ধর্মীয় অনুভূতিতে আবার আঘাত (!), ঈদসংখ্যা ২০০০ নিষিদ্ধ

মুহম্মদ জুবায়ের এর ছবি
লিখেছেন মুহম্মদ জুবায়ের (তারিখ: শুক্র, ২১/০৯/২০০৭ - ১২:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাথা খারাপ হওয়ার যোগাড়!

ধর্মীয় অনুভূতিতে আবার আঘাত লেগেছে কারো। এবার সাপ্তাহিক ২০০০-এর ঈদসংখ্যা নিষিদ্ধ হলো।

দাউদ হায়দার নাকি এবারের (আবার!) আসামী। এর বেশি তথ্য কিছু জানি না এখনো। যারা জানেন, যোগ করে দিন।

আর কতো চলবে এই খেলা? ধর্মীয় অনুভূতিগুলি এতো পলকা কেন? এগুলি কোনোদিন একটু শক্তপোক্ত হবে?

আর সব অনুভূতি বাদ দিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে বড়ো বেশি নাড়াচাড়া হচ্ছে, সরকার তার দারোয়ান হয়েছে!


মন্তব্য

শ্যাজা এর ছবি

এ বেশ ভালো খেলা। চলছে চলবে।
এই অনুভুতিগুলি কেন যে এত পলকা!


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মুহম্মদ জুবায়ের এর ছবি

এ বড়ো ভয়ংকর খেলা।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

যেদিকে তাকাই সেদিকই কালো, দল বেঁধে সব ঘুমাই চলো।

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঘুমালে চলবে না, ভ্রাতঃ।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

রেজওয়ান এর ছবি

মনটা খারাপ হয়ে গেল সংবাদটি পড়ে

আমরা কোনদিকে যাচ্চি?

××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমাদের টেনে-হিঁচড়ে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মাশীদ এর ছবি

আমারো মন খারাপ হয়ে গেল। প্রতিদিন ভাবি, আর ক'টা দিন...আর কিছুদিন দেশ ছেড়ে কষ্টে থাকা...তারপর আবার ফিরে যাব...কিন্তু এই যদি হয় দেশের অবস্থা, তাহলে কৈ ফিরব? দেশে কাদের রেখে এসেছি? মা-বাবা-বোন-বন্ধুরা টিকবে কেমন করে? একটা বহুল প্রচলিত প্রবাদের এরকম একটা ব্যবহার নিয়ে কেন এত কথা উঠবে? এগুলো শুধু ভীতিপ্রদর্শনের জন্য করা হচ্ছে, যেন সবার মনে ভয় ধরে যায়। কেউ যেন কোন কথা বলতে না পারে আর। একটা কিছু করার আগে যেন যুযুর ভয়ে মত্ত থাকে।

হায় ধর্ম!

নাহ্, খুব মন খারাপ হয়ে গেল।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

মুহম্মদ জুবায়ের এর ছবি

এগুলো শুধু ভীতিপ্রদর্শনের জন্য করা হচ্ছে, যেন সবার মনে ভয় ধরে যায়। কেউ যেন কোন কথা বলতে না পারে আর। একটা কিছু করার আগে যেন যুযুর ভয়ে মত্ত থাকে।

ঠিক যেমন মোল্লারা পরকালে কল্পিত শাস্তির ভয় দেখিয়ে মানুষকে ধর্মের ঘোল খাওয়ায়, অথবা মৃত্যুর পরে পরিবারের কী হবে এই ভয় দেখিয়ে যেভাবে বীমার দালাল জীবনবীমার পলিসি বেচে - এটাও সেই একই তরিকা।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সবজান্তা এর ছবি

ESPN এ ২০-২০ ওয়ার্ল্ড কাপে উইকেট পরলে, একটা এড দেখায়, হাভেল সুইচ এর, লেখা থাকে "শক লাগা ক্যায়া ??"আমার মনে হচ্ছে এখন আমাকে তাই জিজ্ঞেস করা যেতে পারে।

আজকেই দুপুরে "সুতানটি সমাচার" পড়ে শেষ করলাম। দাউদ হায়দার এর লেখার সাথে আমি খুব বেশি পরিচিত না[ মূলত, বিভিন্ন সময় সংবাদপত্রে প্রকাশিত কিছু লেখা ও কিছু কবিতা ছাড়া তার অন্য লেখা,বিশেষত গদ্য কিছুই পড়িনি। এটিই প্রথম। পড়ে যারপরনাই মুগ্ধ, পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা শুরু করে দিয়েছিলাম [ কারন তা আগামী খন্ডে সমাপ্য]। একবার এর জন্য ও টের পাইনি, কোন ধর্মানুভূতিতে আঘাত !! সত্যি কথা বলতে কি, আমি প্রথম আলোর কার্টুনের চেয়েও এ বার ১০ গুন বেশী শকড !

আরেকটা ব্যাপারও ঠিক বুঝি না, সব পত্রিকা কতৃপক্ষই বিনা দ্বিধায় ক্ষমা চেয়ে ভাসিয়ে ফেলছে।

ব্যাপারটা দুঃখজনক এবং সাহিত্য ও সংবাদপত্রের জন্য আতংকজনক।

অলমিতি বিস্তারেণ

মুহম্মদ জুবায়ের এর ছবি

ব্যাপারটা দুঃখজনক এবং সাহিত্য ও সংবাদপত্রের জন্য আতংকজনক।

আর সকল মুক্তবুদ্ধির মানুষের জন্যে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ এর ছবি

লেখাটা সচলে প্রকাশ করা যায়? অন্তত কোন লিংক দিতে পারেন কেউ? পড়ে দেখতাম। লেখককেই সচল করা গেলে আরো ভাল হত, তবে সেটা হয়তো বেশি চেয়ে বসা।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দাউদ হায়দারের লেখায় নাকি কাবা শরীফকে বাইজি খানার সাথে তুলনা করা হয়েছে।
নাহ, আবার পড়তে হবে লেখাটা।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমিও খুঁজছি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জ্বিনের বাদশা এর ছবি

মৌলবাদীদের আস্কারা দিয়ে মাথায় তুলেছে ,,, এখন তারা যাদের দেখতে পারেনা সবার লেখা ঘাঁইটা ঘাইঁটা এরকম নির্বোধ উল্লুকের মতো 'অবমাননা' খুঁইজা বার করবে আর লাফাবে ,,,
সরকারের ভুমিকা পুরোপুরি প্রশ্নবিদ্ধ!!

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

এখন থেকে পর্বতকেই মোহাম্মদের কাছে আসতে হবে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জ্বিনের বাদশা এর ছবি

বস্, নবীর সাথে পর্বতকে তুলনার জন্য আবার আপনাকে ফাঁসিয়ে দিবে দেইখেন চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

বলেছি পর্বতকেই মোহাম্মদের কাছে আসতে হবে। আমি কিন্তু জাতে মাতাল তালে ঠিক। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

"মুহম্মদ হরিদাস পাল"এ দেশ ভরিয়া যাইতেছে।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠিক কথা, মুহম্মদ সৌরভ হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

বিপ্লব রহমান এর ছবি

...সিএসবি নিউজ, আজকের কাগজ, প্রথম আলো, সাপ্তাহিক ২০০০, নেক্সট?...

(আমিও ইন্টারনেটে সাপ্তাহিক ২০০০ এর ঈদ সংখ্যা পাইনি; তবে হার্ড কপি দেখেছি। আগ্রহীরা শোমচৌ'র এই পোস্ট থেকে 'আপত্তিকর' অংশটুকু দেখতে পারেন।)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।