বৈশাখী তালাক শিরোনামে লিখা পোস্টে 'একটি খবরের কাগজের কথা লিখে কাটতি বাড়াচ্ছি' এমন অভিযোগ করেছেন কেউ কেউ,পাশাপাশি সেই পত্রকাটি দেখতেও ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। অভিযোগ আর জনগনের চাহিদার বিষটা মাথায় রে...
রাহাতের বুকের ভেতর প্রচণ্ড শব্দ হচ্ছে।
আর কয়েক মিনিট পরে সে তার জীবনের প্রথম চুরিটা করবে। সুতরাং বুকের মধ্যে শব্দ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।
এই মুহুর্তে রাহাত লাইব্রেরির এক পাশে চেয়ারে বসে চোখের সামনে ম্যাগাজিন ধরে আছে। লা...