ফরাসী বাবু চার্লস বোঁদলেয়ার বাংলা ভাষী পাঠকের কাছে পরিচিত নাম, বাঙ্গালীবাবু বুদ্ধদেব বসু' র কল্যানে ।
সচলায়তনের জন্মদিনের মজমার ফাঁকে হাতে এলো বোঁদলেয়ারে 'INTIMATE JOURNALS' । কবিতা সংকলন নয় বরং এটি তাঁর খেরোখাতা,নিমগ্ন আঁকিবুকি মাত্র ।
নিজের মতো করে লেখা ছোট ছোট প্রবচনগুচ্ছ আর স্কেচ,বেশীর ভাগই আত্নপ্রতিকৃতি ।
এটি মুল ফরাসী থেকে ইংরেজীতে অনুবাদ করেছিলেন ক্রিস্টোফার আইজেরউড আর মুখবন্ধ লিখেছেন ডাব্লিউ এইচ ওডেন
সবমিলিয়ে এক জমজমাট পাঠ ।
লিখতে গিয়ে হঠাৎ মনে হলো,আমাদের হুমায়ূন আজাদ এটি পড়েই কি তার বিখ্যাত প্রবচণগুচ্ছ সৃষ্টির প্রনোদনা পেয়েছিলেন? তেমন কোন তথ্য নেই,এমনি মনে হলো আর কি ।
যাহোক, সচলবন্ধুদের দের সাথে কিছুটা শেয়ার করিঃ
1.
What is love?
The need to emerge from oneself.
Man is an animal which adores.
To adore is to sacrifice and prostitute oneself.
Thus all Love is prostitution.
2.
Nearly our whole lives are employed in foolish inquiries.Nevertheless, There are questions which should excite man's curiosity in the highest degree ,and which,to judge from his customary mode of life, do not inspire him with any.
Where are our dead friends?
Why are we here?
Do we come from some other place?
What is free will?
Can it be reconciled with the law of province?
Is there any finite or infinite number of souls?
What is the number of habitable lands? Etc.,etc...
3.
Revolution confirms Superstition,by offering sacrifice.
4.
Woman can not distinguish between her soul and her body. She simplifies things,Like an animal. A cynic would say that it is because she has nothing but a body.
A chapter of the Toilet
Morality of the toilet,the delights of the toilet.
5.
Warning to non-communists:
All is common property,Even God
মন্তব্য
বস, পন্ডিতি করি একটু। ভদ্রলোকের নামের উচ্চারণ বাংলায় "শার্ল বোদল্যের" হবে (আরো নিখুঁতভাবে বলতে গেলে বোদল্যেহ্)। চন্দ্রবিন্দুটা একেবারেই কাটা পড়বে।
হাঁটুপানির জলদস্যু
আরে পন্ডিতি না মোটেও । ফরাসী বাবুর নামের বাংলা উচ্চারন তাই হবে ।
কিন্তু ইংরেজ ব্যাটা রা যেমন আমাদে 'ঠাকুর' কে 'টেগোর' বানিয়ে ছেড়েছে '"শার্ল বোদল্যের' কে ও এরা 'চার্লস বোঁদলে' বানিয়েছে ।
যেমন দেশে থাকতে আলব্যয়ের কামুকে চিনতাম , বিলাতে এসে শুনলাম আলবার্ট কামু!:)
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বুদ্ধদেব বসু নিজে কিন্তু লিখেছিলেন 'শার্ল বোদলেয়ার'।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
পন্ডিতিটা হিমু ভাই আগে করে ফেলল হাহা । আমারো ভদ্রলোকের সাথে পরিচয় বুদ্ধদেব বসুর কল্যানেই, উনার অনুদিত কিছু কবিতা পড়েছিলাম ।
কিন্তু যে স্যাম্পল তুলে দিলেন ! এক আর তিন পড়ে তো চেয়ারশুদ্ধ পড়ে যেতে নিয়েছিলাম ! পাঁচ পড়ে সেইরকম মজা পেলাম !
বইটা পড়তেই হবে !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
"All is common property,Even God"
(অবাককান্ড)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
এইটা তো পড়তেই হবে... মাঝে মাঝে এইরম কয়েকটা করে ছেড়ে দেবেন নাকি? চেটেপুটে খেতাম?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বোদলেয়ারের খেরোখাতা নিয়া তুমি পোস্ট দিলা কিন্তু তার আঁকা জান দ্যুভালের স্কেচ দিলা না এটা কেমন কথা?
