বাঘ কিংবা ভালুকের মতো নয়,
বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙরের দল নয়
না, কোনো উপমায় তদের গ্রেপ্তার করা যাবে না
তাদের পরনে ছিল ইউনিফর্ম
বুট, সৈনিকের টুপি,
বঙ্গবন্ধুর সাথে তাদের কথাও হয়েছিলো,
তারা ব্যবহার করেছিল
এক্কেবারে খাঁটি বাঙালির মতো
বাংলা ভাষা। অস্বীকার করার উপায় নেই ওরা মানুষের মতো
দেখতে, এবং ওরা মানুষই
ওরা বাংলা মানুষ
এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনবো না কোনোদিন।
মন্তব্য
যতবারই পড়ি ততবারই পড়তে ইচ্ছে করে। তীব্র ভাবাবেগ আনে এমন একটা কবিতা।
অমানুষ সব জানোয়ারের থেকেও নিকৃষ্ট।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
অস্বীকার করার উপায় নেই ওরা মানুষের মতো
এখনো আমাদের চারপাশে, মাথা উঁচু করে ছড়ি ঘোরায়।
আজ নয় গুন গুন গুঞ্জন প্রেমের, চাঁদ ফুল জ্যোছনার গান আর নয়
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হ্যা।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ওয়াও! "না, কোনো উপমায় তদের গ্রেপ্তার করা যাবে না" অসাধারন!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই লাইনটা আমাকেও চমকে দিয়েছিলো। শুধু উপমায় নয়, কোনোকিছুতেই তাদের তখন গ্রেপ্তার করা যায়নি!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
খুব প্রিয় একটা কবিতা। খুব বলিষ্ঠ উচ্চারণ।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
অসাধারণ!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন