কবি শহীদ কাদরীর জন্মদিন আজ

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: মঙ্গল, ১৪/০৮/২০০৭ - ১২:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ কবি শহীদ কাদরীর জন্মদিন।

পরবাসে দীর্ঘকাল ধরে অসুস্থ এই কবি। ব্লগভুবনের বাসিন্দাদের শুভকামনা হয়তো তাঁর রোগ-যন্ত্রণার উপশম ঘটাবে না। তবু আমরা তাঁর পাঠকরা তাঁকে ভুলে যাইনি, এইটকু জানানো যেতেই পারে।

আপনাদের শুভকামনা কবিকে পৌঁছে দেওয়ার দায়িত্বটি সবার পক্ষ থেকে আমি নিতে পারি।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবির জন্য দূর পরবাসে রাতজাগা একজনের পক্ষ থেকে শুভকামনা। আপনি সুস্থ হয়ে উঠুন নতুন কবিতা লেখার উদ্দীপনায়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অসম্ভব প্রিয়, অসাধারন মেধাবী কবি শহীদ কাদরীকে অনেক অনেক শুভ জন্মদিন। সুস্থ থাকুন তিনি, বেঁচে থাকুন আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন প্রিয় কবি।

ভুল সময়ের মর্মাহত বাউল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রিয়তমাকে অভিবাদন জানানো কবির জন্মদিনে শুভকামনা, ভালোবাসা !
পোস্টের জন্য জুবায়ের ভাইকে ধন্যবাদ।

বিপ্লব রহমান এর ছবি

কবিকে জন্মদিনের শুভেচ্ছা,আন্তরিক অভিনন্দন!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আরিফ জেবতিক এর ছবি

আমি তাকে অভিবাদন জানাবো না।আমার কাছে তার বেচেঁ থাকার কোন অর্থ নেই,তাই তার জন্মদিন পালন করারও কিছু নেই।

তার প্রতি আমার ভীষন অভিমান আছে।
এতোটা খেয়ালি না হলেই ভালো করতেন।

কবি শহীদ কাদরি বহু আগেই মারা গেছেন।
ব্যক্তি শহীদ কাদরির বেচেঁ থাকা না থাকায় আমার কোন উৎসাহ নেই।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠিক আছে, বোঝা গেলো। দেখা যাক, আপনার অভিমান কোনো আগুন জ্বালায় কি না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জ্বিনের বাদশা এর ছবি

শুভ জন্মদিন কবিকে ,,, আবার হাতে কলম উঠে আসুক কবির, নবউদ্যমে

জুবায়ের ভাই, আমার মনে হয় এই যে ব্লগে এত ভক্ত উনার, এমনকি আরিফ ভাইয়ের মতো অভিমানী ভক্তও আছেন ,,, এসব দেখে কবি আবার অনুপ্রানিত হবেন।

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

তাই হোক।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অচেনা এর ছবি





সেরে উঠুন কবি,
হাতে নিন কলম।
লিখুন আরেকটা- তোমাকে আভিবাদন প্রিয়তমা

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

মুহম্মদ জুবায়ের এর ছবি

শহীদ কাদরী আরেকটা তোমাকে অভিবাদন, প্রিয়তমা লিখবেন বলে মনে হয় না। লিখলে অন্যকিছু, তা নিশ্চিত।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

??? এর ছবি

জন্মদিনে তোমাকে অভিবাদন, হে কবি, প্রিয়তম ট্রাফিক আইল্যান্ড, আমাদের চৈতন্যের পরতে পরতে!!

...................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

শহীদ কাদরীকে কবি হিসেবে জানবার সুযোগ আমরা পেলাম কই? ৩/৪টা টেস্ট খেলা ক্রিকেটারের খেলার কথা কেইবা মনে রাখে, কেনইবা মনে রাখবে?

নাগরিক কবি শহীদ কাদরী বাংলা ভাষার এক প্রধানতম কবি হতে পারতেন। বাংলা ভাষা ও বাংলা কবিতা এক নতুন সৃষ্টিশীলতার স্পর্শ পেতে পারতো তার হাতে। অথচ আজ হয়তো সুমনের গাওয়া গানের বদৌলতে এই প্রজন্ম তাকে চিনবে।

প্রেম, বিরহ, অভিমান কবিকে সৃষ্টিশীল করেনি, করেছে স্থবির। তিনিই তো উল্টো জানতে চেয়েছিলেন, লিখে কী হবে? তিনি নিজের জীবনের স্বার্থ দেখেছেন, সৃজনশীলতার স্বার্থ দেখেননি।

কবিরাই হয়তো এরকম ভুল করে। কবিরাই হয়তো এরকম বেহিসেবি হয়। কবিরাই হয়তো এরকম অভিমান করে।

খুব স্বল্পখ্যাত এক কবি, আবু তাহেরের কবিতার চরণ মনে পড়ছে, "অভিমান করা ভালো, অভিমান থাকা ভালো, অভিমান পোষা ভালো না"।

অভিমানী কবি এই জন্মদিনে আবার কলম ধরলে আমরা তার শুকিয়ে যাওয়া কাব্যপ্রতিভা নিয়ে এতটুকু বাহাস করবো না। চরম মুগ্ধতায় চেটেপুটে খাবো নাগরিক জ্যোত্স্না। অভিমান ভেঙে কবি বলুন,

"প্রতারক প্রিয়তমা, তোমার শয্যা থেকে সরিয়ে নিয়েছি অভিমানের শব
রঙ্গ-কেলিতে যদি শঙ্খিনী হয়ে ওঠো নতুন নাগরের সাথে
লোভ চকচকে চোখ নিয়ে গিলে খাবো সেসব দৃশ্য
হায়, এমনই পারভার্ট এই হৃদয় এখন"।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুহম্মদ জুবায়ের এর ছবি

কোয়ানটিটি আর কোয়ালিটির তর্ক শহীদ কাদরীকে নিয়ে জুড়তে হবে, বিশ্বাস করতে পারছি না।

তাঁরই সমসাময়িক আরেক অসামান্য লেখকের উদাহরণ দিই - আখতারুজ্জামান ইলিয়াস। তাঁর রচনার পরিমাণ কি? দুটি মাত্র উপন্যাস এবং গোটাচারেক গল্পগ্রন্থ। তাঁর জায়গা কে নেবে? শহীদ কাদরী সম্পর্কেও একই কথা বলা যায়। আর যদি কোনোকালে একটি পংক্তিও না লেখেন তিনি, তবু তাঁর গুরুত্ব, অর্জন ও অবস্থান কিছুমাত্র বদলাবে বলে আমি মনে করি না।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ভাস্কর এর ছবি

পছন্দের কবির জন্মদিনে শুভেচ্ছা!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

??? এর ছবি

"হতে পারতেন" নয়, আমি মনে করি শহীদ কাদরী বাংলাভাষার প্রধানতম কবিদের একজন। পরিমাণ দিয়ে গুণের বিবেচনা হয় না। শহীদ কাদরীর কাব্যগ্রন্থ তিনটি (উত্তরাধিকার, কোথাও কোনো ক্রন্দন নেই, তোমাকে অভিবাদন প্রিয়তমা)এবং এই তিনটি বই দিয়েই শহীদ কাদরী বাংলাভাষার কবিতায় নিজের আসন পোক্ত করেছেন বলে আমার ধারণা। একই ঘটনা ঘটেছে আবুল হাসান-এর ক্ষেত্রেও, তাঁর কাব্যগ্রন্থ মোটে চারটি। হিসাব করে দেখুন সারাজীবনে কয়টি কবিতা লিখেছেন সমর সেন বা সুধীন দত্ত, এমনকি যে জীবনানন্দ দাশ-কে আমরা প্রাতঃস্মরণীয় করে রাখি, খুব বেশি কবিতা কিন্তু লেখেন নি উনিও। বিশ্বসাহিত্যে তো এরকম দৃষ্টান্ত আরো ভুরি ভুরি, রুলফো, কাফকা, মিগুয়েল হারনান্দেজ,পিটার বিকসেল, ভৈকম মুহম্মদ বশীর.... আরো কত কত! শোমচৌ এসব ঢের জানেন বলে আমি অনুমান করি।

