অতি ক্ষুদ্র গল্প : তৃতীয় কিস্তি

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: শুক্র, ২৫/০৪/২০০৮ - ২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অতি ক্ষুদ্র গল্প : প্রথম কিস্তি
অতি ক্ষুদ্র গল্প : দ্বিতীয় কিস্তি

আগের দুই কিস্তিতে মোট ২০টি (১০+১০) অতি ক্ষুদ্র গল্প পোস্ট করা হয়। এ কিস্তিতে আরো ১০টি পোস্ট করা হলো। গল্পগুলো WIRED ম্যাগাজিনের মুদ্রণ ও ওয়েব সংস্করণ থেকে নেয়া।

স্বর্গেরও পতন হয়। বিস্তারিত ১১-এ দেখুন।
রবার্ট জর্ডান

তিনি তার মৃত্যু সংবাদ পড়লেন স্বীকারোক্তিসহ।
স্টিফেন মেরেজোকি

হারানো, আবার খুঁজে পাওয়া। খুব খারাপ।
গ্রেইমি জিবসন

তবে সে তৃতীয়বারের মতো চেষ্টা করেছিল।
জেমস পি ব্লে লক

লেখাটায় শব্দ খরচ হয়েছে মাত্র ছয়টা।
গ্রিগরি মেগোইরি

টেনে আলখাল্লা খোলা হলো। প্রধান, ক্রমশ মলিন।
জন হোয়েডন

আমি মৃত, তোমার কথা মনে পড়ছে খুব। ...চুমো ?
নেইল গেইমান

ডরোথি বলল, গুল্লি মারি, আমি এখানেই থাকব।
স্টিফেন মেরেজোকি

আমি বিশ্বাস করতে পারি না যে সে আমায় গুলি করতে পারে।
হাওয়ার্ড সায়কিন

আমরা চুমালাম, সে গলে গেল। এবার ঝেঁটাও।
জেমস পেট্রিক কেলি


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

চলুক!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ফারুক হাসান এর ছবি

কয়েকটা মাথার উপর দিয়ে গেছে যদিও, তবু ভাল্লাগ্লো।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অছ্যুৎ বলাই এর ছবি

কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলো সে মরে নাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

খেকশিয়াল এর ছবি

হাহা আমার বেশি প্রিয় একটা লাইন ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

খেকশিয়াল এর ছবি

জন হোয়েডন এর টা ঠিক বুঝলাম না, বুঝতে চাই
অন্যগুলি জোস

আবার একটা লিখি
তারপর একদিন হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে গেল

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুজিব মেহদী এর ছবি

এটা যেহেতু একটা সৃজনশীল লেখা, প্রত্যেকের বোঝাবুঝিটা তার মতো করে হবে সেটাই প্রত্যাশিত। একটা কোনো ধ্রুব অর্থ সৃজনশীল লেখার থাকতে নেই। তবু আপনি বুঝতে চাইলেন বলে আমার বোঝাবুঝিটা শেয়ার করি।

রাষ্ট্রে ও সমাজে এমন কতগুলো অবস্থান আছে, যেখানে আরোহণ করামাত্র, আপনি লাভ করেন বিশেষ ধরনের কোনো গাউন বা আলখাল্লা এবং জোস একটা পদবি। তো ওই অবস্থানটির যদি আপনি যথেচ্ছ ব্যবহার করেন, তাহলে জনগণ মানে আমরা আপনার প্রতি ক্ষেপে যাই, যেতে পারি। তখন আমাদের কাজ হলো যেকোনোভাবে আপনার গা থেকে আলখাল্লাটা খুলে নেয়া। আর এটা খুলে নেয়া মানে আপনার পদ হারানো, ক্ষমতা হারানো ইত্যাদি। কী হবে তাতে? আপনি হবেন ক্ষমতাহীন, মলিন। জন হোয়েডন হয়ত এরকমই বুঝাতে চেয়েছেন বাক্যটা দিয়ে।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ, আলখাল্লা খোলা পর্যন্ত বুঝেছিলাম, প্রধান, মলিনেই যত বিপত্তি ঘটে, আপনি মনে হয় ঠিকই বুঝেছেন ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

১. ওখানে পৌঁছেই সে বুঝলো, অনেক দেরী হয়ে গেছে।
২. তোমাকে তো আমি আগেই বলেছিলাম, এখন হলো তো?
৩. আজকাল আমার আর কিচ্ছু ভালো লাগে না।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুমন চৌধুরী এর ছবি

গুল্লি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ক্যামেলিয়া আলম এর ছবি

ঠিকই বলেছেন মুজিব মেহেদী গল্পগুলো আসলে নিজের নিজের মন বুঝে পূর্ণ অবয়বের ------ যদিও প্রথমটায় ফাজলামো করেছিলাম কিন্তু আসলেই অনেক মজার---- অনেক আবেদনের ------ বেশ ভাল!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মুজিব মেহদী এর ছবি

যখন ফাজলামো করতে ইচ্ছে করবে তখন তাই বা করবেন না কেন? আবার সিরিয়াস কথা বলতে ইচ্ছে করলেও বলবেন। সবই পাঠকের ইচ্ছা।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নুরুজ্জামান মানিক এর ছবি

মুজিব মেহদী লিখেছেন:
যখন ফাজলামো করতে ইচ্ছে করবে তখন তাই বা করবেন না কেন? আবার সিরিয়াস কথা বলতে ইচ্ছে করলেও বলবেন। সবই পাঠকের ইচ্ছা।

একমত ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

শেখ জলিল এর ছবি

আমরা চুমালাম, সে গলে গেল। এবার ঝেঁটাও।
জেমস পেট্রিক কেলি
..ঝাক্কাস! ভাল্লাগছে গল্পাণু।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।