চোখ বুলিয়ে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান কি বলছে এ নিয়ে। সাধারণভাবে, সবাই একটা ব্যাপারে একমত নন যে এই অতিবুদ্ধিমানদের (savant) মস্তিষ্কের কোনো বিশেষ গঠনের জন্যই তারা এ ধরণের অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী...
সাধারণভাবে ব্যঙ্গার্থে ছাড়া 'অতিবুদ্ধিমান' আর 'বোকা' শব্দদুটো একই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কারণ শব্দদুটো বিপরীতার্থক। কিন্তু বুদ্ধি কি? আমার যে বন্ধু তাড়াতাড়ি অঙ্ক করতে পারে তাকেও বুদ্ধিমান বলি, আবার চটপটে স্মার্ট মার...