এই জান দ্যুভালকে দেখেই জন্ম নেয় জীবনানন্দের হাতে বাংলার বনলতা সেন;
যে তার প্রেমিকের জন্য নরকের মতো বুক খুলে বসে থাকে অপেক্ষার অনন্ত বছর
যে তার প্রেমিককে গ্রহণ করে সমস্ত ক্লান্তি ও ক্ষুদ্রতাসহ....
০২
আমরা কিন্তু শার্ল বোদলেয়ার নামেই জানি এবং চিনি
দয়া করে সলিমুল্লা খানদের মতো সক্রেটিসকে সক্রাতুস প্লেটোকে প্লাতুন
এইসব নামে অপরিচিত বানিও না
তার দেশে তারে ঘোড়ার ডিম ডাকুক
আমরা তারে শার্ল বোদলেয়ারই ডাকতে চাই
০৩
বুদ্ধদেব বসুর সেই দুর্ধর্ষ অনুবাদ
আহারে
আমি বুদ্ধদেব ছাড়া আর কারো অনুবাদে বোদলেয়ার পড়তে চাই না
এমনকি ফরাসি শিখলেও সরাসরি বোদলেয়ারের রচনাতেও না
যদিও ওগুলো সম্পর্কে সৈয়দ হক বলেছিলেন ওগুলো বোদলেয়ারের কবিতা না
ওগুলো হলো - শার্ল বুদ্ধদেব বোদলেয়ার বসুর কবিতা
কবিতা লেখার চেষ্টা করা যখন শুরু-তখন দেখলাম আমি যা লিখতে চাই তার সবই রবীন্দ্রনাথ লিখে রেখে গেছেন।অভাগা যেদিকে যায়.....ব্লগেও দেখি আমার কথা আগেই অন্যেরা বলে ফেলে।তারপরেও সাথে থাকি।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ভাই মোর্শেদ,
বইটা একটু পড়িবারে ইচ্ছা হইতেছে।
গীতবিতানের আগে আর একটা কবিতা দিছিলাম। নাম 'মরমে, অন্তরে'। ওইটার শেষে নিজের নাম দিতে মনে ছিলো না। অতিথি লেখক বইলা কথা!
বোদলেয়ার যে নারীদের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করতেন না, তার ছাপটা ৪ নম্বর জার্নালে খুব স্পষ্ট হলো।
লিখতে গিয়ে হঠাৎ মনে হলো,আমাদের হুমায়ূন আজাদ এটি পড়েই কি তার বিখ্যাত প্রবচণগুচ্ছ সৃষ্টির প্রনোদনা পেয়েছিলেন? তেমন কোন তথ্য নেই,এমনি মনে হলো আর কি।
আপনার এই মনে হওয়াতে আপত্তি জানিয়ে রাখলাম। আমাদের কেন যে এত হীনম্মন্যতা! হুমায়ুন আজাদ 'প্রবচনগুচ্ছ' লিখবার মতো প্রতিভা নিয়ে জন্মেছিলেন বটে, বোদলেয়ার না লিখলেও লিখতে পারতেন, তবে লিখতেন কিনা সে সন্দেহ অবশ্য আমার আছে।
সচলায়তনে পোস্টানো আমার নপুংসক কবিতাটা এরকম ভাবনা থেকেই লিখেছিলাম।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
মুজিব ভাই,
অগ্রজদের সৃষ্টি দ্বারা প্রণোদিত হওয়াকে 'হীনমন্যতা' বলবেন? বাংলা কবিতার একটা উল্লেখ্য অংশে যে বিদেশী কবিতার প্রভাব রয়েছে সেটা আপনি ও ভালো জানেন । রবি ঠাকুর থেকে বুদ্ধদেব ।
এই প্রভাবকে আমি প্রণোদনাই ভাবি ।
মুজিব মেহেদী প্রাকৃতিক নির্বাচনে আমার আগে জন্ম নিয়ে দারুন সব কবিতা লিখে ফেলেছেন বলে কি আমি আর লেখার সাহস করবোনা? :)
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
তারপরও, আমিও বু ব কৃত অনুবাদগুলোরই পরম অনুরাগী।
নতুন মন্তব্য করুন