লিটল ম্যাগাজিনের সংগ্রহ থেকে/ শব্দপাঠ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ২২/০৬/২০০৮ - ১০:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

লিটল ম্যাগাজিনের সংগ্রহ থেকে / শব্দপাঠ
*************************
শব্দপাঠ । প্রধান সম্পাদক -আতাউর রহমান মিলাদ । সম্পাদক- আবু মকসুদ।
প্রকাশক - কাজল রশীদ । মূল্য- ১০০ টকা, ৫ পাউন্ড । প্রবাস প্রকাশনী ,ইংল্যান্ড।
দশম সংখ্যা - বইমেলা , ফেব্রুয়ারি - ২০০৮

============================================
‘আটলান্টা রিভিউ’ কিংবা ‘প্যারিস রিভিউ’ লিটল ম্যাগগুলো পড়ার পর আমার একটা স্বপ্ন ছিল , আহা! এই আংগিকে যদি একটা বাংলা লিটল ম্যাগ করা যেতো। সে স্বপ্ন ই
পূরণ করেছে বিলেত থেকে প্রকাশিত ‘‘শব্দপাঠ’’।
অভিবাসী জীবনের ঘ্রাণ নিয়ে এমন উদ্যোগ আমাদের কে আশান্বিত করেছে।
এ সংখ্যায় ১ম পর্বে কবিতা লিখেছেন -শামীম আজাদ,
সরকার আমিন, মজনু শাহ,
শিহাব শাহরিয়ার , আজাদ আলাউদ্দিন, আতাউর রহমান মিলাদ, কামরুল হাসান,হেনরী স্বপন, টোকন ঠাকুর, মাহবুব লীলেন , ওবায়েদ আকাশ।
প্রবন্ধ লিখেছেন , ডঃ মুকিদ চৌধুরী, সালেহা চৌধুরী, নওশাদ জামিল।
২য় পর্বে কবিতা লিখেছেন , ফকির ইলিয়াস , জাহিদ হাসান মাহমুদ, খোকন মাহমুদ,শামীম রেজা, প্রদীপ মিত্র, কাজল রশীদ, চন্দন চৌধুরী , মুজাহিদ আহমদ, জাহাংগীর
জয়েস, আলমগীর শাওন, মৃদুল মাহবুব, সঞ্জীব পুরোহিত, শিউল মনজুর, মাহবুবুল আলম, সাখাওয়াত টিপু, সাদিকা রুমন , ফারুক আহমেদ রনি।
১ম পর্বে গল্প লিখেছেন - জাকির তালুকদার, মাসুদা ভাট্টি, শাহনাজ মুন্নী, মিলটন রহমান, ইমামুজ্জামান মহী, রেজওয়ান মারুফ ।
৩য় পর্বে কবিতা লিখেছেন , মুজিব রহমান, আবু মকসুদ, আফরোজা সোমা, সজল ছত্রী , নায়েম লিটু, মনিরুল মনির, মাদল হাসান, কাফি কামাল, সাকী সায়ন্ত, শিমুল সালাহউদ্দিন, নিতুপূর্ণা , তারিক টুকু, মিঠুন রাকসাম , জাহানারা পারভীন, অপূর্ব সোহাগ, ফারহানা ইলিয়াস তুলি, সাব্বির আজম, কাজী রোজী, পিয়াস মজিদ, এহসান হাবীব, মনিরুজ্জামান মিন্টু, রুদ্রাক্ষ পথিক, শাহনাজ নাসরীন, সৈয়দ আহমদ জুয়েদ,নাসির জামান, সুফিয়া জমির ডেইজী, আলী প্রয়াস ।
চলচিত্র নিয়ে লিখেছেন মনজুরুল আজিম পলাশ।
২য় পর্বে গল্প লিখেছেন - প্রশান্ত মৃধা, ওয়ালি মাহমুদ, আহাম্মেদ কবীর,শামীম রুনা, আবদুর রৌফ চৌধুরী, সামন্ত সাবুল।
মূল্যায়ন পর্বে বই নিয়ে আলোচনা করেছেন, ডঃ মুকিদ চৌধুরী, জগলুল হোসেন, লায়লা ফেরদৌস ইতু, জয়নাল আবেদীন শিবু ।
৩য় পর্বে গল্প লিখেছেন , মনি হায়দার, সনতোষ বড়ুয়া, হামিদ কায়সার, কাজী মোহাম্মদ আলমগীর, আয়শা ঝর্না, ফরিদা ইয়াসমীন জেসি।
কবি ও কবিতা পর্বে বৃটেন আভিবাসী কবি আহমদ ময়েজ এর সাক্ষাতকার নিয়েছেন আবু মকসুদ।
‘‘হীরামতী ও তার রাঁধুনীকাল ’’ চমৎকার উপন্যাস টি লিখেছেন এ সময়ের নন্দিত কবি - গল্পকার আকমল হোসেন নিপু।
সবশেষে উর্দু সাহিত্য নিয়ে রয়েছে সমৃদ্ধ ক্রোড়পত্র। এতে লিখেছেন সৈয়দ মবনু, আশরাফুল হক বাবু, হরিপদ দত্ত, ফরিদ আহমদ রেজা, আসাদ চৌধুরী ও জাফর আলম।
৪৪৮ পৃষ্টার এই লিটল ম্যাগাজিন টি নিয়মিত বের করার জন্য এই সাহিত্যসেবী টিম বিশেষ ধন্যবাদ পাবার দাবী রাখেন।
যারা লিটল ম্যাগ পড়তে ভালবাসেন , তারা এ সংখ্যাটি সংগ্রহ করতে পারেন।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফকির ইলিয়াস,
আপনার লেখাটি তো আসলে রিভিউ না হয়ে সূচীপত্র হয়ে গেছে!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফকির ইলিয়াস এর ছবি

