদুল হকের উপর ক্ষোভ ছিলো... কেন তিনি আর লিখলেন না গত বিশ বছরে? কি অভিমান তার? (একই অভিমান মুহম্মদ খসরুর উপরে নিয়ে বসে আছি, যদিো তিনি ফিল্মের)
কেন তার এই স্বেচ্ছা নির্বাসন? জানি না... জানতাম না... না জানতে জানতে কখন যেন তাকেই ভুলে গেছি। এই মরার দেশে সারাক্ষনই মন এত ব্যস্ত থাকে নানান অকাজে... মাহমুদুল হকরা তো হারিয়ে যাবেনই।
তাঁর মৃত্যুই তাকে মনে করিয়ে দিলো আবার।
গত বিশ বছরে তার একাকীত্বের গল্প আর কিছু কিছু রহস্যময় আজব জীবন যাপনের গল্প শুনতে পাই বিভিন্ন জনমুখে... খুব ইচ্ছে ছিলো একদিন তাকে চেপে ধরি... কিন্তু ঐ যে ভুলে গেছিলাম তাকেই!!! হলো না...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুহম্মদ জুবায়ের এর ছবি

মাহমুদুল হক লেখালেখি বন্ধ রেখেছিলেন ১৯৮২ থেকে। তাঁর অতি ঘনিষ্ঠজনরাও জানেন না, কখনো জানেননি কেন তিনি আর লিখলেন না। ডায়রি বা এই জাতীয় কোনোকিছুতে লিপিবদ্ধ না থাকলে এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আহমেদুর রশীদ এর ছবি

একটা সাক্ষাৎকার নেয়ার কথা ছিলো-হলো না।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অম্লান অভি এর ছবি

অগ্রজ তোমাকে সালাম। চির নিদ্রায় থেকে আমাদের রেখে গেলে অজানার দেশে, অবশেষে।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

কীর্তিনাশা এর ছবি

মাহমুদুল হকের প্রতি অশেষ শ্রদ্ধা।

----------------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

s-s এর ছবি

জীবন আমার বোন, কালো বরফ এর স্রষ্টা - আপনাকে
শ্রদ্ধাবনত বিদায়। আমার কৈশোরের সময়গুলোতে পড়া অন্যরকম গদ্যের সাথে পরিচয়।

অপ্রাসঙ্গিক : @ মু; জুবায়ের - আপনার লেখা পৌরুষ উপন্যাসটির পিডিএফ ডাউনলোড করে পড়লাম সেদিন অনেক ব্যস্ততার মধ্যেও। কিছু প্রতিক্রিয়া জানাতে চাই। ব্যক্তিগত তাই ব্লগ লিখবো কি'না ভাবছি, কিংবা আপনাকে মেসেজের মাধ্যমে ?

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

মুহম্মদ জুবায়ের এর ছবি

'অপ্রাসঙ্গিক' বিষয়ে: এই বিবেচনা ও সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। কারণ, আপনার বক্তব্য সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আপনি যে দুই পদ্ধতির কথা বলেছেন, তার কোনোটাতেই আমার আপত্তি নেই। আমার একটি রচনা বিষয়ে কথা - ভালো বা মন্দ যা-ই হোক - শোনার আগ্রহ তো নিশ্চয়ই আছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।