চলো একবার জল ভরনে গো সখী
বন্ধু দেখে আসি।
কারে লইয়া প্রাণবন্ধে খেলছে পাশাপাশি ।
১। জনম ভরে খুঁজে তারে গো, আমি
হইছি বনবাসি
আমায় দেখে পাড়ার লোকে করে হাসাহাসি ।
২। জগত জুড়া রূপের জ্যোতি গো ,আমার
বন্ধু কালশশী
যে দেখে সেই মোহন ছটা হয়ে যায় উদাসী।
৩। ফুলবাসরের আলো আমার গো, বন্ধু
পুষ্প রাশিরাশি
ছিটিয়ে দেবো আগর চন্দন তারে ভালোবাসি।
৪। যে যাই বলুক , সব দিয়াছি গো , আমি
বন্ধুর চরণদাসী
ফকির ইলিয়াস রূপনগরে তার প্রেমের পিপাসী।
মন্তব্য
এইটা না দুপুরে একবার পড়লাম! ওই পোস্ট কি গায়েব?
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
হাঁ , মুজিব ভাই । সচলায়তনে বীজতলার কাজ চলতেছে তো
তাই গায়েব। এখন নিজ দায়িত্বে আবার দিলাম।
নোটিশ ঝুলানো আছে , দেখতেছেন না
http://sachalayatan.com/sondesh/18928http://sachalayatan.com/sondesh/18928
ফকির ইলিয়াসের গান রচনার ইতিহাস একবার শুনেছিলাম। এবার পড়ে মুগ্ধ হলাম।
ধন্যবাদ বাউল কবি।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ভাল্লাগছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
নতুন মন্তব্য করুন