এস এম মাহবুব মুর্শেদ,
হাঁ , অনেকটা তা ই । উদ্দেশ্য, পাঠক-পাঠিকা কে লিটল ম্যাগটির
সংক্ষিপ্ত পরিচয় জানানো। রিভিউ অন্যভাবে করা যাবে।
দু:খজনক হচ্ছে কোনো দৈনিক / সাপ্তাহিকে এতো নাম দিয়ে
রিভিউ লিখতে গেলে তা ছাপতে সম্পাদকরা নাক সিটকায়।
পারলে নামগুলো কেটে দেয়। তাই আমি নামগুলোর পরিচয় করিয়ে
দিতে চেয়েছি পাঠক-পাঠিকার সাথে।
আর যারা লিটল ম্যাগটি ই পড়বে না , তারা সমালোচনার আগা
মাথা বুঝবে টা কি ? আমার মূল উদ্দেশ্য লিটল ম্যাগ কে প্রমোট করা।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কিন্তু সূচীপত্রই বা পড়বে কে? আর পড়লেও কি সেই নাম গুলো মনে থাকবে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফকির ইলিয়াস এর ছবি

সাহিত্যে যারা নোবেল পেয়েছেন তাদের ক'জনকেই আমরা
মনে রেখেছি বলুন !
এটা হলো জানান দিয়ে যাওয়া।
থ্যাংকস এ লট ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কই পাবো?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির ইলিয়াস এর ছবি

আজিজ মার্কেটে , লিটল ম্যাগ প্রাংগন/ জনান্তিক এ পাবেন আশা
করি।

ফারুক ওয়াসিফ এর ছবি

এনটিভি সাময়িকীতে পঠিত হওয়া আপনার কবিতাটা দেন না, আরেকবার পড়ি। তখন শুনতে অসম্ভব ভাল লেগেছিল। পারলে দ্রুতই দেন।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ফকির ইলিয়াস এর ছবি

এই ব্লগে আছে।
ধন্যবাদ আবারো আপনাকে।

http://sachalayatan.com/f_elias/11277

http://sachalayatan.com/f_elias/11277

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।