হয়ত, আরিফের মতই, অভিমান থেকে এই স্বর। কিন্তু কী করেছিলেন শহীদ কাদরী? দেশত্যাগী হয়েছিলেন, এই তো। বিদেশ বিভূঁই থেকে বাংলাভাষা বা সাহিত্যের ওপর কমিটমেন্ট ধরে রাখা তাঁর আমলে নিশ্চয়ই আজকের মত সহজ ছিল না। তখন তো সচলায়তন ছিল না, দেশের কাগজে ইমেইল করে লেখা পাঠিয়ে দেয়া যেত না।

শহীদ কাদরী থেমে গেছিলেন, কিন্তু থামার আগে যেখানে পৌঁছে দিয়েছেন বাংলা কবিতাকে, সেখান থেকে বাংলা কবিতা কতটুকু নড়েছে আর? তাঁর প্রতি অভিমান না-রেখে আসুন সন্ত্রস্ত হই... তিনি যদি জিজ্ঞেস করেন পাল্টা, কতদূর আগালে হে উত্তরসূরীরা... তখন কোন্ দরজা দিয়ে ভাগবো?

.................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

আরিফ জেবতিক এর ছবি

সুমন ভাইয়ের কথার রেশ টেনে বলতে চাই যে তখন হয়তো সচলায়তন ছিল না,কিন্তু একটি সচলায়তন আরিফ জেবতিকের দরকার,শহীদ কাদরী'র দরকার নেই বলেই বিশ্বাস করি।

একজন কবি দেশ ছাড়তে পারেন,নিজ ভাষার মানুষের চেয়ে বহুদূরে থাকতে পারেন,তবু তার কবিতা থেমে যাবে সেটা মানতে পারি না।বিশেষ করে জন্মকবিদের ব্যাপারে আমার এই ধরনের একটা ধারনা।আমি নিজে কবি নই,তাই কবির তাড়নাটা অনুভব করতে পারি না,আন্দাজ করার চেষ্টা করি মাত্র।

আপনার শেষ প্রশ্নের উত্তরে নিরুত্তর থাকা ছাড়া কী ই বা করার আছে।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

মুহম্মদ জুবায়ের এর ছবি

আরিফ, শহীদ কাদরী লিখলেন না বলে আমরা আক্ষেপ করতে পারি, অভিমান করতে পারি। অনুমানও করতে পারি কী হতে পারতো, তা নিয়ে। কিন্তু একজন সংবেদনশীল কবি কেন লিখলেন না তার সত্যিকারের ব্যাখ্যা শুধু তাঁর কাছেই আছে।

সুমনের প্রশ্নে আপনার প্রতিক্রিয়া আমারই অনুরূপ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুহম্মদ জুবায়ের এর ছবি

সর্বাংশে একমত, সুমন। শেষ প্যারায় সব বলে দিয়েছেন।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ঝরাপাতা এর ছবি

কবির দ্রুত আরোগ্য কামণা করছি। আর সেই সাথে উনার কাব্যজগতে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হিমু এর ছবি

পাঠক মিলবে কবিতার সাথে ঠিকই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না ...

শুভ জন্মদিন জানাই শহীদ কাদরী, প্রিয় কবিকে।


হাঁটুপানির জলদস্যু

মুহম্মদ জুবায়ের এর ছবি

দুর্দান্ত!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

দৃশা এর ছবি

সিঘ......শুভ জন্মদিন......

দৃশা

অরূপ এর ছবি

শহীদ কাদরী ভালো থাকুন
শুভকামনা

ধুসর গোধূলি এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

একটু আগে ফোনে কথা বললাম শহীদ ভাইয়ের সঙ্গে। জন্মদিনের শুভকামনা জানাতে ক্লান্ত কণ্ঠে বললেন, আর জন্মদিন!

তাঁর জন্যে ব্লগারুদের শুভেচ্ছার একটি তোড়া তৈরি হচ্ছে এখনো জানাইনি। পাঠাবো আগামীকাল।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।