অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বুধ, ২৩/০৪/২০০৮ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নভেম্বর ২০০৬-এ আমেরিকা থেকে প্রকাশিত WIRED ম্যাগাজিনের একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ওটি ছিল তাদের মতে Very short stories-এর একটি সংকলন। ম্যাগাজিনটির ওই বিশেষ মুদ্রণ সংস্করণে অন্তর্ভুক্ত ১০টি লেখার বাংলা রূপান্তর আমার গত পোস্টে প্রকাশিত হয়। ওই পোস্টটিরই দ্বিতীয় কিস্তি আজ প্রকাশিত হলো। এ কিস্তিতে অন্তর্ভুক্ত ১০টি লেখা মুদ্রণ ও আন্তর্জাল উভয় সংস্করণ থেকে গৃহীত। যাঁরা এ বিষয়ক আমার প্রথম পোস্টটি দেখেন নি বা/এবং গল্পগুলোর রচনা ও বাংলায় রূপান্তরণের পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেতে চান, তাঁরা দয়া করে আমার অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তিতে ঢুঁ মারলেও মারতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য : গত পোস্টে সচলদের এ ধরনের ক্ষুদ্রাতিক্ষুদ্র গল্প নিয়ে একটি ব-e করবার ব্যাপারে হিমুর কাছ থেকে প্রস্তাব এলে ও তা সমর্থিত হলে আগ্রহী অনেক সচল তাঁদের লিখিত মূল্যবান সব ক্ষুদ্র গল্প পোস্টটিতে যুক্ত করেন, যা এ বিষয়ক খসড়া পরিকল্পনাটাকে একটি চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে ইন্ধন দিচ্ছে। আপনাদের সদয় অবগতির জন্য বলি, ব-e বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তটি বাকি আছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে যথাসম্ভব দ্রুত এ বিষয়ে আলাদা পোস্ট দেয়া হবে। কাজেই সম্মানিত সচলদের এই পোস্ট বা আগের পোস্টে ব-e এর জন্য নতুন কোনো গল্প যুক্ত না-করে পোস্টে অন্তর্ভুক্ত গল্পগুলোকে ঘিরেই কথাবার্তা বলতে অনুরোধ করছি।

মহাশূন্যে সংঘর্ষ, কক্ষসমূহ বিদীর্ণ, বিদায়, ভালোবাসা।
ডেভিড ব্রিন

বুশ সত্য বলল, নরক ঘনীভূত হলো।
উইলিয়াম গিবসন

ইরাকে গিয়ে ফিরেছে প্রতি তিনজনে একজন।
গ্রেইমি গিবসন

এটায় চলবে (অলস লেখক শুধালেন) ?
কেন ম্যাকলিওড

আমরা সীমা অতিক্রম করলাম, তারা আমাদের মেরে ফেলল।
হাওয়ার্ড ওয়ালড্রপ

লেইয়া : বাচ্চাটা তোমার। লিউক : দুঃসংবাদ।
স্টিভেন মেরেজোকি

তার পুরুষাঙ্গ ভেঙে গেছে, সে এখন গর্ভবতী।
রাডি রাকার

বাঁচাও! পড়েছি পাঠাভিযানের ফাঁদে!
মার্ক লেইডলো

শিশুর রক্তের ধরন ? প্রায়শ মানবসুলভ।
ওরসন স্কট কার্ড

সময়সীমা শেষ, পাঁচ শব্দ যথেষ্ট...?
ডেভিড ব্রেইন


মন্তব্য

হিমু এর ছবি

পরিমাণে আরো বেশি আশা করেছিলাম কেন যেন।


হাঁটুপানির জলদস্যু

মুজিব মেহদী এর ছবি

চাইলে দেয়াই যেত। তৈরি আছে। কিন্তু ভাবলাম, প্রথমবার ১০টি দিয়েছি এবারও তাই দেই।
তাছাড়া লেখা কম দিলে পাঠক এবং লেখা উভয়ের প্রতিই বোধকরি সুবিচার করা হয়।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি
দ্রোহী এর ছবি

পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধোন। নহে বিদ্যা নহে ধোন, হলে প্রয়োজন।
—দ্রোহী


কি মাঝি? ডরাইলা?

মুজিব মেহদী এর ছবি

ধন আর ধুন চিনি। কিন্তু ধোন ব্যাপারটা কী? মূল প্রবচনে তো ধন আছে জানতাম। আপনি কি ধন-এর প্যারোডি করলেন?
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

পুঁথি নয়, গ্রন্থ।


হাঁটুপানির জলদস্যু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পরের গুলোর অপেক্ষায় আছি...

______________________________________
পথই আমার পথের আড়াল

লুৎফুল আরেফীন এর ছবি

এই কিস্তিও ভালো লেগেছে।

(পরমাণু গল্পের কমেন্ট, তাই বেশী কথা বলতেও শরম পাই)

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

খেকশিয়াল এর ছবি

জোস জোস , দারুণ লাগল আবারো !
আমি একটা বলি
বলাই টের পাইল তার আর ক্ষুধা নাই, থাকা সম্ভব নয়

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।